Md Roman Mia Vlog

Md Roman Mia Vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Roman Mia Vlog, Digital creator, Kishoreganj.
(18)

আজকে সকালে বড় দুলাভাইকে নিয়ে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে
16/10/2025

আজকে সকালে বড় দুলাভাইকে নিয়ে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে

15/10/2025

আদিবার বাঁদরামি দেখুন 🤣🤣 ゚followers ゚

আর্টিফিশিয়াল ফুল হাতে আমার 🥰🥰
15/10/2025

আর্টিফিশিয়াল ফুল হাতে আমার 🥰🥰

ইন্না লিল্লাহ লাহোরে তেহেরিক ই লাব্বাইক সংগঠনের মার্চ ফর গাযায় পাকিস্তানি সামরিক বাহিনীর হামলা৷ সর্বশেষ খবর অনুযায়ী নিহত...
13/10/2025

ইন্না লিল্লাহ
লাহোরে তেহেরিক ই লাব্বাইক সংগঠনের মার্চ ফর গাযায় পাকিস্তানি সামরিক বাহিনীর হামলা৷
সর্বশেষ খবর অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছড়িয়েছে৷ তাদের দোষ তারা গ|জজার পক্ষে কথা বলেছে, পাকিস্তানে ইমড়িকার দূতাবাসের সামনে জড়ো হয়েছে।

এ তো দেখি লেডি ফেড়াউনী শেখ হাসিনার শাপলা গণহটটাকেও হার মানিয়েছে। এখন আবেগী বাঙালিরা কই

নাপাক আর্মি ধ্বংস হোক,
এদের অপরাধের ফিরিস্তি বিশাল, আল্লাহ তাআলা যেন দুনিয়াতেই লাঞ্চিত করেন।

12/10/2025
একেই বলে চুর হলেও স্বভাব ভালো 🤣🤣
11/10/2025

একেই বলে চুর হলেও স্বভাব ভালো 🤣🤣

পশ্চিম আফ্রিকার উপকূল, নাইজেরিয়া থেকে প্রায় ২০ মাইল দূরে।Jascon 4 নামের একটি টাগবোট বা টোয়িং জাহাজ। এটি একটি তেল প্ল্...
11/10/2025

পশ্চিম আফ্রিকার উপকূল, নাইজেরিয়া থেকে প্রায় ২০ মাইল দূরে।

Jascon 4 নামের একটি টাগবোট বা টোয়িং জাহাজ। এটি একটি তেল প্ল্যাটফর্মে নোঙর করার জন্য প্রস্তুত হচ্ছিল।

এক প্রচণ্ড ঢেউ জাহাজটিকে হঠাৎ উল্টে দেয় এবং এটি দ্রুত সমুদ্রে ডুবে যেতে থাকে। জাহাজে থাকা মোট ১২ জন ক্রু সদস্যের মধ্যে কেবল হ্যারিসন ওকেন-ই বেঁচে যান।

জাহাজটি ডুবে যাওয়ার সময়, হ্যারিসন ওকেন তার নিজের কেবিন থেকে দ্রুত বেরিয়ে আসেন এবং জাহাজের ইঞ্জিন রুমের ভেতরে একটি ছোট কামরায় আশ্রয় নেন।

জাহাজটি উল্টে যাওয়ায় এবং জল দ্রুত প্রবেশ করায়, ইঞ্জিন রুমের ওই ছোট কামরার সিলিং-এর ঠিক নিচে একটি ক্ষুদ্র বায়ু পকেট তৈরি হয়। ধারণা করা হয়, পকেটটির উচ্চতা ছিল মাত্র চার ফুট এক মিটারের কিছু বেশি

অন্ধকার ও ঠান্ডা: হ্যারিসন সম্পূর্ণরূপে অন্ধকারে ছিলেন। সমুদ্রের ৩০ মিটার (প্রায় ১০০ ফুট) গভীরতায় তাপমাত্রা ছিল অত্যন্ত কম, যা হাইপোথার্মিয়ার ঝুঁকি বাড়িয়েছিল। তিনি টানা ৬২ থেকে ৬৬ ঘণ্টা (প্রায় তিন দিন) ওই পকেটে জলের মধ্যে দাঁড়িয়ে ছিলেন।

এই গভীরতায় জলের চাপ ছিল অত্যন্ত বেশি, যা তাঁর শ্বাস-প্রশ্বাসের জন্য মারাত্মক বিপজ্জনক ছিল।

প্রায় তিন দিন পর, জাহাজ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ডুবুরিদের একটি দল সেখানে পৌঁছায়। তারা নিশ্চিত ছিল যে জাহাজের ভেতরে কেউ জীবিত নেই।

যখন একজন ডুবুরি জাহাজের ভেতরে তল্লাশি চালাচ্ছিলেন, তিনি হঠাৎ অন্ধকারে একটি হাত দেখতে পান। প্রথম দিকে ডুবুরিটি ভাবেন এটি মৃতদেহ, কিন্তু হাতটি যখন তাঁকে স্পর্শ করে, তখন তিনি বুঝতে পারেন যে এটি জীবন্ত মানুষ! ডুবুরিরা চরম বিস্ময় ও আনন্দে হতবাক হয়ে গিয়েছিলেন।

