করিমগঞ্জের তাজা খবর

করিমগঞ্জের তাজা খবর স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক খবরের জন্য।

কিশোরগঞ্জ (৩) করিমগঞ্জ - তাড়াইলের আগামীর কান্ডারী ড.এম ওসমান ফারুক সাহেবের বিকল্প নেই।বিএনপি যতগুলো যোগ্যতার কথা  বলেছে...
17/06/2025

কিশোরগঞ্জ (৩) করিমগঞ্জ - তাড়াইলের আগামীর কান্ডারী ড.এম ওসমান ফারুক সাহেবের বিকল্প নেই।
বিএনপি যতগুলো যোগ্যতার কথা বলেছেন তার সবগুলা ড.ওসমান ফারুক এর মধ্যে বিদ্যমান।
এই বাংলাদেশ এর নকল মুক্ত শিক্ষা অঙ্গন প্রতিষ্ঠার একমাত্র উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি।
করিমগঞ্জ তাড়াইলে কে মডেল আসন হিসাবে সাজাতে একমাত্র তার দ্বারাই সম্ভব।
যিনি বিগত বিএনপি সরকারের আমলে সততা ও দক্ষতার সাথে শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
করিমগঞ্জ-তাড়াইল (কিশোরগঞ্জ -০৩) আসনে আবারও ডঃ ওসমান ফারুককে খুবই প্রয়োজন।

17/06/2025

NCP? - National cu*a party?
এটা আসলে কোন এনসিপি?

ইরানের হৃদয়ে পৌঁছে যাওয়া নারী গুপ্তচরস্ত্রীদের জিভে স্বামীদের মৃত্যুর ফাঁদ!ক্যাথরিন পেরেজ শকদাম—একজন ফরাসি তরুণী। ইসলা...
17/06/2025

ইরানের হৃদয়ে পৌঁছে যাওয়া নারী গুপ্তচর
স্ত্রীদের জিভে স্বামীদের মৃত্যুর ফাঁদ!
ক্যাথরিন পেরেজ শকদাম—একজন ফরাসি তরুণী। ইসলাম গ্রহণ করেছিলেন এবং নিজেকে শিয়াপন্থী বলে ঘোষণা করেছিলেন। তিনি ইরানি বিপ্লবের প্রশংসা করেন, “বিলায়তে ফকিহ” এর সমর্থনে লেখালিখি করেন। এমনকি তাঁর প্রবন্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর ওয়েবসাইটেও প্রকাশিত হয়।
কিন্তু এই মুখোশের আড়ালে ছিল মোসাদের নজরদারি।
ক্যাথরিন ছিলেন না কোনো সাধারণ গুপ্তচর। তিনি ইরানে প্রবেশ করেছিলেন লেখিকা, সাংবাদিক ও চিন্তাবিদ হিসেবে। রাজনীতিবিদদের ঘনিষ্ঠ হন, রেভল্যুশনারি গার্ডের সঙ্গে বসেন, এমনকি প্রেসিডেন্ট ইবরাহিম রইসির সঙ্গেও সাক্ষাৎ করেন। “গবেষণার" অজুহাতে তিনি সংবেদনশীল অনেক এলাকাও পরিদর্শন করেন।
কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল নারী মহলে তার প্রবেশ।
তিনি উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তাদের বিশ্বাস অর্জন করেন, যেন তিনিও তাদেরই একজন। আর তারাই খোলামেলা বলতেন— স্বামীদের কাজ, থাকার স্থান, ভ্রমণের সময়সূচি, দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে। প্রতিটি কথা রেকর্ড হতো, প্রতিটি তথ্য পাঠানো হতো বাইরে।
এই তথ্যগুলোর ভিত্তিতেই নির্ধারণ করা হতো লক্ষ্যবস্তু।
তারপর একে একে সংঘটিত হতো হত্যাকাণ্ড। নারীদের মুখে বলা নিষ্পাপ কথাগুলোই হয়ে উঠেছিল তাদের স্বামীদের মৃত্যুর কারণ।
যখন তার প্রতি সন্দেহ দেখা দেয়, তিনি ইরান ছেড়ে চলে যান— ঠিক সময়ে, দরজা বন্ধ হওয়ার আগেই। কিন্তু ততক্ষণে তিনি তার কাজ শেষ করে ফেলেছেন। ইরানের ওপর ভয়ানক আঘাত হেনেছেন, যার রেশ এখনও রয়ে গেছে।
এই সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করেই ইসরায়েল এখনো পরিচালনা করছে একের পর এক নিখুঁত অভিযান।
যার মূল উৎস— ক্যাথরিনের হাত ধরে ঘর থেকেই পাওয়া গোপন তথ্য।
এটা কেবল একটি গুপ্তচর কাহিনি নয়। এটা একটি রাষ্ট্র-স্তরের নিরাপত্তা বিপর্যয়। আজকের এই ছায়াযুদ্ধে— গুলির আওয়াজ শোনা যায় না। বরং হত্যা ঘটে— একটি নারীমহলের শান্ত আলাপচারিতায়।
ইরান এই ঘটনার অভিঘাত কাটিয়ে উঠুক। মুসলিম রাষ্ট্রগুলো লুকিয়ে থাকা “ক্যাথরিন” থেকে নিরাপদ হোক।

