ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা Dr. Muhammad Abedur Rahman Bhuyan

  • Home
  • Bangladesh
  • Kishoreganj
  • ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা Dr. Muhammad Abedur Rahman Bhuyan

ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা  Dr. Muhammad Abedur Rahman Bhuyan I am Dr. Muhammad Abedur Rahman Bhuyan (Zimi). I am a Liver specialist, in SSNIMCH Kishoreganj.
(1)

ডাঃ মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা
মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ,
এমবিবিএস, বিসিএস,
এমডি (হেপাটোলজী),
এম আর সি পি এস (গ্লাসগো), আর.পি.(মেডিসিন)
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল।
চেম্বার:- ডিজিল্যাব, কালি বাড়ি মোড়, কিশোরগঞ্জ
সিরিয়াল- ০১৭৩৫-১২৬২৭৬

02/12/2025

IBS

শুভ দুপুর
02/12/2025

শুভ দুপুর

ডা. এস কে এম নাজমুল হাসান (সুমন) স্যারের সহযোগী অধ্যাপক হেপাটলজি শহীদ শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ  হিসেবে পদোন্নতি প্র...
02/12/2025

ডা. এস কে এম নাজমুল হাসান (সুমন) স্যারের সহযোগী অধ্যাপক হেপাটলজি শহীদ শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হিসেবে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন।

হৃদরোগ 🫀 প্রতিরোধে করণীয়:* অস্বাস্থ্যকর খাবার বাদ দেবেন (লবণাক্ত,মিষ্টি, চর্বি জাতীয়, বেশি তেলের বা একই তেলে বার বার ভা...
01/12/2025

হৃদরোগ 🫀 প্রতিরোধে করণীয়:

* অস্বাস্থ্যকর খাবার বাদ দেবেন (লবণাক্ত,মিষ্টি, চর্বি জাতীয়, বেশি তেলের বা একই তেলে বার বার ভাজা খাবার ইত্যাদি)।
* লাল চাল এবং লাল আটার রুটি ভালো ।
* শাক-সবজি,ফল,মাছ সাধ্যের মধ্যে খাবেন।
* আঁশযুক্ত খাবার বেশি করে খাবেন।
* একটি সিদ্ধ ডিম ও এক কাপ সর ছাড়া দুধ খেতে পারেন।
* হাঁস-মুরগির মাংস চামড়া বাদ দিয়ে খাবেন।
* চতুষ্পদী প্রাণীর মাংস পরিমাণে কম খেতে হবে। মাংসের
ঝোলে চর্বি, তেল, লবণ বেশি থাকে।
* দুধ থেকে তৈরি ঘি,মাখন,পনির,ছানা,ঘোল ইত্যাদি না
খাওয়াই ভালো।
* টক দই খেতে পারেন।
* প্রয়োজনের অতিরিক্ত লবণ খাবেন না।
* রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবেন।
* শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে হবে।
* ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে।
* তামাক পণ্য- জর্দা,গুল,সাদা পাতা ও ধূমপান বাদ দেবেন।
* মদ্যপান বাদ দিতে হবে।
* সদা সচল থাকতে হবে,প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটবেন।
* রক্তের চর্বি নিয়ন্ত্রণ করতে হবে।
* নিজের মন ভালো রাখবেন।
* মানসিক স্ট্রেস কমাতে হবে।
* সব সময় প্রতিযোগিতামূলক মনোভাব বাদ দিতে হবে।
* সাধ‍্যের মধ্যে সন্তুষ্ট থাকতে হবে কারণ সবার সবকিছু হবে না।
* আপনার সন্তানের উপর মানসিক চাপ দেবেন না,
তাকে খেলাধুলার সুযোগ দেবেন, মনে রাখবেন হৃদরোগ
বংশগত ভাবে হতে পরে।
* প্রতি রাতে ৭/৮ ঘন্টা ঘুমাবেন।
* ঘুমের মধ্যে নাক ডাকা ও শ্বাস বন্ধ হলে চিকিৎসা করবেন।
* বায়ুদূষণ ও শব্দদূষণ হৃদরোগের কারণ,প্রতিরোধ করুন।

