Mufti Abu Bakar Hosainpuri

Mufti Abu Bakar Hosainpuri নিষ্টুর এই দুনিয়া কাউকে থাকতে দেয়নি, তাই বুদ্ধিমানের কাজ হলো, দুনিয়া থেকে চলে যাওয়ার আগেই আখেরাতের পুঁজি তৈরি করা।
(2)

অভিন্দন এবং মোবারকবাদ, সেই সাথে হযরত দ্বয়ের নেক হায়াত কামনা করছি।  #হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপত...
20/07/2025

অভিন্দন এবং মোবারকবাদ, সেই সাথে হযরত দ্বয়ের নেক হায়াত কামনা করছি।
#হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন, আল জামিতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশিদ সাহেব দামাত বারাকাতুহুম
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, আমার প্রিয় শায়েখ আলহাজ্ব শামসুদ্দিন ভুঁইয়া জামিয়া ইসলামিয়া ও খালেদা আক্তার কওমি মহিলা মাদ্রাসা বড়বাজার এর অধ্যক্ষ আল্লামা হিফজুর রহমান খান সাহেব দামাত বারাকাতুহুম।

10/07/2025

সুন্নত মানার ফায়দা।

লজ্জায় মরে যাওয়া উচিত বাংলাদেশীদের। তাদের কাছে কুরআন-সুন্নাহ থাকতে, সিরাত থাকতে তাদেরকে মানবতা শিখাইতে আসছে পশ্চিমা দেশ ...
05/07/2025

লজ্জায় মরে যাওয়া উচিত বাংলাদেশীদের। তাদের কাছে কুরআন-সুন্নাহ থাকতে, সিরাত থাকতে তাদেরকে মানবতা শিখাইতে আসছে পশ্চিমা দেশ থেকে!

— মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ।

27/06/2025
01/06/2025

আমার নাম : আবু বকর হোসেনপুরী।

আপনাদের মধ্যে কিছু মানুষ আমাকে চেনেন,সে আমাদের পরিচয়টা যেভাবেই ঘটে থাকুক না কেন। আমার খুব ভালো লাগবে, যদি আমরা কিছু বার্তা লিখে বিনিময় করতে পারি; শুধু Like কিংবা Emoji ব্যবহার না করে যদি কিছু লেখা যায় তাহলে ভালো হয়।

আমি দেখতে চাই, কে এই লেখা পুরোটা পড়ে; যাতে কোনো ছবি নেই। প্রযুক্তির বন্যায় ডুবে গিয়ে আমরা ভুলে গেছি সবচেয়ে জরুরি বিষয়—বন্ধুত্ব।এখন
আমরা একটা খেলা খেলব :

আমরা যে খেলা খেলব, তা হলো :আপনি এই লেখা পড়ে আমার সম্পর্কে কমেন্ট-বক্সে একটা শব্দ বা লাইন লিখবেন। আমার সঙ্গে আপনার পরিচয় কীভাবে হয়েছিল—ধরা যাক, কোনো জায়গার নাম,কোনো অনুষ্ঠান, কোনো ঘটনা, কোনো বই, কোনো মুহূর্ত— যেভাবে আপনি আমাকে মনে করতে পারছেন এখন।

তারপর আমার এই লেখা কপি করে নিজের ওয়ালে পোস্ট করবেন আর আমার নামের জায়গায় নিজের নাম বসিয়ে নেবেন। তারপর আমি আপনার ওয়ালে গিয়ে ঐ পোস্টের নিচে একটা শব্দ বা লাইন লিখব।

তাহলে শুরু হোক...

01/06/2025

আহ! মৃত্যু এমন এক জিনিস, যা মিনিটেই সকল আত্মার সম্পর্ক ছিন্ন করে দেয়। 🥲
হে আল্লাহ আপনি আমাদের ঈমানি মৃত্যু দান করুন।

ফজরের আবহাওয়া এত নির্মল কেন জানেন?  কারন ফজরের বাতাসে কোন মুনাফিকের নিশ্বাস থাকে না।
12/05/2025

ফজরের আবহাওয়া এত নির্মল কেন জানেন?
কারন ফজরের বাতাসে কোন মুনাফিকের নিশ্বাস থাকে না।

01/05/2025

প্রতিটা মৃত্যুই স্বরণ করিয়ে দিচ্ছে,
এই দুনিয়া ক্ষনস্থায়ী। 🥲

09/04/2025

কটিয়াদি থানার বনগ্রাম ইউনিয়ন ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে ইজরায়েল বিরোধী আন্দোলনের একাংশ।
প্রচারে Jatv নিউজ।

07/03/2025

হযরত ওমর রাঃ এর ন্যায় পরায়নতা ও আল্লাহর ভয়।

28/02/2025

কবি কত সুন্দর বলেন,, সমস্ত জীবন শেষ হয়ে গেছে.........

https://youtu.be/3zAYGvFguh8?si=IiJjymqK_K8VFBaA
19/02/2025

https://youtu.be/3zAYGvFguh8?si=IiJjymqK_K8VFBaA

ওমর রাঃ এর শাসন। তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল মন দিয়ে শুনুন। মুফতি আবু বকর হোসেনপুরী।01717949534ওমর রাঃ ও আবু বকর সিদ্দি.....

Address

Kishoreganj

Telephone

+8801974210230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Abu Bakar Hosainpuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mufti Abu Bakar Hosainpuri:

Share

Category