Farnaz

Farnaz ❤️

বুঝেন একবার কি সিরিয়াস তারা! ক্লাস যাতে এক সেকেন্ডও মিস না হয় সেজন্য এই অভিনব পন্থা! আর এদিকে আমরা ক্লাস পালাতে পারলেই হ...
31/05/2025

বুঝেন একবার কি সিরিয়াস তারা! ক্লাস যাতে এক সেকেন্ডও মিস না হয় সেজন্য এই অভিনব পন্থা! আর এদিকে আমরা ক্লাস পালাতে পারলেই হলো ভাই! 🤦‍♂️🤣

ফলো: রসে কষে বিজ্ঞান

আমার শূন্যতাতেও তুমি   আমার পূর্ণতাতেও তুমি। তুমি আছো বলেই আমি   তুমি থেকে আমি।( তিন প্রজন্ম)
26/05/2025

আমার শূন্যতাতেও তুমি
আমার পূর্ণতাতেও তুমি।
তুমি আছো বলেই আমি
তুমি থেকে আমি।

( তিন প্রজন্ম)

🏰  মুরুদ-জাঞ্জিরা দুর্গ: মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থিত মুরুদ-জাঞ্জিরা একটি ঐতিহাসিক সাগরদুর্গ। এটি আরব সাগরের বুকে এক...
24/05/2025

🏰 মুরুদ-জাঞ্জিরা দুর্গ: মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থিত মুরুদ-জাঞ্জিরা একটি ঐতিহাসিক সাগরদুর্গ। এটি আরব সাগরের বুকে একটি ছোট দ্বীপে নির্মিত। "জাঞ্জিরা" শব্দটি আরবি "জাজিরা" থেকে এসেছে, যার অর্থ 'দ্বীপ'। এই দুর্গটি সিদ্দি শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি জলদুর্গ হিসেবে বিখ্যাত।

🏰 দুর্গটি তার শক্তিশালী নির্মাণশৈলী, অজেয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং ১৯টি বড় কামানের জন্য পরিচিত। বহুবার মারাঠা, ব্রিটিশ ও পর্তুগিজরা এই দুর্গ দখল করার চেষ্টা করেছিল, কিন্তু কেউ সফল হয়নি। এটি ভারতের অন্যতম অবিজিত সাগরদুর্গ হিসেবে পরিচিত।

🏰 বিশেষত্ব:

🔸 এটি কেবল নৌকা বা জলযান দিয়েই পৌঁছানো যায়।

🔸 আজও দুর্গে প্রাচীন ট্যাংক, কামান এবং মুসলিম স্থাপত্যশৈলীর নিদর্শন দেখা যায়।

🔸 এটি ইতিহাস ও স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন।

24/05/2025

ব্যাস্ত শহর।

টেলিফোন তুলে সবাই বলে "হ্যালো" কিন্তু কেন?! কেউ কি জানেন এই "হ্যালো" বলার প্রকৃত মানে কি? কোথা থেকে এই "হ্যালো" বলা শুরু...
17/05/2025

টেলিফোন তুলে সবাই বলে "হ্যালো" কিন্তু কেন?! কেউ কি জানেন এই "হ্যালো" বলার প্রকৃত মানে কি? কোথা থেকে এই "হ্যালো" বলা শুরু!

"হ্যালো" একটা মেয়ের নাম। পুরো নাম মার্গারেট হ্যালো (Margaret Hello)। তিনি আর কেউ নন - বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল এর গার্লফ্রেন্ড।
গ্রাহাম বেল হলেন টেলিফোনের আবিস্কারক। আবিস্কারের পর তিনি প্রথম যে কথাটি বলেন সেটি হচ্ছে "হ্যালো"!

সেই থেকেই " হ্যালো" বলে ফোন কলের প্রচলন শুরু। মানুষ গ্রাহাম বেলকে ভুলে যেতে পারে কিন্তু তার ভালবাসার মানুষটিকে নয়। আজও মানুষ ফোনে আবিস্কারকের প্রথম কথাটি বলে নিজের অজান্তেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আসছেন।

শ্যামল কোমল শান্ত ছায়ায়   ঘুরে বেড়াই আপন মায়ায়।
10/05/2025

শ্যামল কোমল শান্ত ছায়ায়
ঘুরে বেড়াই আপন মায়ায়।

কিছু দূরত্ব  থাকে, যেগুলো  শব্দহীন...! 🌺কোনো ঝগড়া  না, অভিযোগ ও নয় তবু মানুষ  হারিয়ে যায়। সম্পর্কগুলো কখনো হঠাৎ  করেই ফি...
06/05/2025

কিছু দূরত্ব থাকে, যেগুলো শব্দহীন...! 🌺
কোনো ঝগড়া না, অভিযোগ ও নয় তবু মানুষ হারিয়ে যায়। সম্পর্কগুলো কখনো হঠাৎ করেই ফিকে হয়ে যায়, কখনো বা এত ধীরে যে টের পাওয়া যায় না।

একসময় যার সাথে ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা কেটে যেত, আজ তার সাথে কথা বলতে গেলে ও শব্দ খুঁজে পাওয়া যায় না। পুরোনো চ্যাট খুললে দেখা যায়, শেষ বার কথা বলার তারিখটা অনেক পেছনে পড়ে আছে। অথচ কেউ ইচ্ছে করে সরে যায়নি, কেউ চেয়েও ফিরতে পারেনি

সময় বদলায়, মানুষ বদলায়, সম্পর্ক ও বদলে যায়....🖤

সময়ের সাথে বয়সের সাথে পরিবর্তন সুন্দর। বয়সের সাথে কথা,ব্যবহার মার্জিত হওয়াটা জরুরী। তেমনি জরুরী সময়ের সাথে নিজেকে মানিয়ে...
05/05/2025

সময়ের সাথে বয়সের সাথে
পরিবর্তন সুন্দর।
বয়সের সাথে কথা,ব্যবহার মার্জিত হওয়াটা জরুরী।
তেমনি জরুরী সময়ের সাথে নিজেকে মানিয়ে নেয়া বা
নিজেকে সে ভাবে তৈরী করা।
সময়ের সাথে তাল মিলাতে না পারলে,কোডাক কোম্পানি আরো কতো শত উদাহরণ দেয়া যাবে তাদের মতো হারিয়ে যেতে হয়।ওদের কিন্তু সক্ষমতা ছিলো,ছিলো না শুধু যুগের প্রয়োজনে নিজেদেরকে পরিবর্তন করতে।তা-ই আজ বিলীন।

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farnaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share