Tanim Ahmed Saimon

Tanim Ahmed Saimon Greetings, I’m Tanim Ahmed. I’m a student living in Bangladesh. I am a fan of photography, desig

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Abul Badsha, মোঃ রবিউল ইসলাম
13/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Abul Badsha, মোঃ রবিউল ইসলাম

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
19/01/2025

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

দ্যা হভারিং শিপ! কি দেখে মনে হচ্ছে শূন্যে জাহাজ ভাসছে!অপটিকাল ইলিউশনের বেস্ট এক্সামপলগুলোর মধ্যে এটা হচ্ছে একটা। ডেভিড ম...
05/11/2024

দ্যা হভারিং শিপ!
কি দেখে মনে হচ্ছে শূন্যে জাহাজ ভাসছে!
অপটিকাল ইলিউশনের বেস্ট এক্সামপলগুলোর মধ্যে এটা হচ্ছে একটা। ডেভিড মরিস নামের একজন আলোকচিত্রগ্রাহক এই বিশেষ ছবিটি ক্যামেরাবন্দী করেন যুক্তরাজ্য কোস্টে। এমন দৃশ্য সাধারণত আর্কটিক এলাকায় সচরাচর দেখা গেলেও যুক্তরাজ্যে এটা বেশ রেয়ার।

Meteorology তথা আবহাওয়া-বিদ্যার সাহায্যে এর ব্যাখ্যা দেয়া যায়। এটা একটা বিশেষ ধরণের মরিচীকা। আমরা জানি আলো যখন কোন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। বিপরীতক্রমে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে অভিলম্বের দিকে সরে যায়। এখানে বাতাসের দুটো লেয়ার আছে। সী-লেভেলে ঠান্ডা বাতাস (Cold Air), আর তার ঠিক উপরেই আছে উষ্ণ বাতাস (Warm Air)। যেহেতু ঠান্ডা বাতাসের ঘনত্ব উষ্ণ বাতাসের চেয়ে বেশি এর প্রতিসরাঙ্কের মানও বেশি। এখন জাহাজ থেকে আসা আলোকরশ্মি ঠান্ডা বাতাসের মধ্যে দিয়ে পাস করার কারণে নিচের দিকে বেঁকে যায় এবং তীরে থাকা অবজার্ভারের কাছে গিয়ে পৌঁছে। অবজার্ভার ভাবে জাহাজ থেকে আলোকরশ্মি বোধহয় সরাসরি তার চোখে গিয়ে পড়েছে অর্থাৎ জাহাজটাকে সে সরাসরি দেখছে। একারণে সে দেখতে পায় জাহাজটা সমুদ্রপৃষ্ঠের উপর ভাসছে!
©

05/11/2024

ইমাম আহমাদ ইবনু হাম্বাল রহিমাহুল্লাহর ঘরে এক রাত্রে তার একজন ছাত্র রাত্রিযাপন করে। ঘুমোনোর আগে ইমাম আহমদ ইবনু হাম্বাল সেই ছাত্রের বিছানার পাশে পানির একটা পাত্র রেখে দেন যাতে করে শেষ রাত্রিতে উঠে ওই ছাত্র অজু করে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে। ফজর সালাতের সময়ে তার ঘরে এসে যখন ইমাম আহমাদ পাত্রের পানিকে আগের অবস্থাতে মজুদ দেখলেন, তিনি বিস্ময়-ভরা কণ্ঠে বলে উঠলেন—‘সুবহানাল্লাহ! ইলম অনুসন্ধানী কিন্তু রাত্রে তাহাজ্জুদ পড়ে না!’

( ‘হায়াতের দিন ফুরোলে’ বই থেকে নেওয়া।)

05/11/2024

ধর্মের দিকে ঝুঁকে থাকা বা ঝুঁকতে চাওয়া মুসলমান মাত্রই যে ‘অপরাধী’, ‘অবাঞ্চিত’, ‘অস্পৃশ্য’ এবং তার যে স্বাধীনভাবে কথা বলার, বেঁচে থাকার, ধর্ম পালনের স্বাধীনতাটুকুও থাকতে নেই, সেই বিষয়টা বার বার আমাদের সামনে এসে হাজির হয়।

মুসলমান বটতলায় কুরআন পাঠের আয়োজন করতে পারবে না। মুসলমান ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন করতে পারবে না। মুসলমানের ছেলে নিজের সেহরিতে গরু খেতে পারবে না। মুসলমানের ছেলে রামাদান বিষয়ক সেমিনার করতে পারবে না। সে বৃষ্টির জন্য সালাত আদায়ের অনুমতি পাবে না। মুসলমানের বেটি হিজাব পরে ক্লাশে আসলে শিক্ষক আর শিক্ষিকার হাতে লাঞ্চিত হবে।

শুধু তা-ই নয়, মুসলমান যদি কোনোভাবে জাতীয় পর্যায়ের ‘তারকা’ বনে যায় এবং তারপর ধর্মের পথে খানিকটা ঝুঁকতে শুরু করে, তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না।

মুশফিকুর রহিম এইখানে কুরবানির গরু জবাইয়ের ছবি ফেইসবুকে দিতে পারবে না, আমাদের সুশীল সমাজ রৈ রৈ করে তেড়ে আসবে। নায়িকা শাবানা মাথায় হিজাব দিতে পারবে না, তাতে এই দেশের সংস্কৃতিমনাদের মান ইজ্জত চলে যাবে। কোনো উঠতি নায়িকা অভিনয় ছেড়ে ধর্মের পথে ফিরতে পারবে না, এতে করে সে পশ্চাদপদ হয়ে যায়। বুয়েটে পড়া ছেলে ধর্মকর্ম করতে পারবে না। ধর্মকর্ম করা মানেই সে উজবুক, গোঁড়া আর ধর্মান্ধ।

এখানে মুসলমান মাত্রই যেন ঊনমানুষ।

©আরিফ আজাদ

‘লোকদের যেসব কাজ করতে দেখলে অপছন্দ করবে, একাকী অবস্থায় তুমি নিজে সেই কাজে ডুবে যেও না’।— মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়...
05/11/2024

‘লোকদের যেসব কাজ করতে দেখলে অপছন্দ করবে, একাকী অবস্থায় তুমি নিজে সেই কাজে ডুবে যেও না’।

— মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম। সিলসিলাহ আহাদিস সহীহাহ, ৩/৪৩

04/11/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when Tanim Ahmed Saimon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanim Ahmed Saimon:

Share