Md Masum ja

Md Masum ja knowledge is power.

অবশেষে শিক্ষক নিয়োগ সুপারিশের ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ।
16/06/2025

অবশেষে
শিক্ষক নিয়োগ সুপারিশের ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ।

দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন ৭ টি বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি বৈশিষ্ট্য যদি কোন মু...
15/06/2025

দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন ৭ টি বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি বৈশিষ্ট্য যদি কোন মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হাশর হবে ঐ সকল ইহুদি মেয়েদের সাথে। সেই সাতটি বৈশিষ্ট্য হলো :

১. #আন্নানা- এর অর্থ হলো বেশি বেশি চাই জিনিসপত্র অনেক আছে তবুও তবুও অনেক চাই স্বামীকে বলে শুধু আমার জন্য দাও। নিজের মা-বাবা ভাই-বোন এদের জন্য কোন কিছু দিও না,

২. #মান্নানা- এর অর্থ হল স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেয় অর্থাৎ খোটা দেওয়া এই স্বভাব ইহুদী মেয়েদের,

৩. #হান্নানা- হান্নানা এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা ,উল্টো আরো স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেয়া। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা।

৪. #কান্নানা- স্বামীকে মাঝে মাঝে বলে তুমি আমারে চেনো? আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি ইত্যাদি। স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো, স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ।

৫. #হাত্তকা্হ- হাত্তকাহ শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া। স্বামী যদি দুই টাকার জিনিসও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ ভালো গ্রহণ করতে হবে। পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নিবেন, স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না।

৬. #শাত্তকা্হ- এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে।

৭. #বার্রকা্হ- এ অর্থ স্বামীকে মাঝে মাঝে ধরে

মারা। অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব।

উপরোক্ত এই সাতটি গুন যেই মেয়েদের মধ্যে থাকবে তারা নামায, রোযা এবং পর্দা করলেও তাদের হাশর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে। আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদীসটি আমল করার তৌফিক দান করুক।

আমিন....

-ইমাম গাজ্জালী( রহঃ)

06/06/2025

ঈদ মোবারক

05/06/2025

অনেক বন্ধু ও আত্মীয় স্বজনের সঙ্গে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হবে। সুন্দর ও ভদ্র ব্যবহারের মাধ্যমে কুশল বিনিময় করুন। হয়তোবা জীবনে এই দেখায় শেষ দেখা হবে।

02/06/2025

█▒▒▒ Just In/সর্বশেষ ▒▒▒█
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পাস হয়েছে।
👁️‍🗨️
১. কততম বাজেট: ৫৪ তম।
২. বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
৩. মূল্যস্ফীতি: ৬.৫%
৪. ডিজিপি প্রবৃদ্ধি: ৫.২৫%
৫. এডিপিতে বরাদ্দ: ২,৩০,০০০ কোটি টাকা।
৬. পরিবহন খাতে বরাদ্দ: ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা।
৭. বিদ্যু ও জ্বালানি খাতে বরাদ্দ: ৩২ হাজার ৩৯২ কোটি টাকা।
৮. শিক্ষাখাতে বরাদ্দ: ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা।
৯. স্বাস্থ্য খাতে বরাদ্দ: ১৮ হাজার ১৪৮ কোটি টাকা।
১০. জুলাই শহীদ ও আহতের জন্য বরাদ্দ: ১ হাজার ৫০০ কোটি টাকা।

#তথ্য_সংগ্রহীত

আল্লাহ মাবুদ রহম করো।
01/06/2025

আল্লাহ মাবুদ রহম করো।

Going on online class. Don’t talk to me.
29/05/2025

Going on online class. Don’t talk to me.

29/05/2025
তাল গাছের কাণ্ড থেকে রস সংগ্রহ হয় এবং তা থেকে গুড়, পাটালি, মিছরি, তাড়ি (একপ্রকার চোলাই মদ) ইত্যাদি তৈরি হয়। তালে রয়...
27/05/2025

তাল গাছের কাণ্ড থেকে রস সংগ্রহ হয় এবং তা থেকে গুড়, পাটালি, মিছরি, তাড়ি (একপ্রকার চোলাই মদ) ইত্যাদি তৈরি হয়। তালে রয়েছে ভিটামিন এ, বি ও সি, জিংক, পটাশিয়াম, আয়রন ও ক্যালসিয়াম সহ আরো অনেক খনিজ উপাদান। এর সাথে আরো আছে অ্যান্টি অক্সিডেন্ট ও এ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। তবে তাল কেনার সময় নরম তাল কেনা উচিত। কারণ বেশি পাকা তাল হজম করতে সমস্যা হয়। হাড় ও দাঁতের ক্ষয়রোধে ব্যাপক সহযোগিতা করে।

Address

Kishoreganj

Telephone

+8801739721852

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Masum ja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Masum ja:

Share