
10/07/2025
দুই প্রজন্ম, এক ভালোবাসা — আমি আর আমার নাতি। 👴❤️👶
---
🧡 কবিতা: "নানার কোলে নাতির স্বপ্ন"
নানার কোলে ঘুম আসে সহজে,
ভবিষ্যতের স্বপ্ন যেন ওখানেই সাজে।
নানার মুখে গল্প শুনে,
নাতি হাসে চোখে তারা জ্বলে উঠে।
নানা বলে, “তুই আমার শক্তি,”
নাতি ভাবে, “এই মানুষটাই আমার বাকি দুনিয়া বাকি।”
চোখে চোখ পড়লে বোঝা যায়,
ভালোবাসা কত গভীর হয়—শব্দেরও বাইরে যায়।
হাতের আঙুল ধরে হাঁটার শুরু,
নানার পাশে জীবনটা খুব সহজ, খুব গুরু।
এই সম্পর্ক নেই কোনো শর্তে বাঁধা,
শুধু ভালোবাসায় গড়া, এক আদি–অন্ত বন্ধন রাখা।
#নানা_নাতি
#ভালোবাসার_বন্ধন
#পরিবার
#দুই_প্রজন্ম
#বাংলার_সম্পর্ক
#আমার_গর্ব
#নানার_আলোর_ছায়া