ASMA 0.9

ASMA 0.9 হে রব্বে কাবা সবাইকে দীনের সহিহ বুঝ দান করো,,আমিন

03/05/2024

আহলান সাহলান, হে মহান মেহমান। ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে স্বাগত। রব আপনাকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। নি'মাল বদল দান করুন। উম্মাহর আগামী দিনের কায়িদে মিল্লাত হিসেবে কবুল করুন।

26/04/2024

صلى الله عليه وسلم

অভিনন্দন ক্বারী আবু রায়হানঅনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
08/04/2024

অভিনন্দন ক্বারী আবু রায়হান
অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

06/04/2024

যারা বোর্ডে ভালো ফলাফল করেছেন, তাদের জন্য শুভকামনা। যেসব হাফিজ সাহেব আজ তারাবিহতে কুরআন খতম করেছেন, তাদের জন্য ভালোবাসা। রমজানের রহমত বরকত মাগফিরাত ও নাজাত লাভ করে যারা ধন্য হয়েছেন তাদের কাছে দুয়া কামনা। আর সকল সুহৃদকে ঈদের অগ্রীম শুভেচ্ছা।

29/03/2024

হে আল্লাহ আমাদের সবাইকে মাগফেরাতের দিনগুলোতে সবাইকে মাফ করে দাও
(আমিন)

28/03/2024

الَّذِیۡنَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَمِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ ؕ

মুফতী তাকী উসমানী
যারা নামায কায়েম করে এবং আমি তাদেরকে যে রিযক দিয়েছি, তা থেকে (আল্লাহর পথে) ব্যয় করে।

মাওলানা মুহিউদ্দিন খান
সে সমস্ত লোক যারা নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রুযী দিয়েছি তা থেকে ব্যয় করে।

ইসলামিক ফাউন্ডেশন
যারা সালাত কায়েম করে এবং আমি যা দিয়েছি তা হতে ব্যয় করে;

—আল আনফাল - ৩

ইহাকেই বলে ব্যাটিং, অভিনন্দন রিশাদ হুসাইন
18/03/2024

ইহাকেই বলে ব্যাটিং, অভিনন্দন রিশাদ হুসাইন

16/03/2024
15/03/2024

যে প্রতিবেশি বা স্বজনদের কাছে প্রিয় হতে হাতখরচা দিতে হয়, টাকা দিয়ে যাদের থেকে সম্মান পেতে হয় কিংবা সম্পর্ক রাখতে অর্থের সুবিধা দিতে হয়— সে সম্পর্ক রাখারই বা দরকার কী!

যে মানুষ আপনাকে বারবার ছোট বা অপমান করে কিংবা নিজের অহঙ্কার বাস্তবায়নে আপনার অবদান এক কথায় অস্বীকার করে অথবা ইহসানকে তোহমতের কদার্যে ঢেকে ফেলে, তার সঙ্গে সম্পর্ক রাখার কী মানে আছে?

যে দীনি আয়োজনে শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকে কিংবা স্বার্থ উদ্ধারে দীনকে ব্যবহার করে, দীনের লেভেল ব্যতিত সরাসরি বিজনেস করতে তাদের ক্ষতিটা কোথায়?

যে ব্যবসায় মিথ্যা বলতে হয় কিংবা ভালোর আড়ালে ভেজাল পণ্য সরবরাহ করতে হয়, সে ব্যবসা কেন করতে হবে?

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASMA 0.9 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share