
04/03/2025
অংশগ্রহণকারী রিভিউকারদের জন্য থাকছে মোট ১০টি পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার দুটি ১০ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার দুটি ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার দুটি ৩ হাজার টাকা করে। এছাড়া পরবর্তী নির্বাচিত সেরা ৪ জন আলোচক পাবেন ২ হাজার টাকা করে।
শুরু হলো বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’ এর আয়োজনে ‘বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৫’।