
18/07/2025
বাঙালি ইতিহাস ভুলে গেছে!
নির্বাচনী প্রচারণায় জিয়াউর রহমান গিয়েছিলেন গোপালগঞ্জে। কিন্তু গোপালগঞ্জ তাঁকে স্বাগত জানায়নি। স্থানীয় জনগণের তীব্র প্রতিক্রিয়া ও প্রতিরোধে মুখোমুখি হন তিনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাৎক্ষণিকভাবে খুলনায় সরিয়ে নেওয়া হয়।
তারপর এসেছিলেন আরেক সামরিক শাসক এইচ. এম. এরশাদ। পুরো রাষ্ট্রযন্ত্র এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও তিনি গোপালগঞ্জে ঢোকার সাহস পাননি।
আজ হাসনাত আব্দুল্লাহ গেলেন, মাইক হাতে নিয়ে উচ্চস্বরে স্লোগান দিলেন—"মুজিবাদ মুর্দাবাদ!"তাদের উপর হা-মলা হলো, কিন্তু পালালেন না—লাঠি হাতে প্রতিরোধ গড়ে তুললেন।
গোপালগঞ্জ দেখলো একজন সাহসী যুবক, আর বাংলাদেশ দেখেছে—ভয় কীভাবে জয় করতে হয়!