
12/05/2024
আজকে নাকি মা দিবস ⁉️
কিন্তু মায়েদের জন্য আলাদা কোনো দিবস কি দরকার?
আমি এসব দিবসে খুব একটা বিশ্বাসী না , মায়েদের তো আল্লাহ এমনি পৃথিবীর সবার মধ্যে সবসময়ে সবচেয়ে সম্মানিত স্থান দিয়েছেন ❤️
আলহামদুলিল্লাহ আমিও দুই সন্তানের মা , শরীরের সকল কষ্ট , ওদের যত্ন নিতে নিতে সারাদিন ধকল গেলেও , সবশেষ করে যখন ওর দিকে তাকাই এমন একটা শান্তি লাগে যেটা ভাষায় বলে বুঝানো সম্ভব না । সব মায়েরই বুঝি এমন ই লাগে , না ?? আমার আম্মুকে আমি ও এরকম ই জ্বালাইসি , তারপর ও আদর যত্ন ভালবাসা দিয়ে বড় করছে , আম্মুকে কত সময় কত কষ্ট দিসি ,এর জন্যে সরি , কখনো ঘটা করে বলা হয়না অনেক ভালবাসি তোমাকে 🥹🤐