15/08/2025
প্রতিটা মানুষই বাচে তার ব্যক্তিগত কিছু শখ, কিছু চাওয়া পাওয়ার আশা নিয়ে..... প্রতিটি মুহূর্তেই সে স্বপ্ন দেখে তার এই চাওয়া পাওয়া, তার শখ তার ইচ্ছেগুলো পূরণ হওয়ার...... মানুষ বাচতে চায় তার ভবিষ্যতের জন্য,, বর্তমানের জন্য কজনেই বা ভাবে..... অথচ জীবন কত ছোট... আজ আছি তো কাল নেই....
ছোট বেলায় মানুষ কিছু স্বপ্ন দেখে, বড় হয়ে এটা করবে ওটা করবে। অথচ বড় হওয়ার পরে তার কটা ইচ্ছেই বা পূরন করতে পারে..... নিজের নিয়ন্ত্রণে চলতে পারা মানুষ জন কমেই আছে। প্রকৃতির বাধাধরা নিয়মে আমরা সবাই আটকে আছি.......
চাইলেও মুক্ত পাখির মতো উড়তে পারবো না.....
সত্যি বলতে মানুষ বাচে তার স্বপ্নের জন্য....