
27/01/2023
জীবনটা একটা প্রান্তবন্ত গাছের পাতার মতো।যার শুরুটা দীঘন্ত সবুজ লীলার মতো; আর শেষ টা!সমুদ্র তীরে পড়ে থাকা সমুদ্রহীন মরা শামুকের মতো।যার একমাত্র অপেক্ষা নতুন দিনের এক নতুন বসন্ত। গাছ জানে নতুন বসন্তে তার শাখার সব পাতা নিমিষেই ঝড়ে যাবে তারপরও তার সেই নতুন বসন্ত ছোঁয়ে দেখার কি স্বপ্ন!। মানুষের জীবনটাও সেই গাছের পাতা ঝড়া নতুন বসন্ত ছোঁয়ে দেখার মতো।মানুষ জানে, কোনো এক দুঃস্বপ্ন সেই মৃত্যু খুব নিকটেই তাকে সরিয়ে দিবে পরপারে,সে জানে সেই দিনটা কত কাছে তারপর ও মানুষ কত শত স্বপ্ন দেখে।আসলে কিছু মানুষ বাস্তবতার চেয়ে কল্পনার রাজ্যেই রানী হয়ে বাঁচে।বাঁচতে ভালোবাসে,এবং তাতে ভালো থাকে,এবং আবার স্বপ্ন দেখে।যেমনটা আমি দেখি।🌸জীবনটা এখন আমার কাছে অনেকটা বিদ্যুতের মতো এই আছে, চারপাশটা কতো আলোকিত, যা দেখে চরপাশটা আরও আলোয় আলোড়িত করতে ইচ্ছে করে,আবার শঙ্কায় থাকি, এই বুঝি বিদ্যুৎ চলে যাবে, আমার সাজানো সবটা অন্ধকারে মুছে দিয়ে।আমাকে ফেলে রেখ যাবে অন্ধকার এক কোনে।
ইহকাল আর পরকাল দুটোই মানুষের নিকটে। যেকোনো সময় মানুষ তার সব স্বপ্ন ভুলে চলে যাবে তার আরেক চিরন্তন বাস্তময়কালে।যেটাই ছিলো সত্য।যার স্বপ্ন দেখাই ছিলো আমার ধর্ম।কিন্তু মরিচা সেখান থেকে আমাকে বিভ্রান্ত করে শেষ করে দিল।এই ইহকালের মিথ্যা স্বপ্নে আমি কি পেয়েছি? যোজন বিয়োজনে শেষে দুইকালের মাঝ সময়ে মিলিয়ে বুঝেছি,আমি কিছুই পাইনি, বুঝেছি,নিজেকে তিভাবে ধ্বংসের পথে ঠেলে দিয়েছি,মনটা কখনো শান্ত করেনি,কখনো মস্তিষ্কটাকে ঘুমোতে দেইনি, তাকেও আমার চেয়ে বেশ ক্ষত বিক্ষত করেছি, যার ফলে আমিও পথভ্রষ্ট হয়েছি।হার জিতের মিথ্যা লড়াই করেছি কষ্ট পেয়েছি।শত শত ঘন্টা না ঘুমিয়ে অপলক চেয়ে থেকেছি।জীবন্ত প্রান্তবন্ত আত্নাটাকেও মেরে ফেলে পিছনে আজ সব শেষ করে চলে এসেছি।
শেষে সবটা মেনে নিয়ে নিজেই নিজের পরম স্নেহ কাতর আত্নাটা কে খুব নিচু স্বরে বলে দিলাম "সরি"। আমার জন্য অনেক করেছো তুমি। আমার ভালো খারাপ সব সময়টাতে পাশে ছিলে তুমি। যেটা আমার মা ও ছিলোনা। আমাকে বুঝিয়েছ,অনেক দুঃসহময় সময়ে নিজেকে মানিয়ে নিতে শিখেয়েছ।বিশ্বাসী আর অবিশ্বাসীর পার্থক্য চিনেয়েছো।তাই আমি সব চেয়ে বেশি তোমাকেই ভালোবাসি।এই ছোট এক টুকরো জীবনে খব ক্লান্ত আমি।আর আমার পুরোটা সময়ের তুমিই ছিলে আমার একমাত্র সাথি। আর আজকে আমরাও আলাদা হয়ে যাচ্ছি। আবার আমাদের নতুন করে দেখা হবে শীঘ্রই।
এভাবেই আমাদের এই মিথ্যা জীবনের পরিসমাপ্তি। 🌸🥀