করিমগঞ্জ পৌরসভা'র পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তি৪ টি পদে ৫ জনকে নিয়োগ দেবে করিমগঞ্জ পৌরসভা। এর জন্য পূনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ...
17/06/2025

করিমগঞ্জ পৌরসভা'র পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তি

৪ টি পদে ৫ জনকে নিয়োগ দেবে করিমগঞ্জ পৌরসভা। এর জন্য পূনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭ জুন ২০২৫ তারিখে 'দৈনিক কিশোরগঞ্জ' পত্রিকার ২য় পৃষ্ঠায় এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে ১ জন, পাম্প চালক ২ জন, পাইপ লাইন মেকানিক ১ জন ও অফিস সহায়ক পদে ১ জনকে নিয়োগ দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ১ম পদে এইচএসসি/আলিম/দাওরায়ে হাদিস সমমান ও অন্যান্য পদে ৮ম শ্রেণি/জেএসসি/জেডিসি।

আগামী ০৩/০৭/২০২৫ তারিখের মধ্যে বিজ্ঞপ্তিতে প্রকাশিত শর্ত পূরণ করে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

16/06/2025

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের হামলার সময়কার দৃশ্য

12/06/2025

মাসুদ কামালের সবগুলো কথা শুনে এডমিন ও মাসুদ কামালকে আস্তে করে একটু গালি দিয়ে যান 🤣

১০১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে...এখনি সাবধান না হলে আবারও করোনার ভয়াবহতা দেখবে বাংলা...
10/06/2025

১০১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে...
এখনি সাবধান না হলে আবারও করোনার ভয়াবহতা দেখবে বাংলাদেশ

সুমন আর আমাদের মাঝে নেই।আজ রাত ২টা ৪০ মিনিটে মহান রাব্বুল আলামিনের ডাকে পরকালের মেহমান হয়ে চলে গেছেন।-ইন্না লিল্লাহি ওয়া...
09/06/2025

সুমন আর আমাদের মাঝে নেই।আজ রাত ২টা ৪০ মিনিটে মহান রাব্বুল আলামিনের ডাকে পরকালের মেহমান হয়ে চলে গেছেন।-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।
(মরহুম সুমনের জানাজার নামাজ বাদ আসর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে)।

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ
09/06/2025

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

সুইডেনের কৃতি ফুটবলার করিমগঞ্জের মারজুক নাফিসকরিমগঞ্জ পৌর এলাকার সরকার বাড়ির ছেলে মারজুক নাসিফ মাত্র ৫ বৎসর বয়সে ২০১৪ খ্...
05/06/2025

