14/01/2025
জীবনসঙ্গীকে প্রায়ই ধন্যবাদ দিন, দিনে কয়েকবার করে দিন। অকাতরে ধন্যবাদ দিন, কৃপণতা করবেন না। বিরক্তি ও অনীহা ভাব নিয়ে ধন্যবাদ দেওয়া আসলে ধন্যবাদ দেওয়া নয়। আর আপনি যদি মনে করেন, আপনার সঙ্গী আচমকা ধন্যবাদ শুনে প্রচণ্ড অভিঘাতে মারা যাবে, তবুও দিন; অন্তত খুশী মনে তাকে মরতে তো দিন!