30/11/2023
বর্তমান সময়ে আমরা অনেকেই ডিজিটাল মার্কেটিং এর সাথে পরিচিত। ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ব্যবসায়িক উদ্দেশ্য সফল করা কিংবা সম্ভাব্য গ্রাহকের কাছে পণ্যের বা সেবার বিজ্ঞাপন পৌঁছানো হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
আসুন জেনে নেওয়া যাক,,,
ডিজিটাল মার্কেটিং বিশাল একটি সেক্টর। ডিজিটাল মার্কেটিং একক কোন ক্ষেত্র নয়। বিভিন্ন ডিজিটাল চ্যানেল বা মাধ্যমে কোন প্রোডাক্ট, সার্ভিস বা প্রতিষ্ঠানের প্রচারণা চালানো হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের কাজ। যেমন:
-সোশ্যাল মিডিয়া
-ই-মেইল
-সার্চ ইঞ্জিন
-মোবাইল অ্যাপ স্টোর
-ই-কমার্স প্ল্যাটফর্ম
এখন সবাই কিন্তু সব সেক্টরের কাজ করে না। ব্যক্তিগত আগ্রহ দক্ষতা অভিজ্ঞতা আর প্রয়োজন সাপেক্ষে একজন ডিজিটাল মার্কেটের সব ডিজিটাল মাধ্যম বা নির্বাচিত কয়েকটি মাধ্যম নিয়ে কাজ করে নিজের ক্যারিয়ার গড়েন। চাকরি অথবা ফ্রিল্যান্সিং এই দুইভাবে ডিজিটাল মার্কেটিং সেক্টরে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে আপনার জন্য।
এখন আসি ফ্রিল্যান্সিং বিষয়ে, বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং হিসেবে অনেকেই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ক্যারিয়ার গড়ছে। আপনি চাইলে ফ্রিল্যান্সিং কে বেছে নিতে পারেন। কারণ বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংয়ের চাহিদা অনেক এবং এর মাধ্যমে দেশ এবং বাইরে দুই জায়গায় আপনি কাজ করতে পারেন।
ডিজিটাল মার্কেটার হিসেবে ফ্রিল্যান্সিং করার সুবিধা:
আপনি আপনার সময় মত এবং প্রয়োজনমতো কাজ করতে পারবেন এবং বাছাই করে কাজ করতে পারবেন।
একাধিক ক্ষেত্র থেকে ইনকাম করতে পারবেন। তবে সে ক্ষেত্রে আপনাকে একাধিক বিষয়ে দক্ষ থাকতে হবে।
স্বাভাবিক কাজের বাইরে গিয়ে বৈচিত্র্যপূর্ণ কাজের মাধ্যমে দক্ষতা অর্জন করার সুযোগ থাকে।
যোগাযোগ ও নেটওয়ার্কিং এর বিষয়ে দক্ষ হতে সাহায্য করে।
নতুন প্রযুক্তি সম্পর্কে এগিয়ে থাকা যায় যা আপনার কাজকে আরো সহজ করে তুলবে।
তাই আসুন আমরা শিক্ষিত বেকার না হয়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলি।