মায়ার বাঁধন

মায়ার বাঁধন “I am personal happiness only you SS❤️🥀🌹❤️

15/06/2025
স্বামীর বিপদে নিজের গয়না বিক্রি করে দেয়। অথচ মা দেয় না।মা দেয় তবে বিবাহিত টারে না😄😄আবিয়াত্তা টারে😄বিয়াতার জন্য তো বউ আছে...
10/05/2025

স্বামীর বিপদে নিজের গয়না বিক্রি করে দেয়।
অথচ মা দেয় না।
মা দেয় তবে বিবাহিত টারে না😄😄আবিয়াত্তা টারে😄
বিয়াতার জন্য তো বউ আছে 😄😄গতকাল থেকে অনেক ভদ্রলোক বউরে আসামী বানিয়ে গণহারে পোস্ট দিছে,,উনারা কোথায় এখন⁉️ভাইয়েরা,,আপনার মা যেমন মাছের বড় পিচ টা আপনার পাতে তুলে দেয়,তেমন আপনার বউ ও কিন্তু সেটাই করো।আপনার অসুস্থতায় আপনার মা যেমন কাঁদেন,আপনার বউ ও কিন্তু রাত জেগে আপনার সেবা করে,চোখের জল ফেলে।আপনার সাথে তো আপনার মায়ের রক্তের সম্পর্ক,সে আপনাকে ভালোবাসবেই।বউ তো অন্য বাড়ির মেয়ে,সে আপনাকে কোনো রক্তের সম্পর্ক ছাড়াই ভালোবাসে,আপনার পরিবারের সাথে মানিয়ে চলার চেষ্টা করে।ঝামেলা হয়,সেটা তো বাবার বাড়ি তে ও হয় সবার সাথে।একসাথে থাকতে গেলে অনেক কিছু হবেই।
তার জন্য আপনারা একটা মৃত্যু কে কেন্দ্র করে,একটা নারীকে অসম্মান করতে গিয়ে পুরো নারী সমাজকে অসম্মান করেছেন।গতকাল রাতে যে সব পোস্ট আমার চোখে পড়েছে,,৮০% বিবাহিত ছেলেদের পোস্ট।এরাই সুযোগে বউদের ধুয়ে দিছিল।আরে ভাই,,আপনাদের মতোন হাবলাদের উচিত বিয়ে না করা,মায়ের সাথে সাথে থাকা।বিয়ের আগে এই সুসন্তান গুলো কিন্তু মায়ের আচলের নিচে ছিলনা,খোঁজ নিলেই দেখবেন।বিয়ের পর সমাজের সুনাম অর্জনের জন্য ভক্ত বেশি হয়ে যায়। মাকে ভালোবাসুন,মা তো মা।কিন্তু মা আর বউয়ের মধ্যে প্রতিযোগিতা তৈরি করবেন না।
প্লিজ!!
পৃথিবীতে সর্বপ্রথম স্বামী স্ত্রী সৃষ্টি হয়েছে কিন্তু এই মা জাতি বোঝে এরা শুধু বোঝে নিজের মেয়ে জামাইকে নিয়ে ভালো থাকুক আর ছেলে মায়ের আঁচলের তলে থাক এই শাশুড়ী নামক শব্দটা আমার সত্যি আর ভালো লাগে, বউ শাশুড়ির যে যোদ্ধা এটা যার সাথে হয় সেই বোঝে এটা কেমন জীবন...এসব টক্সিক শ্বাশুরি দের জন্য কত জীবন যে বেঁচে থেকেও মারা যায় তার কোন হিসেব নেই।তারপরও সব দোষ বউদের।
#পলাশসাহা