সুইডেনের কৃতি ফুটবলার করিমগঞ্জের মারজুক নাফিস
করিমগঞ্জ পৌর এলাকার সরকার বাড়ির ছেলে মারজুক নাসিফ মাত্র ৫ বৎসর বয়সে ২০১৪ খ্রিষ্টাব্দে বাবা মায়ের সাথে গিয়েছিল সুদূর সুইডেনে। ছোটবেলা থেকেই ছিল ফুটবল খেলা তার অদম্য নেশা। বাড়ির ছোট্র উঠোন,স্কুলের মাঠসহ একটু উন্মুক্ত জায়গা পেলেই সে সহপাঠী বন্ধুদের সাথে মেতে উঠতো ফুটবল খেলায়। এই দূরন্ত কিশোর একদিন মনের অজান্তেই আস্তে আস্তে হয়ে উঠলো একজন প্রতিভাবান ফুটবলার। নাসিফ সুইডেনে আসার কিছুদিন পরই তার চাচা বিগত চার দশকের অধিক সময়ের সুইডেন প্রবাসী ব্যবসায়ী, একজন আপাদমস্তক বাঙালী সংস্কৃতিপ্রাণ ও ক্রীড়ানুরাগী মানুষ শহিদুল আলম রতনের আন্তরিক প্রচেষ্টায় মাত্র ৯ বৎসর বয়সে সুইডেনের Uppsala Sirius টীমে প্রাথমিকভাবে ফুটবল চর্চার জন্য যোগদান করেন। তারপর কেটে গেছে কয়েকটি বর্ণিল বসন্ত। সুইডেনের স্বনামখ্যাত ফুটবল কোচদের নিবিড় তত্ত্বাবধানে এবং সতীর্থ সহযোগি খেলোয়াড়দের সাথে মাঠে খেলতে খেলতে স্পীড ও স্টেমিনাসহ আঙ্গিক কৌশল অর্জন করে শৈল্পিক খেলায় পারঙ্গম হয়ে উঠেন ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার চৌকস খেলোয়াড় মারজুক নাসিফ। নাসিফ বর্তমানে সুইডেনস্থ Rosendal Gymnaciet কলেজে অধ্যয়নরত আছেন। নাসিফের ফুটবল প্রীতির নেপথ্য অনুপ্রেরণায় আছেন তার বাবা সোধন মিয়া,মা জান্নাতুল ফেরদৌস ও তার বড় ভাই মোবতাসিন লাবিব।

বাংলাদেশের ফুটবল জগতের ফাদার সংগঠন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সম্প্রতি সুইডেনের IFK Uppsala টীমের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এই মারজুক নাসিফ কে আগামী ২৮,২৯,ও ৩০ জুন ২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশে অনুষ্ঠেয় "প্লেয়ার ট্রায়ালস শিডিউল " এ অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছে। এই আমন্ত্রণপত্র পেয়েই নাসিফ ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে চায়না এয়ার ওয়েজের বিমানে সুইডেন থেকে ঢাকার দিকে যাত্রা শুরু করেছেন। আমাদের দেশের ছেলে দেশের মাটিতেই আসছেন বিদেশী টীমের খেলোয়াড় হয়ে, বিষয়টা আমাদের কিশোরগঞ্জবাসীর জন্য খুবই গর্বের। পক্ষান্তরে একজন প্রত্যয়দীপ্ত চৌকস খেলোয়াড়ের প্রতি আমাদের পূর্বের উদাসীনতা ও পৃষ্ঠপোষকতার কিছুটা শৈথিল্যের চিত্রও দৃশ্যমান হয়েছে। নাসিফ যখন বাংলাদেশে ছিল তখন ছিল নতুন কুঁড়ি,এখন বিকশিত হয়ে পূর্ণাঙ্গ ফুলে পরিণত হবার পথে। নাসিফের মত শত ফুল ফুটে উঠুক প্রসন্ন সূর্যের আলোয়। ওরা অনাদর উদাসীনতার কবলে পড়ে যেন হারিয়ে না যায়। প্রশিক্ষিত মারজুক নাসিফের মত বাংলাদেশের সোনার ছেলেরাই হয়তো একদিন ফুটবলের সর্বোচ্চ আসরের বিশ্বকাপ ছিনিয়ে আনবে। নাসিফের জন্য রইল নিরন্তর শুভ কামনা। সেইসাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কে জানাই আন্তরিক ধন্যবাদ নাসিফের মত অমিত সম্ভাবনাময় খেলোয়াড়কে খুঁজে বের করবার জন্য।

ছবি ও লেখা : হারুন আল রশিদ

প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান, ঈদের জামাত সকাল ৯টায়
04/06/2025

প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান, ঈদের জামাত সকাল ৯টায়

নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।(১৫/১০/২০১৯ এবং ২৬/০৭/২০২২ তারিখের সার্কুলারে আবেদনকারীদের পুনরায় আবে...
03/06/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।
(১৫/১০/২০১৯ এবং ২৬/০৭/২০২২ তারিখের সার্কুলারে আবেদনকারীদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই)

Address

হাসপাতাল রোড, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।
Kishoreganj
2310

Alerts

Be the first to know and let us send you an email when করিমগঞ্জের তাজা খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to করিমগঞ্জের তাজা খবর:

Share