Thoughts of Khairul

Thoughts of Khairul আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না, তাই আমি শুধু চেষ্টা করে যাচ্ছি।

01/09/2025

👉 “এই কালিমার শক্তি এত বেশি
#জান্নাতেরপথ

01/09/2025

#নামাজ #ইসলামিকপোস্ট #ইবাদত #আল্লাহ #মুসলিম #জান্নাতেরপথ #নামাজেরগুরুত্ব

"নিয়ামতপুর থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হলাম। নতুন পথ, নতুন সম্ভাবনা… সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ ও নিরাপদে গন্তব্যে...
29/08/2025

"নিয়ামতপুর থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হলাম। নতুন পথ, নতুন সম্ভাবনা… সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারি। 🤲💫"

23/08/2025

আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দিন। # thoughts of Khairul #

“দুপুর মানেই একটু থেমে যাওয়ার সময় 🌸☀️ সকালটা যত ব্যস্তই হোক না কেন, দুপুরের শান্তি যেন নতুন করে জোগায় শক্তি আর স্বপ্ন...
23/08/2025

“দুপুর মানেই একটু থেমে যাওয়ার সময় 🌸☀️ সকালটা যত ব্যস্তই হোক না কেন, দুপুরের শান্তি যেন নতুন করে জোগায় শক্তি আর স্বপ্ন। সবাইকে জানাই শুভ দুপুর 💙”

18/08/2025

একটু একটা হাসি #ভালোবাসা

18/08/2025

“জীবনটা আসলে সাইকেল চালানোর মতোই… #

"সন্ধ্যার নরম আলো, নিষ্পাপ মুখগুলো —জান্নাতের ফুলদের সাথে কাটানো কিছু শান্তিময় মুহূর্ত।আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত ক...
05/08/2025

"সন্ধ্যার নরম আলো, নিষ্পাপ মুখগুলো —
জান্নাতের ফুলদের সাথে কাটানো কিছু শান্তিময় মুহূর্ত।
আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন, দ্বীনের পথে পরিচালিত করুন। 🤲🌸"

একজন পর্দানসীন নারীকে লাইভে এনে তার যৌন জীবনের গল্প মানুষকে শুনিয়ে সেটি আবার বুস্টিং করা কতটুকু অশ্লীল এবং বেহায়াপনার কা...
04/08/2025

একজন পর্দানসীন নারীকে লাইভে এনে তার যৌন জীবনের গল্প মানুষকে শুনিয়ে সেটি আবার বুস্টিং করা কতটুকু অশ্লীল এবং বেহায়াপনার কাজ হতে পারে একটু গভীর থেকে ভেবে দেখুন। এটিতো রোড-ঘাটে বসে যৌন ঔষধ বিক্রয় করার চাইতেও চরম লেভেলের নোংরামী।

এস আর খান নামক এই লোক চিকিৎসার চাইতে যুব সমাজ কে হারাম যৌনতার দিকে অনেক বেশী উৎসাহিত করে যাচ্ছে, এর ফলোয়ারদের বড় অংশ অবিবাহিত। এই ছেলেগুলো যখন একজন বিবাহিত নারীর যৌনতার কথা শুনবে সে নিজেকে কোন উপায়ে নিয়ন্ত্রন করবে একটু কল্পনা করুন। বিবাহিত ব্যক্তি না হয় স্ত্রীর কাছে যাবে।

সে এগুলো করে যাচ্ছে সেটিও কিনা দাঁড়ি-টুপি পরিধান করে। ব্যবসার জন্য সে ইসলাম ও যুব সমাজকে কতবেশী নোংরামিতে ফেলে দিচ্ছে। তার ব্যাপারে আমাদের আওয়াজ উঠানো জরুরী। একজন নারীর মুখে এত সেন্সেটিভ বিষয় লাইভ করা জঘন্য গুনাহ ও হারামের কাজ। এই লোক সুস্পষ্ট ঠিক তাই করে যাচ্ছে। যে সমস্যায় ভুগে সে নিজেই এর সমাধান বের করবে। তাই বলে নারীর মুখে হারাম কথা শুনিয়ে মার্কেটিং করা সুস্পষ্ট হারামখুরী।

বি: দ্র: তার বিভিন্ন ভিডিও তিনি বুস্টিং করে থাকেন, আপনি ফেসবুকে ঢুকলেই নজরে পড়ার কথা। আমার উপর তোহমত দিয়েন না আমি তার ভিডিও দেখি। আমার নজরে এরুপ নোংরা অনেকগুলো পড়েছে, আমি ঈমানের তাকাযায় এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারাও আওয়াজ উঠান।

"আজকের দিনটা একটু বেশিই স্পেশাল… কারণ আমার ছোট্ট পরীর সঙ্গে একটি অসাধারণ মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। 🥰যখন ওর মুখের হা...
02/08/2025

"আজকের দিনটা একটু বেশিই স্পেশাল… কারণ আমার ছোট্ট পরীর সঙ্গে একটি অসাধারণ মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। 🥰
যখন ওর মুখের হাসি দেখি, তখন মনে হয় এটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
তুমি এসেছো আমাদের ঘর আলো করে, ছোট্ট মেয়ে… সবকিছু যেন নতুন করে বাঁচতে শিখছি তোমার সঙ্গে। ❤️✨"

#আমারপরী #বাবার_অভিমান #ভালোবাসা

পেজ ইস্যু হয়ে গেছে, কেমন লাগে, আবেদন করছি তাও যাচ্ছে না, কারো কাছে কোন সলিউশন আছে কি প্লিজ
01/08/2025

পেজ ইস্যু হয়ে গেছে, কেমন লাগে, আবেদন করছি তাও যাচ্ছে না, কারো কাছে কোন সলিউশন আছে কি প্লিজ

আলহামদুলিল্লাহ! আমার ছোট্ট পরী আজ দুই বছর পূর্ণ করলো। ❤️হে আল্লাহ, তুমি আমার সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করো, তার হৃদয...
22/02/2025

আলহামদুলিল্লাহ! আমার ছোট্ট পরী আজ দুই বছর পূর্ণ করলো। ❤️
হে আল্লাহ, তুমি আমার সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করো, তার হৃদয় ঈমানের নূরে ভরিয়ে দাও, এবং তাকে নেক ও সৎ বানাও। আমিন।

"সন্তান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত, তাদের ভালো পথে পরিচালিত করাই আমাদের দায়িত্ব।" (হাদিস)

সবাই দোয়া করবেন, যেন আমার মেয়ে নেককার ও সুস্থ-সবল হয়ে বড় হতে পারে। ✨💖

Address

Vadhara
Kishoreganj
2110

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts of Khairul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share