
23/07/2025
নিহত লেফটেন্যান্ট তৌকিরের মা তৌকিরের ফ্রেমে বাঁধানো ছবি বুকে জড়িয়ে বলতেছে বাবা তুমি প্লেনটা একটু ঠিক করে করতে পারলা না, তুমি কেন মাকে ছেড়ে চলে গেলে মার তো তোমাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে 😢 মা ছেলের ছবিতে চুমু খাচ্ছে আর বলতেছে বাবা আমি তো আশায় ছিলাম তুমি মার কাছে চলে আসবে,,,, তুমি মাকে ছেড়ে কত দূরে চলে গেছো বাবা,,,, তোমার মুখটা দেখতে চাইলেও তো আর দেখতে পারবো না বাবা,,,, আমার কলিজার টুকরা বাবা ওপারে ভালো থেকো তুমি,,, মায়ের কান্না আহাজারি তে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে,,, আল্লাহ তুমি এই মায়ের কলিজাটা শীতল করে দাও। প্রত্যেকটা বি'ধ্বস্ত পরিবারকে তুমি শোক সইবার তৌফিক দান করো।