07/09/2025
আজকের রাত ও করণীয়
আজকের রাত একটি বিশেষ রাত—ব্লাড মুন বা চন্দ্রগ্রহণ।
ইতিহাস ও অভিজ্ঞতা বলে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, আমাবস্যা বা বিশেষ রাতগুলোকে ঘিরে সমাজে নানা কুসংস্কার প্রচলিত থাকে। অনেকেই এ সময়কে ভিত্তি করে জ্বীন, যাদু ও শয়তানি কার্যক্রম বাড়িয়ে দেয়।
কারও পুরনো যাদু নবায়ন হয়, কেউ নতুন যাদুচর্চায় যুক্ত হয়, আবার কেউ শয়তানকে খুশি করতে বলিদান পর্যন্ত দিয়ে থাকে। ইহুদি ও বহু যাদুকর এ সময়কে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে। এজন্য অনেক আক্রান্ত রোগীও এ সময় বাড়তি সমস্যার সম্মুখীন হতে পারে।
✅ আমাদের করণীয়
নিজে নিজে সেল্ফ রুকইয়াহ করা।
বড়ই পাতার পানি দিয়ে গোসল করা।
রুকইয়াহ করা পানি পান করা।
ব্যথার স্থানে অলিভ অয়েল (যয়তুন তেল) মেসাজ করা।
আজুয়া খেজুর খাওয়া।
রুকইয়াহ করা পানি দিয়ে বাড়ির চারপাশে ছিটানো।
উচ্চস্বরে সূরা বাকারাহ তিলাওয়াত করা।
ঘরে ও আশেপাশে উচ্চস্বরে আজান দেওয়া।
প্রয়োজনে অভিজ্ঞ রাকির পরামর্শ নেওয়া।
বেশি বেশি ইস্তিগফার ও দোয়া করা।
সালাতুল কুসুফ (চন্দ্রগ্রহণের নামাজ) আদায় করা।
মনকে শক্ত রাখা, ভয় না পাওয়া।
সহীহ হাদিস থেকে শিক্ষা
আবূ মাসউদ (রাঃ) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“সূর্য ও চন্দ্র কারো মৃত্যুর কারণে গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনের দুটি নিদর্শন। যখন তোমরা এগুলো দেখতে পাও, তখন দাঁড়িয়ে সালাত আদায় করো।”
(সহীহ বুখারী)