16/04/2025
সফলতা আসলে মাথাটা খুব ঠান্ডা রাখবেন! কাছের মানুষ, দূরের মানুষ অনেক কিছু বলবে! কে কি বললো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই!! আপনি যদি সৎ হোন, আপনার কাজ যদি ঠিক থাকে, আপনি আপনার মতো করে কাজ করে যাবেন ! আর সফল হওয়ার সাথে সাথে আপনার উন্নতিতে ঈর্ষান্বিত অনেক জলন্ত মানুষ যেমন পাবেন, দুধের মাছিও তৈরি হবে! দোস্ত আমি জানতাম তুই সফল হবি! আয় দোস্ত আয় বুকে আয় ! সাবধান , সব কিছুর হিসাব একদম ইঞ্চিটেপ দিয়ে মেপে মেপে নিবেন ! কে আপনার দুঃসময়ে আপনার পাশে ছিলো আর কে ছিলো না!!