Pakundia Government High School

Pakundia Government High School Welcome to the page of Pakundia Government High school.For any info please contact with us.

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার,  জনাব রুপম দাস কে ফুলনদিয়ে বরণ করেন। পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষ...
11/12/2025

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার,
জনাব রুপম দাস কে ফুলনদিয়ে বরণ করেন।
পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আফসার উদ্দিন মানিক স্যার ।

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন!...
09/12/2025

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন! একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন।"

খলিফা বললেন, "বলো কি জানতে চাও?"

বহলুল (রহঃ) বললেন, "মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন?"

খলিফা বললেন, "যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, "ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন।"

খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল (রহঃ) বললেন, "আমার আর একটি প্রশ্ন আছে।"

খলিফা বললেন, "বলো।"

বহলুল (রহঃ) বললেন, "এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন?"

-প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না। মারা যাবো। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিবো। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন আর এই নেয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন।"

শরীর থেকে পানি বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অঙ্গ তাহলো কিডনি। করাচির এক ডাক্তারকে (কিডনি বিশেষজ্ঞ) একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, "বিজ্ঞান এখন এতো উন্নত, আপনারা একজনের কিডনি অন্যের শরীরে প্রতিস্থাপন করেন তাহলে কৃত্রিম কিডনি তৈরি করতে পারছেন না কেন?"

ডাক্তারের উত্তরটি ছিলো খুবই আশ্চর্যজনক।

তিনি বলেছিলেন, "সায়েন্সের এই উন্নতি সত্ত্বেও কৃত্রিম কিডনি তৈরি করা খুব কঠিন। কারণ আল্লাহ তায়ালা কিডনির ভেতরে যে চালনি যুক্ত করেছেন তা খুব সুক্ষ্ম এবং পাতলা। এখনো পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার হয়নি যা এমন সুক্ষ্ম ও পাতলা চালনি তৈরি করতে পারে। আর যদি কোটি কোটি টাকা ব্যয় করে চালনি তৈরি করাও হয় তবুও কিডনির ভেতর এমন একটি জিনিস আছে যা তৈরি করা আমাদের ক্ষমতার বাইরে। জিনিসটি হলো একটি মস্তিষ্ক (sensor)। এই মস্তিষ্ক ফায়সালা করে যে, এই মানুষের শরীরে কতটুকু পানি রাখা চাই আর কতটুকু ফেলে দেওয়া চাই। তার ফায়সালা শতভাগ সঠিক হয়।

ফলে আমরা যদি কোটি কোটি টাকা ব্যয় করে কৃত্রিম কিডনি তৈরি করেও ফেলি, তবুও আমরা এতে মস্তিষ্ক তৈরি করতে পারবো না, যা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের কিডনিতে সৃষ্টি করেছেন।"

পানি পান এবং নিষ্কাশনের প্রক্রিয়াটি খুব করে মনে পড়ে যখন সূরা যারিয়াতের ২১ নং আয়াত পড়ি। সেখানে মহান রব বলেছেন-

"তোমরা কী নিজেদের সত্ত্বা নিয়ে কখনো চিন্তা করে দেখেছো?"

----- ©

24/11/2025

Pakundia Government High School

পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র
24/11/2025

পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র

পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী
20/11/2025

পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী

এস এস সি পাশ করতে আগ্রহীদের জন্য সুখবর!!!ভর্তি চলছেভর্তি চলছেভর্তি চলছেবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ওপেন স্কুল পরি...
15/11/2025

এস এস সি পাশ করতে আগ্রহীদের জন্য সুখবর!!!

ভর্তি চলছে

ভর্তি চলছে

ভর্তি চলছে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ওপেন স্কুল পরিচালিত ২০২৬/২৭ শিক্ষাবর্ষে এস এস সি প্রোগ্রামে ভর্তি চলছে !!!

স্টাডি সেন্টারঃ পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়।

জিয়া সরকারি উকি

ভর্তির যোগ্যতাঃ ৮ম শ্রেনি বা সমমান পাশ অথবা পাশ করে নাই কিন্তু বয়স ১৪ বছরের বেশি, তারা আবেদন করতে পারবে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

১। সদ্য তোলা ২ কপি ছবি ২। জে এস সি/জে ডি সি/৮ম শ্রেনি/ সমমানের পরীক্ষায় পাশের সনদ।

৩। জাতীয় পরিচয় পত্র / অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি। ৪। নাগরিকত্বের সনদ

অনলাইনে ভর্তি এবং আবেদনের তারিখঃ ০২/১১/২০২৫ থেকে ৩১/০১/২০২৬ইং তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন অফিস চলাকালীনঃ পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।

বিঃদ্রঃ ক্লাস ও পরীক্ষা প্রতি শুক্রবার।

CS

এস এস সি পাশ করতে আগ্রহীদের জন্য সুখবর!!!ভর্তি চলছেবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ওপেন স্কুল পরিচালিত ২০২৬/২৭ শিক্ষা...
11/11/2025

এস এস সি পাশ করতে আগ্রহীদের জন্য সুখবর!!!

ভর্তি চলছে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ওপেন স্কুল পরিচালিত ২০২৬/২৭ শিক্ষাবর্ষে এস এস সি প্রোগ্রামে ভর্তি চলছে !!!

স্টাডি সেন্টারঃ পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়।

ভর্তির যোগ্যতাঃ ৮ম শ্রেনি বা সমমান পাশ অথবা পাশ করে নাই কিন্তু বয়স ১৪ বছরের বেশি, তারা আবেদন করতে পারবে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

১। সদ্য তোলা ২ কপি ছবি ২। জে এস সি/জে ডি সি/৮ম শ্রেনি/ সমমানের পরীক্ষায় পাশের সনদ।
৩। জাতীয় পরিচয় পত্র / অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।
৪। নাগরিকত্বের সনদ

অনলাইনে ভর্তি এবং আবেদনের তারিখঃ ০২/১১/২০২৫ থেকে ৩১/০১/২০২৬ইং তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন অফিস চলাকালীনঃ পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।

বিঃদ্রঃ ক্লাস ও পরীক্ষা প্রতি শুক্রবার।

10/11/2025

Pakundia Government High School
ধন্যবাদ Faria Shikder ❤️


#

10/11/2025

পাকুন্দিয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের কে আইনের আওতায় আনা হউক।
এদের জন্য রাস্তায় বিভিন্ন ধরনের দু: ঘটনা ঘটে
#পাকুন্দিয়া #কিশোরগঞ্জ

পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার রুটিন–২০২৫খ্রিঃ
10/11/2025

পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়
নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার রুটিন–২০২৫খ্রিঃ

09/11/2025

চিকিৎসক সংকটে মারাত্মকভাবে ব্যাহত😴 পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম

31/10/2025

পাকুন্দিয়া বাইপাস মোড়ে এই ছেলেটি আজকে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।। একবার ভাবুন তার বাইক চালানোর স্টাইল।। তবুও দোয়া করি আল্লাহ তায়া’লা তাকে দ্রুত সুস্থ করুন।।

Address

Pakundia
Kishoreganj
2326

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801731265446

Website

http://deb110546.dhakaeducationboard.gov.bd/

Alerts

Be the first to know and let us send you an email when Pakundia Government High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pakundia Government High School:

Share