10/05/2025

#কাঠগড়ায়_বউ_কেনো‼️⁉️ভাই আপনি তো মরে গিয়ে বেচেঁ গেলেন বউকে কোথায় রেখে গেলেন এটা তো একবারে ও চিন্তা করেন নি🤔এই তবে ঘটনা‼️⁉️
সবাই তো গতকাল থেকেই বউটা রে মোটামুটি ধুয়ে দিছিল😭😭কেন রে‼️
উনি তো চিঠিতে মায়ের কথা ও লিখেছিল, বউরে স্বর্ণ দিতে বলেছে আর মারে বাকি সব কিছু।
হিসাব করলে দেখা যায়, স্বর্ণের চেয়ে তো ব্যাংক ব্যালেন্সই বেশি হবে।বেশিটা গেল তো মায়ের ভাগে।তাহলে বউরে ধোয়ার সময় মারে বাদ দিলেন কেন‼️⁉️অশান্তি কি খালি বউয়ের জন্য হয় সংসারে⁉️একটা মেয়ে নতুন একটা পরিবেশে খাপ খাওয়ানো এতোই সহজ?আপনারা বেটা মানুষ, শ্বশুর বাড়ি গিয়ে এতো আপ্যায়নের মধ্যে এক রাত কাটাতে কষ্ট হয়ে যায়, আর আপনাদের বউরে তো আনার পর আপনার পরিবার আইরন মেশিন দিয়ে মোটামুটি আইরন করে ফেলে।তার খবর জানেন‼️⁉️এরপর আসলো টানাটানির বিষয় ‼️
বিয়ের পর দেখবেন,বিবাহিত ছেলেরে নিয়ে মোটামুটি সবার আশা-ভরসা বেড়ে যায়।বউ চাই নতুন বিয়ে করেছে,তার স্বামী তারে সময় দিক।
এদিকে মা-বোন চিন্তা করে,ছেলে-ভাই হাত ছাড়া হয়ে যাচ্ছে, বউয়ের হয়ে যাচ্ছে।
তারা ও সর্বদা চেষ্টা করে বিবাহিত ছেলেরে তাদের দিকে ঝুকাতে।
কোনো কোনো পরিবারে দেখবেন, অবিবাহিত ছেলে টারে নিয়ে কোনো ঝামেলা নাই,বিবাহিত টারে একদিকে বউ টানবে আর অন্য দিকে মা-বোন।ঘরের যাবতীয় সমস্যা, অসুখ-বিসুখ সব কষ্ট বেড়ে যাবে বিবাহিত ছেলেরে দেখলে,অবিবাহিত টা তো দুধভাত।এটারে কেউ ঘরের সদস্যই মনে করবে না😄এটারে কাজে লাগে শুধু ঝগড়ার সময়, মায়েরে জিতিয়ে দেবার জন্য 😄বিবাহিত ছেলে বউ নিয়ে ঘুরতে গেলে সমস্যা,বউ বাবার বাড়ি গেলে দেখবেন প্রেশার উঠানামা করবে,,আর ছেলে-বউ দেরিতে ঘুম থেকে উঠলে তো আর কথাই নেই।কেন ভাই ⁉️‼️
বউরে অপরাধী তো আপনারা বেটা মানুষই করেন,অন্যের কথা কি বলবো⁉️গতরাতে এই ভদ্রলোকের বউ নিয়ে যে যেভাবে পারছে লিখছে।কই ভাইয়েরা⁉️মারে নিয়ে লিখছেন⁉️
ছেলে বিয়ে করালে তো মার ও আশা বেড়ে যায়।বউয়ের চেয়ে বেশি ভালোবাসতেছে কিনা,,কেয়ার করতেছে কিনা,বউরে দামী জিনিস দিচ্ছে,মারে দিচ্ছে কিনা,আরো কত কিছু। তাহলে মারা যাবার পর কাঠগড়ায় বউ কেন⁉️মা জন্ম দিয়েছে বলে⁉️আপনার সন্তানদের ও তো আপনার বউ জন্ম দিয়েছে।তাহলে আপনার সন্তানের মায়ের প্রতি সম্মান নেই কেন‼️⁉️
হাজার হাজার পরিবারে দেখবেন,বিপদের সময়,, বিবাহিত ছেলেদের ক্ষেত্রে বউ সব উজাড় করে দেয়, এমন ও হাজার হাজার বউ আছে, স্বামীর বিপদে নিজের গয়না বিক্রি করে দেয়।
অথচ মা দেয় না।
#পলাশসাহা

29/04/2025
29/04/2025
গিরা ও গজ হাতের হিসাব শিখে রাখুন এক নজর দেখে 😳
29/04/2025

গিরা ও গজ হাতের হিসাব শিখে রাখুন এক নজর দেখে 😳

এই শখের জিনিসটা কে কে নিয়েছেন?
29/04/2025

এই শখের জিনিসটা কে কে নিয়েছেন?

27/04/2025
পূর্ণতার সুন্দর মুহূর্ত 💗 তুমি এসে আমার জীবনকে এই ফুলের মতোই রঙিন করে দিলে !❤️🥰✨
27/04/2025

পূর্ণতার সুন্দর মুহূর্ত 💗
তুমি এসে আমার জীবনকে এই ফুলের মতোই রঙিন করে দিলে !❤️🥰✨

06/02/2025

মাশাআল্লাহ সাফিরার প্রথম হাত তালি দেওয়া😁

19/01/2025
দুপুরে খাবার😋
06/01/2025

দুপুরে খাবার😋

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when মায়ার বাঁধন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share