Amar Bangladesh Digital

Amar Bangladesh Digital কিশোরগঞ্জ জেলা থেকে প্রকাশিত দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার মাল্টিমিডিয়া।

03/06/2025
28/05/2025

কিশোরগঞ্জের কটিয়াদীতে গরু চুরির প্রতিবাদ করায় লাল মিয়া ও সুরুজ মিয়া গং কর্তৃক বিধবা নারী ও স্বজনদের উপর হামলা-ভাঙচুর ও বাড়িতে লুটপাটের প্রতিবাদে এবং নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন।

বিস্তারিত___: কিশোরগঞ্জের কটিয়াদীতে গরু চুরির প্রতিবাদ করায় এক বিধবা নারীসহ তার তার স্বজনদের মারধোর, বাড়িঘরে ভাঙচূর ও লুঠপাট করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নারী ফরিদা খাতুন (৪৩) আজ বুধবার দুপুরে তার বাবার বাড়ি কটিয়াদীর সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় সংবাদ সম্মেলন করেছেন। এসময় সংবাদ সম্মেলনে ফরিদা ছাড়াও ঘটনায় আহত তার চার ভাই মো. হানিফ মিয়া (৪২), শরীফ মিয়া (৪০), বিল্লাল মিয়া (৩৮), নাসিম মিয়া (৩৭) ও ভাতিজা সোহেল মিয়া (২৫) উপস্থিত ছিলেন।

এর আগে ১৬ মে (শুক্রবার) দুপুরে ফরিদা খাতুনের স্বামীর বাড়ি কটিয়াদীর সহশ্রাম ধলদিয়ার রায়খলা এলাকায় হামলার ঘটনা ঘটে। ঘটনায় আহত নারী ফরিদা খাতুন বাদী হয়ে ২৬ মে (সোমবার) কটিয়াদী থানায় একই এলাকার লাল মিয়ার ছেলে শাকিব (২০), মৃত আব্দুল হাসিমের ছেলে সুরুজ মিয়া (৪৫) ও তার ভাই লাল মিয়া (৪২)সহ সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে ফরিদা খাতুন অভিযোগ করে বলেন, প্রায় পাঁচ বছর আগে তার স্বামী মারা যান। এরপর থেকে তিনি ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্ট আর সংগ্রাম করে সংসার চালিয়ে আসছেন। গত ১৫ মে বৃহস্পতিবার রাতে তার একটা দেড় লাখ টাকা মূ্ল্যের গরু শাকিবসহ কয়েকজন চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় গরুর শব্দে বিষয়টি আমি টের পেয়ে ঘুম থেকে উঠে বাইরে গেলে চুরেরা আমার হাতে চাকু মেরে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। বিষয়টি আমার ভাইদের জানালে পরদিন ১৬ মে শুক্রবার আমার বাড়িতে গিয়ে তার এ বিষয়ে জিজ্ঞেস করলে শাকিবসহ তাদের বাপ-ভাইয়েরা আমাদের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হানলাকারীরা শুধু আমাদের মারধোর করেনি। তারা আমার বাড়িঘর ভাঙচূর করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এখন আমি আমার স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়িতে এসে আশ্রয় নিয়েছি। এ ঘটনায় মামলা করায় তারা আমাকেসহ পরিবারের সদস্যদের মেরে ফেলার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে। ঘটনায় আমি খুবই আতঙ্ক ও দুঃশ্চিন্তায় আছি। আমি এখন জীবনের নিরাপত্তা চাই।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ মে রাত পৌনে ১টার দিকে ফরিদার গরুর ঘরে হঠাৎ শব্দ পেয়ে ফরিদা ঘুম থেকে উঠে দেখেন তার গরুটি প্রতিবেশি শাকিবসহ সহযোগীরা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফরিদা এসময় বাঁধা দিলে দুর্বৃত্তরা ফরিদার বাম হাতের কঞ্জির ওপরের অংশে আঘাত করে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় ফরিদার ডাক চিৎকারে অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে আহত ফরিদার ভাই ভাতিজারা এ খবর শুনতে পেয়ে পরদিন শুক্রবার শাকিবকে জিজ্ঞেস করতে গেলে তাদেরকে উল্টো অকথ্যভাষায় গালিগালাজ করে এবং তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এসময় দা ও রড দিয়ে তাদের এলোপাতারি কোপানোসহ বেদম প্রহার করা হয়। এতে ফরিদাসহ তার অন্তত ছয় থেকে সাতজন স্বজন আহত হন। পরে আসামিরা ফরিদার বসত ঘরের দরজা জানালাসহ ঘর ভাঙচুর করে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং ঘরে আলমারিতে রাখা প্রায় দুই লাখ টাকা মূল্যের দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, ৭৫ হাজার টাকা মূল্যের আট আনা ওজনের এক জোড়া কানের দুলসহ আরো নগদ চল্লিশ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং এ বিষয়ে যদি কোনো বাড়াবাড়ি করে বা মামলা করে তাহলে ফরিদা ও তার স্কুল পড়ুয়া ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।

এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মামলার তদন্ত করতে আমি ঘটনাস্থলে গিয়েছি। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে এ বিষয়ে অপর পক্ষ থেকেও মঙ্গলবার রাতেও আরেকটি কাউন্টার মামলা হয়েছে।

18/05/2025

জাতীয় ক্রিকেটে ইতিহাস গড়া কিশোরগঞ্জ দলকে সংবর্ধনা দিলো জেলা প্রশাসন। রিপোর্ট: MD Monir Hussain

23/03/2025

করিমগঞ্জে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির আলোচনা সভা ও ইফতার মাহফিল।

কিশোরগঞ্জে বিসিকের উদ্যোগে পাঁচ দিনব্যাপী স্বল্পমেয়াদি প্রশিক্ষণ
24/02/2025

কিশোরগঞ্জে বিসিকের উদ্যোগে পাঁচ দিনব্যাপী স্বল্পমেয়াদি প্রশিক্ষণ

বিস্তারিত কমেন্টে ⤵️⤵️
15/02/2025

বিস্তারিত কমেন্টে ⤵️⤵️

দীর্ঘদির পর দেশে ফিরলেন সুইডেন প্রবাসী বিএনপি নেতা কাকন, কটিয়াদিতে বিপুল সংবর্ধনা ও সমাবেশে। বিস্তারিত কমেন্টে ⤵️
09/02/2025

দীর্ঘদির পর দেশে ফিরলেন সুইডেন প্রবাসী বিএনপি নেতা কাকন, কটিয়াদিতে বিপুল সংবর্ধনা ও সমাবেশে। বিস্তারিত কমেন্টে ⤵️

কিশোরগঞ্জে মাসব্যাপী মশক নিধন ও নরসুন্দা নদী পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন। বিস্তারিত কমেন্টে
06/02/2025

কিশোরগঞ্জে মাসব্যাপী মশক নিধন ও নরসুন্দা নদী পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন। বিস্তারিত কমেন্টে

পাকুন্দিয়ায় নুরুল ইসলাম-নুরজাহান আর্ত মানবতা ফাউন্ডেশনের কম্বল বিতরণ
03/02/2025

পাকুন্দিয়ায় নুরুল ইসলাম-নুরজাহান আর্ত মানবতা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নানান আয়োজনে নেত্রকোণায় তারুণ্যের উৎসব-২০২৫ পালন
01/02/2025

নানান আয়োজনে নেত্রকোণায় তারুণ্যের উৎসব-২০২৫ পালন

ইসলাম ধর্ম গ্রহন করেছেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। #দেবচৌধুরী
31/01/2025

ইসলাম ধর্ম গ্রহন করেছেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী।

#দেবচৌধুরী

কটিয়াদি সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
31/01/2025

কটিয়াদি সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Address

প্যাকেজ কম্পিউটার, ৭৩, রথখলা, কিশোরগঞ্জ।
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when Amar Bangladesh Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share