16/10/2025
#জীবন গল্পের চেয়েও গল্পময়
জীবন— সে শুধু গল্প নয়,
গল্পেরও গভীরে থাকা এক অদ্ভুত উপাখ্যান।
কখনো সে হাসির আবরণে কান্না লুকায়,
কখনো কান্নার ভেতরেই জন্ম নেয় এক টুকরো আশার আলো।রূপকথার রাজপথে নয়,
বাস্তবের কাঁকর-পাথর ছাওয়া রাস্তায়ই
মানুষ নিজের মহাকাব্য লিখে যায়—
ঘামে, অশ্রুতে,পরাজয়ে, আবার উঠে দাঁড়ানোর জেদে।
এখানে প্রতিটা হাসির পেছনে ক্লান্তির দাগ,
প্রতিটা সাফল্যের পেছনে অপমানের ইতিহাস।
জীবন কাউকে ছাড় দেয় না—
শুধু শেখায়, কিভাবে তলিয়ে গিয়েও বেঁচে থাকতে হয়,
কিভাবে ভাঙা আয়নায়ও নিজের প্রতিচ্ছবি চিনতে হয়।
শেষমেশ বুঝি,
জীবনকে বোঝার চেয়ে
তাকে অনুভব করাই বড় শিল্প—
কারণ গল্প শেষ হয় এক জায়গায়,
কিন্তু জীবন?
সে প্রতিদিনই নতুন করে লিখে নিজের শেষ লাইন।