Rakib Hasan

Rakib Hasan মোরা নার্স মোরা যোদ্ধা মানব সেবা করাই আমার কাজ

🫡
09/05/2025

🫡

যে পোশাক মুছে দেয় শত রক্তাক্ত শরীরের রক্ত, তুলে দেয় অসুস্থ মানুষের মুখে ঔষধ। নির্ঘুম রাত পার করে দেয় অন্যের সেবা দিতে দি...
30/04/2025

যে পোশাক মুছে দেয় শত রক্তাক্ত শরীরের রক্ত, তুলে দেয় অসুস্থ মানুষের মুখে ঔষধ। নির্ঘুম রাত পার করে দেয় অন্যের সেবা দিতে দিতে। তারাই আজ রক্তাক্ত।

29/04/2025

অন্যজন কষ্ট পাবে বলে, যে কথাটা বলতে গিয়েও গিলে ফেলেন। আল্লাহর কাছে তা অনেক দামী ইবাদত।
_[আল ইমরান: ১১৯]

যাদের কে বলা হয় হাসপাতালের অক্সিজেন আজ তাদের শরির থেকে রক্ত ঝরালে৷ সারাবিশ্বে যেখানে নার্সিং এর উন্নয়ন নিয়ে কাজ করছে, তা...
27/04/2025

যাদের কে বলা হয় হাসপাতালের অক্সিজেন আজ তাদের শরির থেকে রক্ত ঝরালে৷
সারাবিশ্বে যেখানে নার্সিং এর উন্নয়ন নিয়ে কাজ করছে, তাদের কে বিশ্ব মানের নার্স তৈরি করতে সবধরনের সুযোগ দিচ্ছে সেখানে আজ আমার দেশে রক্ত ঝরছে। আমরা তো সুযোগ চায় নাই,

চেয়েছি অধিকার। বৈষম্য কেন হবে এখানে?
বলেছিলাম কেন hsc পাস করার পর admission exam দিয়ে ভর্তি যোগ্যতা অর্জন করে তারপর ৩টি বছর ক্লাস, রোগীদের সেবা, পরিক্ষা, ভাইভা, প্রেজেন্টেশন সব করার পর কোর্স শেষ করে আবারও ৬ মাসের ইন্টার্নশিপ তারপর লাইসেন্সি পরিক্ষা এতকিছু পর আমাদের যোগ্যতা নাকি hsc পাশই।

তাই চেয়েছিলাম যোগ্যতার অধিকার আর তোমরা প্রতিদান হিসেবে আমাদের রক্ত নিলে।

তাহলে তো হাসপাতালে আর আমাদের প্রয়োজন নাই।

বর্তমান নার্স জাতিকে এতো সহজে হঠাতে পারবেন নাহ।  মশাল মিছিল ✊🏻🔥
27/04/2025

বর্তমান নার্স জাতিকে এতো সহজে হঠাতে পারবেন নাহ।
মশাল মিছিল ✊🏻🔥

নার্সিং ইনস্টিটিউট ঝিনাইদহ,  কর্তৃক মশাল মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন।
27/04/2025

নার্সিং ইনস্টিটিউট ঝিনাইদহ, কর্তৃক মশাল মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন।

সকল বি এস সি নার্স ,, ডিপ্লোমা ও মিডওয়াইফারি নার্স দের উদ্দেশ্য বলছি।" ডিপ্লোমা -বি এস এসি -মিডওয়াইফারি " আমাদের কোর্স য...
27/04/2025

সকল বি এস সি নার্স ,,
ডিপ্লোমা ও মিডওয়াইফারি নার্স দের উদ্দেশ্য বলছি।" ডিপ্লোমা -বি এস এসি -মিডওয়াইফারি " আমাদের কোর্স যাই হোক না কেনো, আমাদের সবার পরিচয় এক- আমরা নার্স। আজ আমাদের পোশাক রক্তাক্ত,, আমাদের পোশাক ও পেশাকে অপমান করা হয়েছে,,নার্সের গায়ে হাত দেওয়ার সাহস হলো কি করে - যা মোটেও গ্রহনযোগ্য নয়,,

বি এস সি,, ডিপ্লোমা,, মিডওয়াইফারি সকলে ঐক্যবদ্ধ হই,, সকলের সাহায্য কামনা করছি।

night duty☹️
15/04/2025

night duty☹️

10/04/2025
_নবজাতকের বুক থেকে দুধ নিঃসরণ বা বুক ফুলে যাওয়া এটি আসলে কি আসেন জেনে নেই?নবজাতকের বুক থেকে দুধ নিঃসরণ বা বুক ফুলে যাওয...
27/03/2025

_নবজাতকের বুক থেকে দুধ নিঃসরণ বা বুক ফুলে যাওয়া এটি আসলে কি আসেন জেনে নেই?

