20/11/2023
তাং- ৯/৪/২৩
পায়ের ছাপ কাব্য গ্রন্থ
নিশাত্রী
অষ্টাপ্রহরের হয়েছে পঞ্চপ্রাপ্তি।
ঝঞ্ঝার ও হয়েছে অন্ত।
যামিনীর কোলে জন্মেছে সুধাংশু ও সহস্র তারকা।
অন্তরিক্ষেও ফোটেছে এক পুলক পুষ্প।
সুধাংশুর করে হারিয়ে গেছে সেই তমসার রাত্রি।
শুভ্রনীলাক্ষ জেন সহসা অক্ষয়।
আঁখি যেন সাক্ষী এ আখাম্বা রাত্রির।
ভূমি যেন রূপালী চাঁদরে ঢাকা এ বিধুময় নিশায়। প্রকৃতির অমন ললিতরূপ যেন জুটেনি আপন নয়নে।
নভ যেন রূপালী বস্ত্রে সজ্জিত,
যাহার সূত্রে রয়েছে অগনিত তারকা,
ও অঞ্চলে খচিত নকশীকাঁথার চন্দ্র।
আজ আপন চিত্তের সকল আয়াসের
একটি মিলিল ফল।
হয়তো সে কথিত অজ্ঞাত প্রশ্নের নগরী দিবে,
সকল সুখের খোঁজ।
(Swapnil Saha)