করিমগঞ্জের তাজা খবর

করিমগঞ্জের তাজা খবর স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক খবরের জন্য।

করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে গুজাদিয়া আবদুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ...
22/09/2025

করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে গুজাদিয়া আবদুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবদুল হামিদ ফকির ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৬২ভোট।

বিঃদ্রঃ সমিতির ইতিহাসে এই প্রথম ২৯০ ভোটের মধ্যে ২৯০ ভোটই কাস্ট হয়েছে।

২২ কোটির চুক্তি, আসিফ নজরুলের তদবির: চট্টগ্রামের ডিসি নিয়োগে পদ হারালেন সচিবদেশের বাণিজ্যিক রাজধানী ও অন্যতম গুরুত্বপূর্...
22/09/2025

২২ কোটির চুক্তি, আসিফ নজরুলের তদবির: চট্টগ্রামের ডিসি নিয়োগে পদ হারালেন সচিব
দেশের বাণিজ্যিক রাজধানী ও অন্যতম গুরুত্বপূর্ণ জেলা চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগকে কেন্দ্র করে জনপ্রশাসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। নওগাঁর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে এই লোভনীয় পদে বদলি করা হলেও এর নেপথ্যে রয়েছে ২২ কোটি টাকার লেনদেন, ক্ষমতার অপব্যবহার এবং প্রভাবশালী মহলের তদবিরের মতো বিস্ফোরক অভিযোগ। এই ঘটনার জের ধরে এরই মধ্যে পদ হারাতে হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে।

অনুসন্ধানে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলায় বদলির পেছনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সরাসরি তদবির ছিল। অনুসন্ধানে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, এই নিয়োগ চূড়ান্ত করতে মোট ২২ কোটি টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, যোগদানের আগেই নগদ ৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি ১৬ কোটি টাকা মোহাম্মদ আব্দুল আউয়াল চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন খাত থেকে 'আয়' করে পরিশোধ করবেন বলে সমঝোতা হয়েছে।

সূত্রটি আরও দাবি করে, পরিশোধিত নগদ ৬ কোটি টাকার মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজে নিয়েছেন ৪ কোটি টাকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে দেওয়া হয়েছে ২ কোটি টাকা।

চট্টগ্রামের জেলা প্রশাসক পদের জন্য আসিফ মাহমুদ এবং তালাত মাহমুদেরও নিজস্ব প্রার্থী ছিল বলে জানা গেছে। কিন্তু তাদের প্রভাব ও তদবিরকে অগ্রাহ্য করে উপদেষ্টা আসিফ নজরুলের প্রার্থী মোহাম্মদ আব্দুল আউয়ালের নিয়োগ চূড়ান্ত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে আসিফ মাহমুদ সরাসরি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে আর্থিক লেনদেন ও অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগ করেন।

এই নালিশের পর গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে নাটকীয় পরিবর্তন আনা হয়। সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে, যা প্রশাসনে একটি 'ডিমোশন পোস্ট' বা কম গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত। এই আকস্মিক বদলিকে প্রশাসনে চলমান ক্ষমতার দ্বন্দ্ব এবং ডিসি নিয়োগে দুর্নীতির ফল হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে ডিসি নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে জেলা প্রশাসক নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছিল। এ বিষয়ে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা 'দৈনিক কালবেলা' একটি বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল, যা তখন প্রশাসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই প্রতিবেদনের পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হলেও এবার আর শেষরক্ষা হলো না।

একটি জেলার শীর্ষ পদে নিয়োগ নিয়ে এমন নজিরবিহীন আর্থিক লেনদেন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রশাসনের সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সুশাসন ও স্বচ্ছতা যখন সবচেয়ে বেশি প্রত্যাশিত, তখন এমন একটি ঘটনা সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এই ঘটনার একটি নিরপেক্ষ ও গভীর তদন্তের দাবি তুলেছেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। তারা মনে করছেন, এই দুর্নীতির শিকড় আরও গভীরে এবং এর সঙ্গে জড়িত সব রাঘববোয়ালকে আইনের আওতায় আনা না গেলে প্রশাসনে স্বচ্ছতা ফেরানো সম্ভব হবে না।

সদ্য গঠিত জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার কমিটিতে আলিমুল হককে মূখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।
21/09/2025

সদ্য গঠিত জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার কমিটিতে আলিমুল হককে মূখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘ প্রতিক্ষার পর কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল এর ফলাফল ঘোষণা করা হলো, সভাপতি পদে ১৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শর...
20/09/2025

দীর্ঘ প্রতিক্ষার পর কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল এর ফলাফল ঘোষণা করা হলো, সভাপতি পদে ১৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শরিফুল আলম, এবং ১১৫৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম।

20/09/2025

এই কয়টা ভোট যদি রাত ৩ টায় গননা শেষ করতে না পারে তাইলে কেমনে কি

20/09/2025

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভোট কারচুপি ও ব্যালট ভর্তি বাক্স সরিয়ে ফেলার অভিযোগ

20/09/2025

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভোট কারচুপির অভিযোগ। ব্যালট ভর্তি তিনটি বক্স সরিয়ে ফেলার অভিযোগ।

20/09/2025

পাখির চোখে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন -২০২৫

19/09/2025

করিমগঞ্জের পলিটেকনিক এর কাছ থেকে অপহরণের চার দিন পর যুবক উদ্ধার, পরিবারের অভিযোগ রাকিব আখুঞ্জি নামের করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নেতা অপহরণের সাথে জড়িতদের বাচানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পরিবারের অভিযোগ থেকে জানা যায়
অনলাইনে প্রতারণামূলক কবিরাজি ব্যবসার প্রমাণ হাতে পাওয়ার জেরে গত গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং -এ মোঃ রাইহান (৩০), পিতা : মৃত আব্দুল করিম কে রাত আনুমানিক ১১:৩০ মিনিটে করিমগঞ্জের জাফরাবাদে অবস্থিত কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর পাশে থেকে অপহরণ করা হয়।

