Gulwarchar humane Foundation

Gulwarchar humane Foundation একটি সেবা মূলক পেইজ

দুবাইয়ে কারাবন্দী ৫৭ প্রবাসীর মুক্তি...সংযুক্ত আরব আমিরাতে ছাত্রদের আন্দোলনের সমর্থনে মিছিল করার আটক প্রবাসীদের শাস্তি ম...
03/09/2024

দুবাইয়ে কারাবন্দী ৫৭ প্রবাসীর মুক্তি...

সংযুক্ত আরব আমিরাতে ছাত্রদের আন্দোলনের সমর্থনে মিছিল করার আটক প্রবাসীদের শাস্তি মওকুফ করে দেশে পাঠিয়ে দেয়ার নির্দেশ দেশটির প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

অথচ, গত জুলাইয়ে এ রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাড়াতে অপারগতা জানিয়েছিল ততকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রী। কিন্তু নীরবে তাদের মুক্ত করতে কাজ করে গেছেন ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।

28/08/2024

ফেইসবুকে পোস্ট দিয়ে সাংবাদিকের আত্মহত্যা!👇

28/08/2024

আচ্ছা আগস্ট মাস কি শেষ হইতোনা?🧐

27/08/2024

পল্লী বিদ্যুতের কর্মীরা গণছুটি প্রত্যাহার করেছে।

গতকাল আগুন লেগে প্রায় পৌনে দুইশ মানুষ মারা গেছে।সেইটা নিয়ে কোন কথা আছে?সবাই মেতে আছে ভিসি নিয়ে উদ্ভট ট্রলে কিংবা বন্য...
27/08/2024

গতকাল আগুন লেগে প্রায় পৌনে দুইশ মানুষ মারা গেছে।
সেইটা নিয়ে কোন কথা আছে?সবাই মেতে আছে ভিসি নিয়ে উদ্ভট ট্রলে কিংবা বন্যা নিয়ে।
আপনি কল্পনা করেন সংখ্যাটা কত বড়। ১৮৭ জন নিখোঁজ।
৫ আগস্ট লুটপাট হওয়ার ওর ২৬ সে আগষ্ট আবার লুটপাট ভাংচুর।
কথিত আছে গাজী ফ্যাক্টরিতে ভাংচুর চলা কালে কেউ আগুন দিয়ে মেইন গেইট বন্ধ করে দেয়। ফলে অনেক মানুষ আটকা পড়ে পুড়ে পুড়ে মারা যায়।
এখন পর্যন্ত ১৮৭ নিখোঁজ। আত্মীয় স্বজন কেবল গলিত লাশের অপেক্ষায় ক্রন্দনরত দাঁড়িয়ে আছে। কি বিভৎস অবস্থা। মাত্র কালকের ঘটনা। কারো কোন খবর নেই। #গাজী_ফ্যাক্টরি #আগুন

আস্সালামু আলাইকুম  সকলকে । গুলোয়ারচর মানবিক ফাউন্ডেশন হতে আমরা  ইতিমধ্যে ফান্ড মেনেজ কর্মসূচি পালন করছি। গতকাল হতে আমাদ...
23/08/2024

আস্সালামু আলাইকুম সকলকে ।

গুলোয়ারচর মানবিক ফাউন্ডেশন হতে আমরা ইতিমধ্যে ফান্ড মেনেজ কর্মসূচি পালন করছি। গতকাল হতে আমাদের প্রচারিত পোস্ট ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার টাকা জমা হয়েছে।

আপনাদের স্বেচ্ছায় এই সহযোগিতাকে সম্মান জানিয়ে । আমরা আগামীকালকেই Muslim Uddin ভাই এর তত্ত্বাবধানে ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করবো। ইনশাআল্লাহ্

বর্তমানে ফেনী জেলার প্রত্যেক উপজেলায় বন্যার পানিতে প্লাবিত হয়ে আছে। আমাদের Muslim Uddin ভাই বর্তমানে সোনাগাজী উপজেলায় অবস্থান করছে। নেটওয়ার্ক সমস্যা থাকায় সরাসরি আপডেট দিতে পারছি না। তবে ইতিমধ্যে ভাই লাইভে পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছে। ও ওনি নিরাপদ স্থানে আছেন বলে জানিয়েছে।

আমরা সকল সহযোগী ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমাদের গুলোয়ারচর মানবিক ফাউন্ডেশন এর এই কার্যক্রম সুদীর্ঘ করার লক্ষ্যে সহযোগীতা চাচ্ছি আপনারও।

স্বেচ্ছায় আর্থিক সহযোগিতা করার জন্য নিম্ন উল্লিখিত মাধ্যম গুলোতে সহায়তা পাঠানোর অনুরোধ করছি।

বিকাশ/ নগদ (পার্সোনাল) : 01738460026 (মুসলিম)
01302420295 (রকিবুল)
01311447959 (রাকিব)

যত বিপদ তত ঐক্য।

23/08/2024

ফেনী সোনাগাজীতে গতকাল পর্যন্ত অবস্থা ভালোই ছিল । আজ দুপুরের পর থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে । উপজেলাতে পানি প্রবেশ করতেছে ।

23/08/2024

কুমিল্লা পদুয়ার বাজার প্রাণ কোম্পানি ডিপোতে ভয়াবহ আগুন

Address

Kishoreganj
2326

Telephone

+8801302420295

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gulwarchar humane Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gulwarchar humane Foundation:

Share