ডুবুরিরা হ্যারিসনকে একটি বিশেষ হাইপারবারিক চেম্বারের সাহায্যে জল থেকে ধীরে ধীরে উপরে তুলে আনেন, যাতে তাঁর শরীরে গভীর সমুদ্রের চাপ থেকে স্বাভাবিক চাপে আসার প্রক্রিয়াটি নিরাপদে হয় (ডিকম্প্রেশন)। এই প্রক্রিয়ায় তাঁকে আরও কয়েকদিন থাকতে হয়েছিল।
copy

আল্লাহ উত্তম পরিকল্পনাকারী🤲🤲আল্লাহ ছাড় দেয় , কিন্তু ছেড়ে দেয়না,
08/10/2025

আল্লাহ উত্তম পরিকল্পনাকারী🤲🤲
আল্লাহ ছাড় দেয় , কিন্তু ছেড়ে দেয়না,

যেখানে সবাই কট খায়, দেখি আপনি কি বলেন 😍😍
05/10/2025

যেখানে সবাই কট খায়, দেখি আপনি কি বলেন 😍😍

থট্স অফ বিল্লাল ভাই, আমার বিয়ের দাওয়াতে আসছিল 🥰🥰ইডিট করা 😁
03/10/2025

থট্স অফ বিল্লাল ভাই, আমার বিয়ের দাওয়াতে আসছিল 🥰🥰

ইডিট করা 😁

এক হি*ন্দু বললোঃ "তগো মুসলিম নারীগো তো আমরা খেয়ে দিচ্ছি"!!!আমি বললামঃ "কে মুসলিম? যাদের খাচ্ছিস তারা তো আমাদের কেহ নয়।হি...
02/10/2025

এক হি*ন্দু বললোঃ "তগো মুসলিম নারীগো তো আমরা খেয়ে দিচ্ছি"!!!
আমি বললামঃ "কে মুসলিম? যাদের খাচ্ছিস তারা তো আমাদের কেহ নয়।
হিজাব তো মিয়া খলিফাও পড়ে আবার আফিয়া সিদ্দিকাও পড়ে।
[মিয়া খলিফা-পর্ন তারকা] আর আফিয়া সিদ্দিকার মধ্যে তফাৎ করতে না পারলে বেশ্যা আর মু'মিনা চিনবি কেমনে?

হিন্দুটি বললোঃ তোদের মুসলিম নারীর চরিত্র কেমন? কিভাবে চিনবো?

আমি বললামঃ সহীহ মুসলিম (ইঃ ফাঃ) ৪৫৩০ নং হাদিস দেখ।

হিন্দু হাদিস বাহির করে একটা লাইনে আটকিয়ে গেলো,
লাইনটা ছিলো উম্মে সুলায়ম রাঃ এর মুখে উচ্চারিত।
রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেনঃ এ ছোরা কিসের জন্য?
তখন সুলায়ম (রাঃ) বললেন-
এটি এজন্য নিয়েছি যদি কোন বিধর্মী মুশরিক আমার কাছাকাছি আসে,
তবে এ দিয়ে আমি তার পেট চি(র ফেল(বা।

হিন্দুটি এই লাইনটি পড়ে থরথর করে কাপতে লাগলো।
আমি বললামঃ এই হলো আমাদের মুসলিম নারীদের চরিত্র।আর যাকে খাচ্ছিস ওটা বড়জোর মিয়া খলিফা টাইপের।

এই নারী আমাদের নয়,
আমরা আমাদের নারীদের ইজ্জত রক্ষার্থে বনু কাইনুকা বানাইছিলাম,
কিন্তু এই নারী আমাদের নয়।

আমাদের নারীরা উম্মে সুলায়ম হবে কবে বলো আর?
নিজের কলিজা ছি(ড় নয়,
শপথ করিবে মুশরিকদের কলিজা ছি(ড় ফেলার।
🪓

লেখা: সংগৃহিত

আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।* বালিশ ছাড়া...
01/10/2025

আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।

* বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলার ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে।

* মানুষের মস্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজর হোক বা মনের নজর হোক। আর সে ৩ টি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয় মানুষ ও বিপদ।

*ডানহাতি মানুষেরা খাবার চিবোনোর সময় ডান চোয়াল ব্যবহার করেন।

*অ্যালবার্ট আইনস্টাইনের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে’।

* পৃথিবীতে এতো বেশি প্রজাতির আপেল রয়েছে যে, আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির ১ টি করে আপেল খান তারপরও সবপ্রজাতির আপেল খেতে আপনার ২০ বছর সময় লাগবে।

* আপনি খাবার ছাড়া প্রায় ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন বেঁচে থাকতে পারলেও ১১ দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য।

* যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বিষণ্ণতা রোগের সবচাইতে বড় ঔষধ।

* ধূমপানের কারণে যতো মানুষ মারা যায় ঠিক ততো মানুষই অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্যও মারা যান।

*মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যতো তথ্য রয়েছে তার ৫ গুণ তথ্য ধারণ ধারণ ক্ষমতা রাখে।

*আমাদের দেহ ৩০ মিনিটে যতোটা তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফুটানো সম্ভব।

*আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে তা রেজর ব্লেড গলিয়ে ফেলতে সক্ষম।

*মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবেন এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার। তাই সুন্দর জুতো পড়ুন। কারণ মানুষ অনেক সময় জুতো দেখেই ব্যক্তিত্ব নির্ধারণ করে ফেলেন।
কপি পোষ্ট,

Address

Kishoreganj

Telephone

+8801734441551

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Roman Mia Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Roman Mia Vlog:

Share