29/08/2025
মেলা দিন হইলো তোমারে দেখি না,
পরীক্ষার চাপে তুমি হয়তো আমাদের থেকে দূরে, তাই
আইজ্জ মনে বড় আক্ষেপ নিয়ে বসে ছিলাম এই ভেবে যে আইজ্জ তো শুক্রবার তুমি হয়-তো- বা আসবা, সারাদিন অপেক্ষায় কাটলো, তোমার দেখা মিললো না, যখনি তোমার অভাব ফিল করি তখনি আমি চুপ হয়ে যায়, আর মা বলে তোর দি সাড়াশব্দ পাই না, কোনো নাড়াচাড়া ও নাই,
তহন যদি কই মা মাসনেরে (মাসলিন) ছাড়া ভাল্লাগে না আমার, ওরে কউ বাড়িতে আয়া পরতো, বাড়ি থেকে গিয়ে পরীক্ষা দিবো নে, তখন মা বলে সারাজীবন কি তোরা একসাথে ওই থাকবি না কি? ওরে যদি বিয়ে দিয়ে দেয় তা হলে ওই তো ও তোর থেকে দূরে চলে যাইবো " তখন দেখবি
( গাঙ্গে গাঙ্গে দেখা হইবো -- কিন্তু বোনে বোনে দেখা হইবো না)
আসলে ওরে ছাড়া আমি কোনো দিন থাকি নাই তো তাই ওর অনুপস্থিতি আমারে খুব যন্ত্রণা দেয়,
মানুষের না কি বোনে বোনে অনেক ঝগড়া মারামারি হয়, তবে ওর সাথে আমার লাস্ট কবে,ঝগড়া মারামারি হয়েছে তা আমার মনে পরে নাহ্ "!
ওর মতো ভালো মনের মানুষ আমার জীবনে ২য় আমি পাই নাই কাউকে "!
তোমার জন্য অন্তরের অন্তস্তল থেকে অনেক অনেক দোয়া আপু, তুমি জীবনে অনেক সুখী হোও, অনেক বড় হোও, এই দোয়া'ই' করি মহান আল্লাহ কাছে "!"