Pakundia Government High School

Pakundia Government High School Welcome to the page of Pakundia Government High school.For any info please contact with us.

পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী মেধাবি ছাত্র আব্দুল আন- নাফির উপর দুর্ঘটনায় অপরাধীদের দৃষ্টান্ত ...
25/08/2025

পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী মেধাবি ছাত্র আব্দুল আন- নাফির উপর দুর্ঘটনায় অপরাধীদের দৃষ্টান্ত মূলক শান্তির দাবিতে মানববন্ধন ও দোয়া মাহফিল ।
স্থান- পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

আমাদের ৬ টি দাবি নিয়ে মানববন্ধন হওয়ার কথা ছিলো এই খবর পেয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা রা সবগুলো প্রতিষ্ঠা...
25/08/2025

আমাদের ৬ টি দাবি নিয়ে মানববন্ধন হওয়ার কথা ছিলো এই খবর পেয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা রা সবগুলো প্রতিষ্ঠানে বাধা প্রয়োগ করে পরে আমরা একটি প্রতিনিধি টিম উপজেলা ইউএনও স্যারের সঙ্গে আলোচনা করি স্যার অত্যন্ত গুরুত্বের সাথে দাবিগুলো মেনে নেওয়ার কথা বলে স্মারক লিপি আকারে দিলে।
পরবর্তীতে ইউএনও স্যারে নিজেই বলেন মানববন্ধন থেকে ওর জন্য দোয়া মাহফিলের করবো তাৎক্ষণিক উনি পাকুন্দিয়া সরকারি পাইলট স্কুলে চলে আসে এবং অসুস্থ আব্দুল্লাহ আন-নাফির জন্য দোয়া করে সকল শিক্ষার্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
৬ টি দাবিগুলো নিম্নোক্ত করা হলো....১/ স্কুল-কলেজ চলাকালীন সময়ে গাড়ির গতিসীমা সর্বোচ্চ ২০ কি.মি এবং বাইক চালকদের হেলমেট পড়া বাধ্যতা-মূলক করতে হবে এবং প্রত্যেক গাড়ির চালকের লাইসেন্স থাকতেই হবে।

২/ প্রত্যেকটি স্কুল-কলেজের সামনে স্প্রীড ব্রেকার এবং জেব্রাক্রসিং দিতে হবে।

৩/ প্রতিটি রাস্তার মোড়ে এবং চৌরাস্তায় সতর্ক সংকেত দিতে হবে ও ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে

৪/ সবাই যেন ট্রাফিক আইন মেনে চলি এবং যারা ট্রাফিক আইন ভঙ্গ করবে তাদের বিরুকে প্রেয়োজনীয় শাস্তির ব্যবস্থা নিতে হবে।

৫/ রাস্তার পাশে অযথায় গাড়ি পার্কিং এবং দিনের বেলায় লোড আনলোড গাড়ি চলাচল নিষেধ করতে হবে।

৬/ বরাটিয়া চৌরাস্তা হতে বাইপাস মোড় ও সিনেমা হল সহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক নিয়মাবলী সাইনবোর্ড লাগাতে হইবে এবং পাকুন্দিয়া-হোসেনপুর রোডের বাইপাসে একটি আকর্ষণীয় গোলচত্তর করতে হবে।

বিগত ১বছর ধরে পাকুন্দিয়া উপজেলায় দূর্ঘটনা বেড়ে চলছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ৬টি দাবি আমরা সংগ্রহ করেছি পাকুন্দিয়া সরকারি প...
24/08/2025

বিগত ১বছর ধরে পাকুন্দিয়া উপজেলায় দূর্ঘটনা বেড়ে চলছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ৬টি দাবি আমরা সংগ্রহ করেছি পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকটি ক্লাসের ক্যাপ্টেন ও সহকারী ক্যাপ্টেনের সাথে আলোচনার মাধ্যমে।
গুরুত্বপূর্ণ ৬টি দাবিগুলো আগামীকাল সকাল ১১ টায় মানববন্ধনে উপস্থাপন করা হবে।
উক্ত মানববন্ধনে ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিক ভাই-বোনদের উপস্থিত থাকার আহবান জানাচ্ছি।
ধন্যবাদন্তেঃ মো: তৌফিকুল ইসলাম।
অনার্স ৩য় বর্ষ রাষ্ট্র বিজ্ঞান বিভাগ।
পাকুন্দিয়া সরকারি কলেজ।

পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র আব্দুল্লাহ আন-নাফির উপর দূর্ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূল...
24/08/2025

পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র আব্দুল্লাহ আন-নাফির উপর দূর্ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের মানববন্ধন অনিবার্য কারণ স্থগিত করা হয়েছে।
আগামীকাল সকাল ১১ ঘটিকায় পাকুন্দিয়া উপজেলা গেইটের সামনে অনুষ্ঠিত হবে উক্ত মানববন্ধন কর্মসূচিতে।
পাকুন্দিয়া সরকারি কলেজ।
পাকুন্দিয়া মহিলা আদর্শ ডিগ্রি কলেজ।
পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
পাকুন্দিয়া পাইলট গার্লস স্কুল।
পাকুন্দিয়া মডেল প্রাইমারি স্কুল গুলোর সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থাকবেন।

খাবার হজম হতে কত সময় লাগে এবং কখন খাওয়া ভালো:পানি সঙ্গে সঙ্গেই শোষিত হয় (০–১০ মিনিট)। খালি পেটে সকালে পানি খাওয়া সবচ...
22/08/2025

খাবার হজম হতে কত সময় লাগে এবং কখন খাওয়া ভালো:

পানি সঙ্গে সঙ্গেই শোষিত হয় (০–১০ মিনিট)। খালি পেটে সকালে পানি খাওয়া সবচেয়ে উপকারী।

জলসমৃদ্ধ ফল (তরমুজ, বাঙ্গি, আঙুর) ২০–৩০ মিনিটে হজম হয়। খালি পেটে বা খাবারের মাঝে খান।

অম্লীয় ফল (কমলা, আনারস, কিউই) ৩০–৪০ মিনিটে হজম হয়। সকালে বা স্ন্যাক্স টাইমে ভালো, তবে খাবারের পরপর খেলে গ্যাস হতে পারে।

আপেল, নাশপাতি, পেঁপে ৪০–৫০ মিনিটে হজম হয়। খালি পেটে বা খাবারের মাঝে খেলে ভালো।

কাঁচা শাকসবজি (শসা, গাজর, সালাদ) ৩০–৪০ মিনিটে হজম হয়। দুপুর বা রাতের খাবারের আগে খেলে উপকারি।

রান্না করা সবজি ৪০–৫০ মিনিট লাগে। দুপুর বা রাতে খাওয়া যায়।

ভাত, রুটি, আলু প্রায় ১.৫–২ ঘণ্টা লাগে। দুপুর বা রাতে ভালো।

ডাল, ছোলা, সয়াবিন ২–৩ ঘণ্টা লাগে। দুপুর বা বিকেলের দিকে খেলে হজম সহজ হয়।

দুধ ও দই ৩-৪ ঘণ্টা লাগে। সকালে বা রাতে খাওয়া ভালো।

সেদ্ধ ডিম ১ ঘণ্টা ৪৫ মিনিট লাগে, ভাজা ডিমে সময় বেশি লাগে। সকাল বা দুপুরে ভালো।

মাছ ১ ঘণ্টায় হজম হয়। দুপুর বা রাতে উপযোগী।

মুরগি ২-৩ ঘণ্টা লাগে। দুপুর বা রাতে ভালো।

গরু/খাসি মাংস ৩–৪ ঘণ্টা লাগে। দুপুরে খাওয়া উত্তম, রাতে খেলে হজম ধীর হয়।

বাদাম ও বীজ ২–৩ ঘণ্টা লাগে। সকালে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে ভালো।

ফাস্টফুড ও তেলেভাজা ৩–৪+ ঘণ্টা লাগে। যতটা সম্ভব এড়িয়ে চলুন।

টিপস:
ফল সবসময় খালি পেটে বা খাবারের অন্তত ১ ঘণ্টা আগে খান।
দুপুরে ভারী খাবার, রাতে হালকা খাবার রাখুন।
পানি খাবারের ঠিক আগে বা ৩০ মিনিট পরে পান করুন।

19/08/2025

অতএব, দয়াকরে হেলমেট ব্যবহার করুন এ নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালান।

পাকুন্দিয়া সরকারি  উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির ছাত্র ও শ্রেনী শিক্ষক শাহিন স্যার ও পাশে আতাউর স্যার সবার জন্য শুভ কামনা...
19/08/2025

পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির ছাত্র ও শ্রেনী শিক্ষক শাহিন স্যার ও পাশে আতাউর স্যার সবার জন্য শুভ কামনা রইল 🌺❤️

Address

Pakundia
Kishoreganj
2326

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801731265446

Website

http://deb110546.dhakaeducationboard.gov.bd/

Alerts

Be the first to know and let us send you an email when Pakundia Government High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pakundia Government High School:

Share