TAKY _ তাকী

TAKY _ তাকী Islam is the complete code of life. Islam is not just a word. Islam is a way of life.way to succes.🥀❤️

ডক্টর মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক আবেগপ্রবণ প্রকাশ আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সাধারণত, আম...
09/04/2025

ডক্টর মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক আবেগপ্রবণ প্রকাশ আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সাধারণত, আমাদের দেশের রাজনীতিবিদরা নিজেদের সাফল্য ও উন্নয়নের গল্প তুলে ধরতে অভ্যস্ত। তারা দারিদ্র্য বা সাধারণ মানুষের কষ্টের কথা এড়িয়ে চলেন, যেন তা প্রকাশ করলে তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু ডক্টর ইউনূস এই প্রচলিত ধারা ভেঙে দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি তাদের দুর্দশা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রকাশ্যে কেঁদে ফেলেন। তিনি বলেন, “আন্দোলনে আহতদের দেখতে যখন হাসপাতালে যাই, তাকাতে কষ্ট হয়। একটা ছেলে, একটা মেয়ে এই রকমভাবে কীভাবে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। পা চলে গেছে, এদিকে…” এ কথা বলতে বলতে তিনি কেঁদে ফেলেন।

এমনকি, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কাঁদেন।

ডক্টর ইউনূসের এই আবেগপ্রবণতা প্রমাণ করে যে তিনি শুধুমাত্র একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ নন, বরং তিনি দেশের সাধারণ মানুষের দুঃখ-কষ্ট গভীরভাবে অনুভব করেন। তিনি উন্নয়নের বাহ্যিক চিত্রের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতাকে সামনে এনেছেন। তার এই আন্তরিকতা এবং সত্য প্রকাশের সাহস আমাদের রাজনৈতিক নেতাদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

জুলাই মাসের ঘটনাবলি শুধু আমাদের সমাজকে নয়, সম্ভবত ডক্টর ইউনূসকেও বদলে দিয়েছে। তিনি নিজের আত্মসম্মানবোধকে পাশে রেখে দেশের মানুষের দারিদ্র্য ও কষ্টের কথা অকপটে স্বীকার করেছেন। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন মাত্রা যোগ করেছে, যেখানে সত্য ও মানবিকতা প্রাধান্য পেয়েছে।

05/04/2025
29/03/2025

আমার এই পেজের পক্ষ থেকে সবাইকে ঈদের সালামি দেওয়া হবে! যারা নিতে চান, তারা পেজে লাইক দিন এবং আপনার নাম্বার দিন।আগে আসলে আগে পাবেন।

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
11/01/2025

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

05/01/2025

"একদিন প্রচন্ড অভিমান করে আমরা হারিয়ে যাব। নিঃশ্বাসের মত সহজ স্বীকারোক্তিটুকুও সেদিন অব্যক্ত থেকে যাবে। সময়ের শিরদাঁড়া বেয়ে নেমে আসবে এক আদিম নিস্তব্ধতা।"

বই: জীবনের ভাঁজে ভাঁজে।
লেখক: এনামুল হক ইবনে ইউসুফ।

05/12/2024

যখন সকাল হবে, অথবা রাতে শয্যায় গা এলিয়ে দেবে, আল্লাহ প্রদত্ত অসংখ্য নিয়ামতরাজির উপর দৃষ্টি নিবদ্ধ করে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ থাকবে।
অন্তরের অন্তস্থল থেকে কাকুতি মিনতির সাথে জপবে আলহামদুলিল্লাহ!

বই: জান্নাতে যাওয়ার সহজ পথ
লেখক: মুফতি রফি ওসমানী রাহঃ
অনুবাদ: ইরফান লাবিব

02/12/2024

বই : প্যারাডক্সিক্যাল সাজিদ ২
লেখক : আরিফ আজাদ

বিশ্বাসের কথা কতটা শক্ত করে বলা যায়? বিশ্বাসী প্রানের সুর কতটা অনুপম হতে পারে? বিশ্বাসকে যুক্তির দাঁড়িপাল্লায় মাপা কি খুব সহজ? অবিশ্বাসীকে কতটা মায়াভিরা স্পর্শে বিশ্বাসের শীতল পরশ দেয়া যায়? যুক্তিই মুক্তি নাকি বিশ্বাসের যুক্তিতে মুক্তি? এসবের উত্তর মিলতে পারে।

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAKY _ তাকী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share