কোন সমস্যা হলে অবহেলা না করে নিকটস্থ হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিবেন

ডাঃ মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা
মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ,
এমবিবিএস, বিসিএস,
এমডি (হেপাটোলজী),
এম আর সি পি এস (গ্লাসগো), আর.পি.(মেডিসিন)
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল।
চেম্বার:-
১. মেডিস্কেন (পুরাতন)
সময় - দুপুর ২.৪৫ থেকে বিকাল ৩.৩০ পর্যন্ত,
(শুক্রবার ও শনিবার বন্ধ)
সিরিয়াল :- 01706630303

২. ডিজিল্যাব, কালি বাড়ি মোড়, কিশোরগঞ্জ
সময় ৩.৩০ থেকে রাত ৮ টা পর্যন্ত
(শনিবার বন্ধ)

সিরিয়াল- ০১৭৩৫-১২৬২৭৬

দেশে আন্দোলনের মৌসুম চলতেছে। স্কুলের বয়সের নীতিমালা বদলের জন্য অভিভাবকদের আন্দোলন সহ,  নার্স, ফার্মাসিস্ট, হকার, দোকান ব...
01/12/2025

দেশে আন্দোলনের মৌসুম চলতেছে। স্কুলের বয়সের নীতিমালা বদলের জন্য অভিভাবকদের আন্দোলন সহ, নার্স, ফার্মাসিস্ট, হকার, দোকান ব্যবসায়ী, শিক্ষকদের আন্দোলনের খবর পাচ্ছি। সাধারণ মানুষ, হাসপাতালের রোগী, দিনমজুর, স্কুলের ছাত্র ছাত্রী, পথচারীদের দুর্ভোগ আজ চরমে।

01/12/2025

সুদ আর মুনাফা, কোনটা হারাম, কোনটা হালাল?

সূরা আল ইমরান (آل عمران), আয়াত: ১৩০

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوا الرِّبٰۤوا اَضۡعَافًا مُّضٰعَفَۃً ۪ وَاتَّقُوا اللّٰہَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ۚ

অর্থঃ হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো।

I need some STAR support.
01/12/2025

I need some STAR support.

শুভ সকাল, ভালো একটি খবর।
01/12/2025

শুভ সকাল, ভালো একটি খবর।

30/11/2025

fans

Resmetirom, new hope for NASH patients.
30/11/2025

Resmetirom, new hope for NASH patients.

কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন। বিষয়ভিত্তিক  ডাক্তারদের তালিকা:-১. মানসিক রোগ → Psychiatrist (সাইকিয়াট্রিস্ট)ডিপ্রে...
30/11/2025

কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন।
বিষয়ভিত্তিক ডাক্তারদের তালিকা:-

১. মানসিক রোগ → Psychiatrist (সাইকিয়াট্রিস্ট)

ডিপ্রেশন, দুশ্চিন্তা, ফোবিয়া, ঘুম না আসা, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, অ্যাংজাইটি

২. পেট ও হজম → Gastroenterologist (গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট)- গ্যাস্ট্রিক, লিভারের রোগ, আলসার, হেপাটাইটিস, হজমের সমস্যা

৩. মাথা/স্নায়ু → Neurologist (নিউরোলজিস্ট)

মাথাব্যথা, খিঁচুনি, মৃগী রোগ, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা, মস্তিষ্কের টিউমার

৪. হৃদরোগ → Cardiologist (কার্ডিওলজিস্ট)

বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, উচ্চ/নিম্ন রক্তচাপ।

👉 অপারেশন লাগলে → Cardiac Surgeon (কার্ডিয়াক সার্জন)

৫. ত্বক/চুল/যৌন রোগ → Dermatologist & Venereologist (ডার্মাটোলজিস্ট)

চুলকানি, একজিমা, চুল পড়া, ব্রণ, ফুসকুড়ি, যৌন রোগ

৬. চোখ → Ophthalmologist (চক্ষু বিশেষজ্ঞ)

