FND Daily

FND Daily "প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।"(৭৪:৩৮) Owner at City Agent Banking Rudarpudda Bazar Outlet

😃😃
11/10/2025

😃😃

Nature 🍄‍🟫
24/09/2025

Nature 🍄‍🟫

23/09/2025
চার দিবে শুধু  Hania Amir Hania Aamir Hania Amir Official আসল কোনটা ?
22/09/2025

চার দিবে শুধু Hania Amir Hania Aamir Hania Amir Official
আসল কোনটা ?

18/09/2025
💰 টাকা নাকি স্বর্ণ – কোনটা নিরাপদ?২০০৮ সালে আপনার হাতে থাকা হাজার টাকার নোট দিয়ে কী কেনা যেত, আর আজ কী কেনা যায়—একবার হি...
18/09/2025

💰 টাকা নাকি স্বর্ণ – কোনটা নিরাপদ?

২০০৮ সালে আপনার হাতে থাকা হাজার টাকার নোট দিয়ে কী কেনা যেত, আর আজ কী কেনা যায়—একবার হিসাব করে দেখুন।

২০০৮ সাল

২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম: প্রায় ২৬,০০০ টাকা

এক ভরি স্বর্ণ কিনতে লাগতো ২৬টি ১,০০০ টাকার নোট

আজ (২০২৫ সাল)

২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম: প্রায় ১,৮৯,০০০ টাকা

এক ভরি স্বর্ণ কিনতে লাগছে ১৮৯টি ১,০০০ টাকার নোট

তাহলে ২০০৮ সালের ১,০০০ টাকার নোটের আজকের মূল্য কত?

হিসাব খুব সহজ—

২৬,০০০ ÷ ২৬ = ১,০০০
২৬,০০০ ÷ ১৮৯ ≈ ১৩৭

👉 অর্থাৎ, ২০০৮ সালের ১,০০০ টাকার নোটের বর্তমান প্রকৃত ক্রয়ক্ষমতা মাত্র ১৩৭ টাকা!

আমাদের বলা হয়—স্বর্ণের দাম বেড়েছে।
কিন্তু আসল সত্য হলো—আপনার টাকার মূল্যমান কমেছে।

✅ তাই বুঝে নিন, টাকার চেয়ে স্বর্ণই নিরাপদ সম্পদ।
✅ টাকা ধরে রাখবেন না, সম্পদে রূপান্তর করুন।

📅 FND Dailyআজ রোববার১৪ সেপ্টেম্বর ২০২৫বাংলা: ৩০ ভাদ্র ১৪৩২হিজরি: ২০ রবিউল আউয়াল ১৪৪৭একটি নতুন দিনের শুরু হোক শান্তি, সফল...
14/09/2025

📅 FND Daily
আজ রোববার
১৪ সেপ্টেম্বর ২০২৫
বাংলা: ৩০ ভাদ্র ১৪৩২
হিজরি: ২০ রবিউল আউয়াল ১৪৪৭
একটি নতুন দিনের শুরু হোক শান্তি, সফলতা ও আনন্দে।

প্রকৃতির কোলে এক টুকরো শৈশব।
13/09/2025

প্রকৃতির কোলে এক টুকরো শৈশব।

সীমান্ত এক্সপ্রেস ট্রেনে অজ্ঞান পার্টির এক সদস্যকে জোর করে নিজের কাছে থাকা জুস পান করিয়ে অজ্ঞান করে ফেলেছে যাত্রীরা 😂
30/08/2025

সীমান্ত এক্সপ্রেস ট্রেনে অজ্ঞান পার্টির এক সদস্যকে জোর করে নিজের কাছে থাকা জুস পান করিয়ে অজ্ঞান করে ফেলেছে যাত্রীরা 😂

26/08/2025

🌟 স্বপ্ন পূরণের নতুন ঠিকানা — FND DAILY 🌟

📍 রোডারপুড্ডা বাজার, নিকলী, কিশোরগঞ্জ

আপনার হাতে এখন আর্থিক স্বাধীনতার চাবিকাঠি!
FND DAILY হলো একটি বিশ্বস্ত সিটি এজেন্ট ব্যাংকিং সেবা, যেখানে আপনি সহজেই ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন—একদম আপনার এলাকার মধ্যেই।

🏦 আমাদের মূল সেবা:

✅ ব্যাংক একাউন্ট খোলা
✅ নিয়মিত মাসিক লেনদেন (বৈধ উপায়ে)
✅ বিশেষ যোগ্যতায় বড় অংকের লোন সুবিধা

💰 কীভাবে আপনি লাভবান হবেন?

🔹 আপনি যদি মাসে মাসে বৈধভাবে অর্থ লেনদেন করেন, তাহলে আমরা আপনার ট্র্যাক রেকর্ড অনুযায়ী বিশেষ সুবিধাসহ বড় অংকের লোন প্রদান করে থাকি।
🔹 লোন প্রাপ্তি সহজ ও ঝামেলাহীন — প্রয়োজন নেই অতিরিক্ত জামানতের।
🔹 পুরো প্রক্রিয়া নিরাপদ, স্বচ্ছ এবং দ্রুত।

কেন FND DAILY-তে একাউন্ট খুলবেন?