অবশেষে ৪ দিন পর গতকাল ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইং আনুমানিক রাত ১০ টায় তাড়াইল থানা আওতাধীন স্থানীয় একটি বাজারের পাশে হাত/পা বেধে (৩/৪) জন মিলে ছেলেটিকে বেধড়ক মারধর করছিল। ভিকটিম এর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে।
এসময় দুর্বিত্তরা পালিয়ে যায়। র্পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার প্রদান এবং ভিকটিমের পরিবারকে অবগত করেন স্থানীয়রা।
পরিবারের অভিযোগ উদ্ধারের পর হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
জড়িতদের প্রটেক্টর এবং মুল হুতা হিসেবে উঠে এসেছে করিমগঞ্জ উপজেলা শাখা ছাত্রদল নেতা মোঃ রাকিব আকুঞ্জী (৩২), পিতা - সমু আকুঞ্জীর নাম। তিনি আসামি (মইন এবং অপু র বড় ভাই।
পোঃ -কাদিরজঙ্গল / গ্রাম:- ইসলামপাড়া।

ভুয়া অনলাইন কবিরাজি ব্যবসার তথ্য হাতে পেয়ে যাবার কারণে তাকে অপহরণ করে নির্যাতন চালানো হয়। এ ঘটনায় ভিকটিম তিনজনের নাম উল্লেখ করেছেন।

অভিযুক্তরা হলেন —
১. সাজিদ বিন (৩০), পিতা — -------
২. মইন আকুঞ্জী (২৬), পিতা — সমু আকুঞ্জী
৩. অপু আকুঞ্জী (২৫), পিতা — প্রদীপ আকুঞ্জী

অভিযোগ উঠেছে এই ঘটনায় এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও আতঙ্ক বিরাজ করছে।
মো: সোহাগ শেখ এর ফেসবুক থেকে নিলাম।

19/09/2025

পি আর পদ্ধতিতে নির্বাচন হলে কি হবে দেখুন

করিমগঞ্জের সাবেক ইউএনও আবুল কাশেম শাহীন আর নেইআবুল কাশেম মুহাম্মদ শাহীন বৃহস্পতিবার দুপুরের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ...
19/09/2025

করিমগঞ্জের সাবেক ইউএনও আবুল কাশেম শাহীন আর নেই
আবুল কাশেম মুহাম্মদ শাহীন বৃহস্পতিবার দুপুরের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আবুল কাশেম মুহাম্মদ শাহীন এক সময় করিমগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে ছিলেন।
তারপর টাঙ্গাইলের ঘাটাইল বদলি হলে করিমগঞ্জের বেশ কয়েকজন সাংস্কৃতিক কর্মী ও সুধীজনকে নিমন্ত্রণ করেন। তার হৃদ্যতাপূর্ণ আতিথ্য গ্রহণের পর সকলেই ভূয়সী প্রশংসা করেছিলেন। ঘাটাইল থেকে তাকে ধর্ম মন্ত্রণালয়ে বদলি করা হলে তিনি উপ-সচিব হিসেবে হজ্জ অনু বিভাগের দায়িত্বে ছিলেন। এরপর ঘটা করে টাঙ্গাইলের এক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শিশু কিশোরদের সাথে ছিল দারুণ সখ্যতা। বিশেষ করে যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের সাথে ছিল তার গলায় গলায় ভাব। কবিতা আবৃত্তি, গান, অভিনয় কোনটাই বাদ দিতেন না। ধর্ম মন্ত্রণালয়ে বদলি হবার পর থেকে সুফি ধারার গান ও কাওয়ালী গাইতেন প্রায়শই। কোন মানুষ ভুল ত্রুটির উর্ধ্বে নয়।জুলাই অভ্যুত্থানের পর তাকে ওএসডি করা হয়। পূর্বের কিছু কাজের বিষয়ে তদন্ত চলছিল। করিমগঞ্জেও তার কিছু কাজের বিষয়ে তদন্ত করে বিভিন্ন সরকারি সংস্থা। গত মার্চ মাসে ডিসি ফিটলিস্টে বাদ পড়ার পর থেকে সর্বোপরি প্রাণচঞ্চল মানুষটি ট্রমায় ভুগছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিরব হয়ে পড়েন।

শিক্ষাজীবনে তিনি অত্যান্ত মেধাবী ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে বি.এস.এস (অর্নাস) এম.এস.এস ডিগ্রি অর্জন করেন। ২৮তম বিসিএসে সহকারী সচিব হিসেবে তিনি কাজে যোগদান করেন। এরপর চাকুরিরত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে এম.এস.এস ডিগ্রি অর্জন করেন। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডেভেলপমেন্ট বিষয়ে এম.এস.এস ডিগ্রি অর্জন করার পর আবারও শান্তি, সংঘর্ষ ও মানবাধিকার বিষয়ে মাস্টার্স ডিগ্রী কোর্সে অধ্যয়ণরত অবস্থায় মৃত্যুবরণ করেন। চাকরি জীবনে তিনি একজন চৌকস প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন।

19/09/2025

Address

হাসপাতাল রোড, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।
Kishoreganj
2310

Alerts

Be the first to know and let us send you an email when করিমগঞ্জের তাজা খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to করিমগঞ্জের তাজা খবর:

Share