19/03/2025
গল্প: ইঁদুর ও ব্যাঙের করুণ পরিণতি
এক নিরীহ ইঁদুর একদিন এক দুষ্টু ব্যাঙের সাথে বন্ধুত্ব করল। ব্যাঙটি ছিল চালাক ও প্রতারক। মজা করার জন্য সে ইঁদুরকে প্রস্তাব দিল—
"চলো, আমাদের পা একসঙ্গে বেঁধে ফেলি! এতে আমরা কখনও আলাদা হব না।"
সরল ইঁদুর রাজি হয়ে গেল। দু’জন মিলে মাঠে ঘুরে খাবার খেতে লাগল। কিছুক্ষণ পর তারা গেল এক জলাশয়ের ধারে। হঠাৎ ব্যাঙ লাফ দিয়ে জলে পড়ে গেল, সাথে ইঁদুরকেও টেনে নিল গভীর পানিতে!
ইঁদুর ছটফট করতে লাগল, কিন্তু ব্যাঙ মজা করে সাঁতার কাটছিল। কিছুক্ষণের মধ্যেই ইঁদুর ডুবে মরল।
ঠিক তখনই আকাশে ওড়ানো এক চিল ইঁদুরের মৃতদেহ দেখতে পেল। সে দ্রুত নেমে এসে ইঁদুরকে শিকার করল। কিন্তু ইঁদুরের সাথে ব্যাঙও বাঁধা ছিল! ফলে চিল একসঙ্গে দুজনকেই নিয়ে উড়ে গেল!
শিক্ষা:
অন্ধভাবে কাউকে বিশ্বাস করো না, নাহলে বিপদ তোমাকেও গ্রাস করবে!