The Blank Page

The Blank Page I am a mine writer

20/11/2023

তাং- ৯/৪/২৩
পায়ের ছাপ কাব্য গ্রন্থ
নিশাত্রী
অষ্টাপ্রহরের হয়েছে পঞ্চপ্রাপ্তি।
ঝঞ্ঝার ও হয়েছে অন্ত।
যামিনীর কোলে জন্মেছে সুধাংশু ও সহস্র তারকা।
অন্তরিক্ষেও ফোটেছে এক পুলক পুষ্প।
সুধাংশুর করে হারিয়ে গেছে সেই তমসার রাত্রি।
শুভ্রনীলাক্ষ জেন সহসা অক্ষয়।
আঁখি যেন সাক্ষী এ আখাম্বা রাত্রির।
ভূমি যেন রূপালী চাঁদরে ঢাকা এ বিধুময় নিশায়। প্রকৃতির অমন ললিতরূপ যেন জুটেনি আপন নয়নে।
নভ যেন রূপালী বস্ত্রে সজ্জিত,
যাহার সূত্রে রয়েছে অগনিত তারকা,
ও অঞ্চলে খচিত নকশীকাঁথার চন্দ্র।
আজ আপন চিত্তের সকল আয়াসের
একটি মিলিল ফল।
হয়তো সে কথিত অজ্ঞাত প্রশ্নের নগরী দিবে,
সকল সুখের খোঁজ।

(Swapnil Saha)

11/11/2023

তাং- ৭/৪/২৩
পায়ের ছাপ কাব্য গ্রন্থ (২য়)
ছায়াত্রী
নিশি রাতের আঁধারে ভরে আছে এ ধরা।
প্রভাতের সেই রবি খানি আরোহন করিবে কবে।
ভঙ্গীল হয়ে গেছে মোর বাক্,
ঝটিকার প্রভঞ্জনের শীতলতায়।
সুধাংশুও ঢেকে যায় এই ঝঞ্ঝার শর্বরীতে।
নাহি পাই কোনো মহীরুহ,
যেথার তলে আশ্রয় নিয়ে
কাটাবো তমসার বিভাবরী।
উষ্ট্রেরও চরণ চলতে বাধা এমন আঁধার নিশায়।
কিন্তু আপন চিত্ত ব্যাকুল হয়ে রয়েছে তাহার খোঁজে।
সেই অজ্ঞাত প্রশ্নের নগরী কবে জুটিবে আপন ললাটে।

( Swapnil Saha)

08/11/2023

তাং- ৬/৪/২৩
পায়ের ছাপ কাব্য গ্রন্থ (১ম)
প্রগমন
ভ্রান্ত এ পথ বিভ্রান্ত করে আপন অলিন্দ।
বিরতি হইবে কবে?
বাঁকে বাঁকে প্রশ্ন মোর অন্তঃকরণে।
কিন্তু প্রশ্নের জবাব নাই।
তাই বিত্ত সুখ কে ত্যাগ করে
পদান্বিত হয়েছি অজানায়।
কিন্তু আপন চিত্তে ভাসে ‌-
অন্তরীক্ষে যেথায় চন্দ্র ভাসে,
রোশনায় তাহার দিঘি হাসে।
তৃণের সে বিন্দু শিশির চমকে উঠে আঁধার রাতে।
রাহী পথিক আমি মরুর মাঝে,
উষ্ট্র নিয়ে চলছি রাতে।
বিজলির মতো চক্ষু মাঝে উদিত হয় আপন সেই -
শষ্য শ্যামলা উন্মুক্ত সবুজ তৃণের দেশকে।
সুশীতল পবন জেন বয়ে যাচ্ছে চারিপাশে।
উষ্ট্রের ও চরণ যেন
চলতে বাধা সামনে যাবার জন্যে।
অজ্ঞাত সেই নগরী আসিবে কবে?
আমি অপেক্ষিত সেই নগরীর আশায়।
শুভ্রনীলাম্ব আজ নিঃসাড় যেন।
নাই কোনো কীট, নাই কোনো প্রাণী,
আর নাই তো কোনো তিতিয়ার ভূমি,
এই তিমির ধরণীতে।
না পাই কোনো প্রকাশ বিন্দু এই ভূত্বকে।
তাই হেটে যাচ্ছি এই তিমির রাতে।
সেই অজ্ঞাত কথিত শহরের প্রশ্নের খোঁজে।

(Swapnil Saha)

08/11/2023
The beauty of nature. ❤️💜💙💚🧡💛🤎
08/11/2023

The beauty of nature. ❤️💜💙💚🧡💛🤎

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Blank Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share