মিঠামইন হাওর

মিঠামইন হাওর হাওর অঞ্চল (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম)

যেসকল পর্যটক মিঠামইন হাওর ভ্রমনে উদ্দ্যেশ্যে মিঠামইন তথা মিঠামইনের অলওয়েদার রোডে যেতে চান তাদের জন্য বালিখোলা থেকে মিঠাম...
11/07/2025

যেসকল পর্যটক মিঠামইন হাওর ভ্রমনে উদ্দ্যেশ্যে মিঠামইন তথা মিঠামইনের অলওয়েদার রোডে যেতে চান তাদের জন্য বালিখোলা থেকে মিঠামইন যাত্রীবাহী নৌকার সময়সূচী।

এটা খুবই অপ্রত্যাশিত! দুঃখজনক! দল মত নির্বিশেষে সাবেহ রাষ্ট্রপতি আবদুল হামিদ আমাদের হাওর এলাকার মানুষের অহংকার। ওনি ছিলে...
07/08/2024

এটা খুবই অপ্রত্যাশিত! দুঃখজনক!

দল মত নির্বিশেষে সাবেহ রাষ্ট্রপতি আবদুল হামিদ আমাদের হাওর এলাকার মানুষের অহংকার।
ওনি ছিলেন বলেই আমরা হাওর এলাকা এত দ্রুত উন্নতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধিত হয়েছে৷
ওনার অবদান হাওরবাসী ভুলে গিয়ে এমন নেক্কারজনক কাজ করবে এটা খুবই অপ্রত্যাশিত। খারাপ।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ হাওর এলাকার গর্ব।
সবাইকে আহবান করবো আবদুল হামিদ নামের সাথে কোনো ক্ষিপ্রতা, বৈরী আচরণ না করতে।

07/08/2024

গণভবন যখন জনগনের দখলে।

#গণভবন #কোটা #প্রধানমন্ত্রী #বাংলাদেশ #ঢাকা #সরকার #পদত্যাগ

Send a message to learn more

06/08/2024

মানুষ সরকারি সম্পত্তি এভাবে ভাঙতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না।

প্রধানমন্ত্রীর কার্যালয় বলেন অথবা গণভবন বলেন সবই সরকারি সম্পত্তি, জনগণের টাকায় বানানো।

দুইদিন পর যে সরকার আসবে সে আবার এই গণভবন কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়েই তার সরকারি কার্যক্রম পরিচালনা করবে।
মানুষ একবারও চিন্তা করলো না যে নিজের সম্পদ নিজেই লোট এবং ভাঙচুর করছে।

নোট : প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন।

#প্রধানমন্ত্রী কার্যালয় #কোটা আন্দোলন #সরকার #ঢাকা #বাংলাদেশ #ছাত্র আন্দোলন

03/08/2024

এদের দাবায়া রাখতে পারবা না। এরাই ৭১ এর মুক্তিযুদ্ধ, এরাই ৫২ এর ভাষা আন্দোলন।

কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ভিডিও- কপিড

Address

Mithamoin
Kishoreganj
2370

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিঠামইন হাওর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share