
29/05/2025
#আমাদের_ভাই_নিখোঁজ
খুঁজে পেতে সহযোগিতা করুন।
মো: মহিবুল্লাহ নামে এই ভাইটি গত ৩ দিন ধরে নিখোঁজ-যিনি শ্যামপুর দক্ষিম থানা শাখার জামায়াতের রোকন এবং ইউনিট সভাপতি। তার বড় ভাই মো: কেফায়েত উল্লাহ তিনিও পটুয়াখালী শাখার জামায়াতের রোকন এবং ইউনিয়ন দায়ীত্বশীল। জানা যায়, চাচাত ভাইয়ের সাথে অফিস শেষে মটর বাইক সার্ভিসিং যায়, তার পর থেকেই নিখোঁজ।
✪✪ প্রশাসন ও সংগঠনের সকলকে বিষয়টি গুরুত্বদিয়ে দেখার অনুরোধ করছি।
√√ সাংগঠনিক সকল ভাইয়ের নিকট অনুরোধ সবাই পোস্ট করে দ্রুত ছড়িয়ে দিন।
➤ যদি কোন সংবাদ পাওয়া যায় তাহলে তার বড় ভাই কেফায়েত উল্লাহর সাথে যোগাযোগ করুন- +8801774115741