করিমগঞ্জের তাজা খবর

করিমগঞ্জের তাজা খবর স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক খবরের জন্য।

আগামীকাল......!
22/10/2025

আগামীকাল......!

করিমগঞ্জ বাজারে যানজট নিরসনে দ্বিতীয় দফায় রাস্তা দখলমুক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাক...
21/10/2025

করিমগঞ্জ বাজারে যানজট নিরসনে দ্বিতীয় দফায় রাস্তা দখলমুক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নিরবচ্ছিন্ন শৃঙ্খলা ও স্বস্তিময় চলাচলের জন্য সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন সহকারী কমিশনার (ভূমি), করিমগঞ্জ ।

20/10/2025

কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে কাজ করছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। ফুটপাত দখলমুক্ত ও রাস্তায় অবৈধভাবে পার্কিং বিষয়ে সর্তকতা মূলক দিকনির্দেশনা প্রদান করছেন।

আসুন সবাই নিজ নিজ ভূমি কর পরিশোধ করি, অন্যকে পরিশোধে উৎসাহিত করি.....!
20/10/2025

আসুন সবাই নিজ নিজ ভূমি কর পরিশোধ করি, অন্যকে পরিশোধে উৎসাহিত করি.....!

করিমগঞ্জে শুরু হতে যাচ্ছে ০৩ দিনব্যাপী প্রফেশনাল কেক মেকিং কোর্সের মাস্টারক্লাস অথেনটিক রেসিপিতে প্রফেশনালি নিজের স্কিল ...
20/10/2025

করিমগঞ্জে শুরু হতে যাচ্ছে ০৩ দিনব্যাপী প্রফেশনাল কেক মেকিং কোর্সের মাস্টারক্লাস
অথেনটিক রেসিপিতে প্রফেশনালি নিজের স্কিল আপডেট করতে আজই জয়েন করুন আমাদের কোর্সে।

📍এই কোর্সটিতে সম্পূর্ণ হাতে-কলমে প্রশিক্ষণ করানো হবে, যেখানে থাকছে:

✅প্রফেশনাল ডেকোরেশনের সকল টেকনিক

✅লিখিত রেসিপি সিট

✅সিক্রেট টিপস ও ট্রিকস

আপনি শিখবেন:
✔️ প্রিমিয়াম ভ্যানিলা, চকলেট, অরেঞ্জ ও লেমন ফ্লেভারের কেক
✔️ কাপকেক, জার কেক ও পাউন্ড কেক
✔️ পারফেক্ট হুইপড ক্রীম ডেকোরেশন, ক্রাম্ব কোটিং ও ফ্লাওয়ার মেকিং
✔️ কেক প্রাইসিং, প্যাকেজিং ও সরঞ্জাম গাইড

[ কোর্স স্পেশালিটি ] ৩য় দিন – বাসা থেকে কেক বানিয়ে ক্লাসে হাতে-কলমে সাজানোর প্র্যাকটিসের সুযোগ

Course Details:
📍 Location: করিমগঞ্জ_থানা_রোড, কিশোরগঞ্জ
🗓️ Duration: ৩ দিন (প্রতিদিন ৩–৪ ঘন্টা)
👩‍🍳 Hands-on Cake Baking & Decoration
💰 Course Fee: 1***/- (স্টার্টিং অফার ডিসকাউন্টে)

Registration Process:
বিকাশে 510/- পাঠিয়ে ইনবক্সে কনফার্ম করুন (বাকি টাকা ক্লাসের প্রথম দিনে পরিশোধ করবেন)।
Bkash: 01600-460613

📞 বিস্তারিত জানতে কল করুন: +8801600460613

✅সীমিত সিট (মাত্র ৫ জন)!
[বুকড = ২জন]

এখনই জয়েন করে হয়ে উঠুন একজন প্রফেশনাল Cake Baking Expert

মাত্র ৩টি ক্লাসে শিখে ফেলুন পারফেক্ট কেক বানানোর সব টেকনিক।
আমাদের কোর্স করে স্বল্প পুঁজিতে আপনিও হতে পারেন সফল উদ্যোক্তা।

বি: দ্র : - ক্লাস শুরু এই মাসের ২৫ তারিখের মধ্যে

পেজে এর লিংক কমেন্ট বক্সে দেওয়া হলো

19/10/2025
19/10/2025

চলছে কুষ্টিয়ার লালন আখড়ায় তিনদিন ব্যাপী পাগলদের গা/ঞ্জা মেলা।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী তাজ হোটেল এন্ড রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা, সেই সাথে কিশোরগঞ্জের আরো তিনটি প্রতিষ্ঠানকে সিপ...
19/10/2025

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী তাজ হোটেল এন্ড রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা, সেই সাথে কিশোরগঞ্জের আরো তিনটি প্রতিষ্ঠানকে সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কিশোরগঞ্জ কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে হোটেল তাজ সহ মোট ০৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়।

19/10/2025

আমরা আমাদেরকে সেভ করে ফেলসি বস, যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের লেলিহান শিখা ঠিক তখনি তার হাতে থাকা ডিভাইস দিয়ে এই বার্তা কাকে দিচ্ছেন? অবশ্যই এটা তদন্তের দাবী রাখে।

করিমগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতির প্রতিবাদের পর, অবশেষে করিমগঞ্জ বাজারে রাস্তা থেকে ঝুকিপূর্ণ পুরাতন বিদ্যুৎ এর খুটি গু...
18/10/2025

করিমগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতির প্রতিবাদের পর, অবশেষে করিমগঞ্জ বাজারে রাস্তা থেকে ঝুকিপূর্ণ পুরাতন বিদ্যুৎ এর খুটি গুলো সড়িয়ে নেওয়া কাজ শুরু হলো।

18/10/2025

করিমগঞ্জে ডা. এরশাদ আহসান সোহেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত-

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের সম্ভাব্য প্রার্থী ডা. মো. এরশাদ আহসান সোহেল।

দিনব্যাপি এ ক্যাম্পে বিভিন্ন রোগের প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্পে ডা. এরশাদ আহসান সোহেলসহ ১০ জন চিকিৎসক ও ২০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী সেবা প্রদান করেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. খন্দকার মুস্তাকীম আহমেদ, ডা. সাদিয়া মেহজাবিন সামান্তা, ডা. মো. তাহমিদুল ইসলাম রাফি, ডা. মো. শফিকুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এরশাদ আহসান সোহেল বলেন,
‘বিএনপির ঘোষিত ৩১ দফার ২৬ নম্বর দফায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি রয়েছে, তারই অংশ হিসেবে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক পারভেজ আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষ সহজে চিকিৎসা সেবা পেতে পারে।

সম্পর্ক বদলে গেলো একটি পলকে, কে যে আপন কে যে পর হলোরে।
18/10/2025

সম্পর্ক বদলে গেলো একটি পলকে, কে যে আপন কে যে পর হলোরে।

Address

হাসপাতাল রোড, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।
Kishoreganj
2310

Alerts

Be the first to know and let us send you an email when করিমগঞ্জের তাজা খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to করিমগঞ্জের তাজা খবর:

Share