🔸 বিশ্বস্ততা ও গোপনীয়তা নিশ্চিত
🔸 আধুনিক ও সহজ প্রক্রিয়া
🔸 গ্রাহক-সন্তুষ্টির সর্বোচ্চ মান বজায় রাখা

🎯 এখনই আপনার একাউন্ট খুলুন এবং আপনার ভবিষ্যতের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিন!

📍 আমাদের ঠিকানা:
রোডারপুড্ডা বাজার, নিকলী, কিশোরগঞ্জ

📞 আরও তথ্যের জন্য যোগাযোগ করুন: [আপনার মোবাইল নাম্বার দিন]

FND DAILY — আপনার আস্থার আর্থিক সঙ্গী।

25/08/2025

FND DAILY - সিম, নাম্বার পরিবর্তন ও সিটি এজেন্ট ব্যাংকিং সেবা এক সাথেই!

আপনি কি সিম পরিবর্তন বা নাম্বার আপডেট করতে চান? অথবা সিটি ব্যাংকিং সেবা প্রয়োজন? তাহলে FND DAILY-তে আসুন এবং পেয়ে যান দ্রুত ও নির্ভরযোগ্য সেবা!

আমাদের সেবাসমূহ:

নতুন সিম এবং পুরানো সিমের নাম্বার পরিবর্তন

সিটি এজেন্ট ব্যাংকিং
সিটি এজেন্ট ব্যাংকিং একটি আধুনিক ব্যাংকিং সেবা, যেখানে আপনি ব্যাংক শাখায় না গিয়ে আমাদের মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। এর মধ্যে অন্তর্ভুক্ত:

অ্যাকাউন্ট ওপেনিং: আপনার সিটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা।

নগদ জমা ও উত্তোলন: আপনার অ্যাকাউন্টে টাকা জমা অথবা উত্তোলন।

পেমেন্ট সার্ভিস: বিল পেমেন্ট, ফি পরিশোধ ইত্যাদি।

মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন: সিটি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা চালু করা।

ফান্ড ট্রান্সফার: সিটি ব্যাংক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা পাঠানো।

অন্য সকল আবেদন কার্য সম্পাদন

আমাদের ঠিকানা:
রোদার পুড্ডা বাজার, নিকলী, কিশোরগঞ্জ

আমরা এখানে আছি আপনার প্রয়োজনীয় সব সেবা প্রদান করতে। আসুন এবং আমাদের থেকে বিশ্বস্ত সেবা গ্রহণ করুন।

FND DAILY – আপনার সিম এবং ব্যাংকিং সেবার বিশ্বস্ত সঙ্গী।

মানুষ মূলত একাএকটি বিস্তীর্ণ মাঠ, চারপাশে নীরবতা, না কোনো কোলাহল, না কোনো প্রাণের স্পন্দন। শুধু একজন লোক—খাটিয়ার পাশে দ...
24/04/2025

মানুষ মূলত একা

একটি বিস্তীর্ণ মাঠ, চারপাশে নীরবতা, না কোনো কোলাহল, না কোনো প্রাণের স্পন্দন। শুধু একজন লোক—খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে। তার পাশে পড়ে আছে এক নিথর দেহ, কারো শেষ যাত্রার সঙ্গী হয়ে সে দাঁড়িয়ে। আশেপাশে আর কেউ নেই, কেউ এসে পাশে দাঁড়ায়নি, কেউ কাঁধে হাত রাখেনি, কেউ চোখের জল মুছে দেয়নি। যেন এই মুহূর্তে জীবন তাকে মনে করিয়ে দিচ্ছে—মানুষ মূলত একা।

এই একাকীত্ব কোনো শাস্তি নয়, বরং এক নির্মম সত্য। জীবনের পথে যত সঙ্গীই থাকুক, শেষ প্রান্তে এসে আমরা প্রত্যেকে নিজের ছায়াকেই সবচেয়ে বেশি চিনি। এ এক উপলব্ধির মুহূর্ত—যেখানে সব সম্পর্ক, সব বাঁধন, সব শব্দ থেমে যায়।

লোকটা হয়তো কোনো আত্মীয়, হয়তো কোনো বন্ধু, হয়তো কেবল একজন অপরিচিত শুভাকাঙ্ক্ষী। কিন্তু তার দাঁড়িয়ে থাকাটাই যেন একটা প্রতীক—শেষ মুহূর্তেও কেউ একজন পাশে থাকে বলেই হয়তো একাকীত্বটা সম্পূর্ণ নয়।

তবুও সত্য এটাই—জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জীবনের গভীরতম অনুভবগুলো আমরা একাই অনুভব করি। সুখ, দুঃখ, প্রেম, বিচ্ছেদ কিংবা বিদায়—সব কিছুই একান্ত নিজস্ব। তাই, মানুষ মূলত একা—এটা শুধু বাস্তবতা নয়, এক নির্মল উপলব্ধি।

একাকীত্বের মাঝেও যদি কেউ একজন পাশে দাঁড়ায়, তবে সেই উপস্থিতি হয়ে ওঠে আলোর মত—নিঃশব্দ, কিন্তু গভীর।

Address

Roderpudda Bazar, Nikli
Kishoreganj
2331

Opening Hours

Monday 09:00 - 21:30
Tuesday 09:00 - 21:30
Wednesday 09:00 - 21:30
Thursday 09:00 - 09:30
Saturday 09:00 - 21:30
Sunday 09:00 - 09:30

Telephone

+8801811377933

Alerts

Be the first to know and let us send you an email when FND Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FND Daily:

Share