নবজাতকের বুক থেকে দুধ নিঃসরণ বা বুক ফুলে যাওয়া (যা "Witch's milk" নামে পরিচিত) সাধারণত মায়ের হরমোনের প্রভাবে ঘটে। গর্ভাবস্থায় মায়ের ইস্ট্রোজেন হরমোন শিশুর শরীরে প্রবেশ করে, যা শিশুর স্তন গ্রন্থিকে উদ্দীপিত করে এবং ফলস্বরূপ বুক ফোলা বা দুধ নিঃসরণ হতে পারে। এটি স্বাভাবিক এবং কয়েক সপ্তাহের মধ্যে নিজে থেকেই সেরে যায়। এ অবস্থায় শিশুর বুকে চাপ দেওয়া বা দুধ বের করার চেষ্টা করা উচিত নয়, কারণ এতে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
{ছেলে বা মেয়ে উভয় ধরনের নবজাতকেরই ফোলা স্তন দেখা যেতে পারে।}

📌আসেন জেনে নেই সিরিঞ্জ পাম্প সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর। - সবাই পেইজটা Follow দিবেন NURSE ATIK HASAN  ইনশাআল্ল...
26/03/2025

📌আসেন জেনে নেই সিরিঞ্জ পাম্প সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর।

- সবাই পেইজটা Follow দিবেন NURSE ATIK HASAN ইনশাআল্লাহ উপকৃত হবেন।

🔻প্রশ্ন ১: সিরিঞ্জ পাম্প কী?

➡️উত্তর: সিরিঞ্জ পাম্প একটি মেডিকেল ডিভাইস যা নির্দিষ্ট হার (rate) অনুযায়ী তরল ওষুধ বা ফ্লুইড ইনজেক্ট করতে ব্যবহৃত হয়। এটি মূলত আইসিইউ, এনআইসিইউ এবং অপারেশন থিয়েটারে ব্যবহৃত হয়।

🔻প্রশ্ন ২: সিরিঞ্জ পাম্প কীভাবে কাজ করে?

➡️উত্তর: সিরিঞ্জ পাম্প একটি মোটরচালিত যন্ত্র যা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ওষুধ বা তরল ইনজেক্ট করে। এতে সিরিঞ্জটি একটি নির্দিষ্ট হোল্ডারে রাখা হয় এবং মোটরচালিত প্লাঞ্জার এটি ধীরে ধীরে প্রেস করে, ফলে ওষুধ নির্ধারিত গতি (ml/hr) অনুসারে রোগীর শরীরে প্রবেশ করে।

🔻প্রশ্ন ৩: সিরিঞ্জ পাম্প ব্যবহারের সুবিধা কী?

➡️উত্তর:
✅ওষুধের সঠিক ডোজ নির্ধারণ করা যায়
✅ওষুধ দেওয়ার গতি নিয়ন্ত্রণ করা যায়
✅রোগীর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে ইনফিউশন হার সামঞ্জস্য করা যায়
✅ওভারডোজ বা আন্ডারডোজ হওয়ার ঝুঁকি কমে

🔻প্রশ্ন ৪: সিরিঞ্জ পাম্প কী ধরনের ওষুধের জন্য ব্যবহৃত হয়?

🔻উত্তর:
✅সিরিঞ্জ পাম্প সাধারণত নিম্নলিখিত ওষুধের জন্য ব্যবহৃত হয়:

🔹ইনসুলিন
🔹এনালজেসিক (ব্যথানাশক ওষুধ)
🔹সেডেটিভ (নিদ্রাজনিত ওষুধ)
🔹এন্টিবায়োটিক
🔹কেমোথেরাপি ড্রাগ
🔹কার্ডিয়াক ড্রাগ (হৃদরোগের ওষুধ)
🔻প্রশ্ন ৫: সিরিঞ্জ পাম্প কীভাবে ক্যালিব্রেট করা হয়?

➡️উত্তর:
✅সিরিঞ্জ পাম্প ক্যালিব্রেট করতে নিম্নলিখিত ধাপ অনুসরণ করা হয়:

1. সিরিঞ্জের সঠিক আকার নির্বাচন করা
2. ইনফিউশন হার সেট করা (যেমন 5 ml/hr বা 10 ml/hr)
3. ফ্লুইড ফ্লো যাচাই করা
4. অ্যালার্ম সেটিং পরীক্ষা করা

🔻প্রশ্ন ৬: সিরিঞ্জ পাম্প ব্যবহারের সময় কী ধরনের সতর্কতা নেওয়া উচিত?

➡️উত্তর:
✅সিরিঞ্জ সঠিকভাবে ইনস্টল করা হয়েছে কিনা যাচাই করা
✅ইনফিউশন হার সঠিকভাবে সেট করা
✅সিরিঞ্জ ব্লকেজ বা লিকেজ আছে কিনা পরীক্ষা করা
✅অ্যালার্ম বা ত্রুটি সংকেত মনিটর করা

🔻প্রশ্ন ৭: সিরিঞ্জ পাম্পের অ্যালার্ম বাজলে কী করা উচিত?

➡️উত্তর:
✅সিরিঞ্জ পাম্পের অ্যালার্ম বাজলে নিম্নলিখিত কাজ করা উচিত:

1. স্ক্রিনে প্রদর্শিত ত্রুটি কোড বা বার্তা পড়া
2. সিরিঞ্জ সঠিকভাবে বসানো হয়েছে কিনা যাচাই করা
3. ব্লকেজ থাকলে সেটি ঠিক করা
4. ওষুধের পরিমাণ পর্যাপ্ত আছে কিনা পরীক্ষা করা ।

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share