চোখ লাল হওয়া, ঝাপসা দেখা, ছানি, গ্লুকোমা

৭. নারী/প্রসূতি → Gynecologist & Obstetrician (গাইনোকলজিস্ট)- মাসিকের সমস্যা, বন্ধ্যাত্ব, গর্ভাবস্থা, সন্তান জন্ম।

৮. নাক/কান/গলা → ENT Specialist (ইএনটি স্পেশালিস্ট)

কানে কম শোনা, টনসিল, সাইনাস, কানে পুঁজ পড়া, নাক দিয়ে রক্ত পড়া

৯. রক্তের রোগ → Hematologist (হেমাটোলজিস্ট)

অ্যানিমিয়া, লিউকেমিয়া, থ্যালাসেমিয়া, রক্ত ও অস্থিমজ্জার সমস্যা

1১০. দাঁত → Dentist (ডেন্টিস্ট)

দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, দাঁত তোলা, ব্রেস

১১. ফুসফুস/শ্বাসকষ্ট → Pulmonologist (পালমোনোলজিস্ট/চেস্ট স্পেশালিস্ট)

হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষ্মা, নিউমোনিয়া, কাশি

১২. কিডনি/প্রস্রাব → Nephrologist (নেফ্রোলজিস্ট)

কিডনি বিকল, ইউরিন ইনফেকশন, প্রস্রাবে জ্বালা, কিডনি পাথর।

👉 অপারেশন/সার্জারি লাগলে → Urologist (ইউরোলজিস্ট)

১৩. হাড়/জয়েন্ট → Orthopedic Surgeon (অর্থোপেডিক সার্জন)

হাড় ভাঙা, জোড়া লাগানো, বাত রোগ, হাঁটুর ব্যথা, মেরুদণ্ড সমস্যা

১৪. শিশু → Pediatrician (পেডিয়াট্রিশিয়ান)

শিশুদের যেকোনো রোগ, টিকা, বৃদ্ধি সমস্যা

১৫. Medicine specialist (মেডিসিন স্পেশালিস্ট)- ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ হলেন এমন একজন ডাক্তার যিনি প্রাপ্তবয়স্কদের সাধারণ এবং জটিল রোগ নির্ণয়, চিকিৎসা এবং প্রতিরোধে বিশেষজ্ঞ, বিশেষ করে যে রোগগুলোর জন্য অস্ত্রোপচারের প্রয়োজন নেই। এই বিশেষজ্ঞরা সাধারণ স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি রোগ এবং সংক্রামক রোগ পর্যন্ত বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় দক্ষ।

১৬. জরুরি বা ছোটখাটো → General Physician (MBBS ডাক্তার):- প্রাথমিক চিকিৎসা, ছোটখাটো সমস্যা, প্রয়োজনে রেফার করবেন।

১৭. লিভার - Hepatologist - জন্ডিস, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, হজমের সমস্যা, IBS, পরিপাকতন্ত্র এর অন্যান্য রোগের জন্য।

নিজে জানুন এবং একটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।

ডাঃ মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা
মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ,
এমবিবিএস, বিসিএস,
এমডি (হেপাটোলজী),
এম আর সি পি এস (গ্লাসগো), আর.পি.(মেডিসিন)
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল।
চেম্বার:-
১. মেডিস্কেন (পুরাতন)
সময় - দুপুর ২.৪৫ থেকে বিকাল ৩.৩০ পর্যন্ত,
(শুক্রবার ও শনিবার বন্ধ)
সিরিয়াল :- 01706630303

২. ডিজিল্যাব, কালি বাড়ি মোড়, কিশোরগঞ্জ
সময় ৩.৩০ থেকে রাত ৮ টা পর্যন্ত
(শনিবার বন্ধ)

সিরিয়াল- ০১৭৩৫-১২৬২৭৬

আহ কি সুন্দর একটি মসজিদ। দেখতেই শান্তি লাগে।
30/11/2025

আহ কি সুন্দর একটি মসজিদ। দেখতেই শান্তি লাগে।

Address

Kalibari Mor, Station Road
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা Dr. Muhammad Abedur Rahman Bhuyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা Dr. Muhammad Abedur Rahman Bhuyan:

Share