
07/11/2024
অনেক নারীকেই বলতে শুনেছি, "নারী তার বাবার রাজকন্যা হয়েই থাকে।" কথাটা সম্পুর্ন ভুল।
তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো, যদি ভাগ্যক্রমে তোমার জীবনে এমন একজন সঠিক পুরুষ আসে, তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন।
সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর। তারা তাদের শখের নারীর প্রতি খুব যত্নশীল হয়!❤️🌸