হোসেনপুর নিউজ

হোসেনপুর নিউজ সত্যের সন্ধানে,
ছাত্র/ছাত্রীদের নিয়ে।
(9)

27/09/2025

হোসেনপুরের যত গ্যাঞ্জাম মারামারি সবকিছু শুরু হতো হোসেনপুর ডিগ্রী কলেজ থেকে,যা বর্তমানে হোসেনপুর সরকারি ডিগ্রী কলেজ নামে পরিচিত।

কিন্তু ইদানিং যত গ্যাঞ্জাম মারামারি সৃষ্টি হচ্ছে সবকিছু হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজ থেকে।

হোসেনপুরের সুশীল সমাজ দয়া করে গ্রুপিং না করে যদি ওই দিকে একটু মনোযোগ দিতো তাহলে গ্যাঞ্জাম মারামারি কিছুটা কমানো যেত বলে মনে হয়।

হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের শিক্ষকরা যদি কন্ট্রোল করতে পারতো তাহলে গ্যাঞ্জাম মারামারি কিছুটা কমতো।

হোসেনপুর উপজেলা ২ নং সিদলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হালুয়াপাড়া গ্রামের তরুণ সংগঠন এর স্বেচ্ছাসেবী এবং গ্রামের কিছু গণ্...
26/09/2025

হোসেনপুর উপজেলা ২ নং সিদলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হালুয়াপাড়া গ্রামের তরুণ সংগঠন এর স্বেচ্ছাসেবী এবং গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি মিলে একটি মাদক বিরোধী অভিযান শুরু করে।

মাদক বিরোধী আলোচনা সভা ২০২৫ এর আলোকে কোন মাদক ব্যবসায়ী এবং কোন মাদকপণ্য বহনকারী যদি ধরা পড়ে তাহলে এলাকার পূর্বঘোষিত বিধি মোতাবেক তাদের শাস্তির আওতায় এনে তাদের কে পুলিশে হস্তান্তর এর সিদ্ধান্ত গৃহিত হয়েছে।এই অভিযান আগামীকাল রোজ শনিবার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলিবে।
সাবধান সাবধান সাবধান।

এই ব্যানার টি সামনে রেখে হোসেনপুর উপজেলার বিভিন্ন জায়গায় মাদক নির্মূলের মাইকিং করা হয়েছে আমি শুনেছি পিতলগঞ্জ বাজারে কারা কারা শুনতে পেরেছেন এবং কোন জায়গায় শুনেছেন কমেন্টে বলে যাবেন।

হোসেনপুর নিউজ
হোসেনপুর,কিশোরগঞ্জ।

আসসালামু আলাইকুম?সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল রোজ শনিবার সকাল ৮ঘটিকা হতে বিকাল৫ঘটিকা পর্যন্ত জরুরী রক্ষণা...
19/09/2025

আসসালামু আলাইকুম?
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল রোজ শনিবার সকাল ৮ঘটিকা হতে বিকাল৫ঘটিকা পর্যন্ত জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য কিশোরগঞ্জ গ্রিড হতে হোসেনপুর ৩৩ কেভি ফিডার বন্ধ থাকবে। উক্ত কারনে হোসেনপুর উপজেলার সকল এলাকায় বিদুৎ সরবারহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কতৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।

10/09/2025

মেধার পরিচয়।
গতকাল যারা উল্টাপাল্টা পোস্ট করেছিল তারা কখনো আপোষ করবে না, কিন্তু যারা নির্বাচন করেছে তারা ঠিকিই কাঁধে কাঁধ মিলিয়ে নিয়েছে।

04/09/2025

হোসেনপুর নিউজ
‎কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের ভিতরে বহিরাগত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দ্বীন ইসলামের নামের আইসিটি বিষয়ের একজন প্রভাষক।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজের সভাকক্ষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে ভোকেশনাল শাখার শিক্ষক মোবারক হোসেনের সাথে একই কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক দীন ইসলামের বাক বিতন্ডার এক পর্যায়ে সভা শেষ করে বাইরে বের হওয়ার সময় বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হন দীন ইসলাম। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রাক-নির্বাচনী পরীক্ষা বয়কট করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

‎একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা জানান,কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রভাষক দ্বীন ইসলামের উপর শারীরিকভাবে লাঞ্ছিত করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান। এ ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেন ওই কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। এ নিয়ে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব তৈরী হয়।

‎সরেজমিনে তথ্য সংগ্রহকালে হামলার শিকার দীন ইসলাম জানান,বৃহস্পতিবার দুপুরে শিক্ষকদের স্টাফ কাউন্সিলের মিটিং চলছিলো। মিটিং শেষ করে নিচে নামার সময় তার উপর হামলা করে একদল বহিরাগত সন্ত্রাসী। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান ও কারিগরী শাখার সহকারী শিক্ষক মোবারক হোসেনের পদত্যাগ দাবি করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে জরুরি প্রতিকার দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ইউএনও কাজী নাহিদ ইভা ,এসিল্যান্ড মোহসী মাসনাদ ও ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

‎এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান ও শিক্ষক মোবারক হোসেনের সাথে একাধিকবার মোটোফোনে যোগাযোগ করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

‎এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান,সুষ্ঠু তদন্তের স্বার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হানকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ও অধিকতর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
(কপি পোস্ট)

আজকের পাইকারি বাজার আপডেট তারাকান্দি সবজি বাজার পাকুন্দিয়া কিশোরগঞ্জ।৩ সেপ্টেম্বর বুধবার  ১/নতুন সিম৷ ১৬০- ১৭০- টাকা কেজ...
03/09/2025

আজকের পাইকারি বাজার আপডেট
তারাকান্দি সবজি বাজার
পাকুন্দিয়া কিশোরগঞ্জ।
৩ সেপ্টেম্বর বুধবার



১/নতুন সিম৷ ১৬০- ১৭০- টাকা কেজি
২/কাচা মরিচ -১১০-১৪০ কেজি কোয়ালিটি অনুযায়ী
৩/শুকনা মরিচ -১২০-১৬০-১৮০ টাকা
৪/বেগুন --৩০-৪০-৫০ কেজি কোয়ালিটি অনুযায়ী
৫/ কাকরুল লম্বা ---৪০-৪৫ টাকা
কাকরোল গোল --৩০-৩৫ -৩৭কেজি কোয়ালিটি অনুযায়ী
৬-বরবটি -লম্বা --৬০-৬৫
বরবটি খাট৪৫ -৫০-
৭/লতা-২০-২৫-৩০ টাকা কেজি
৮/ জিংগা -৪০-৪৫-৫০-কেজি কোয়ালিটি অনুযায়ী
৯ /করলা-৯০-১০০
১০-/ ছোট করলা--৭০-৮০-৮৫ কোয়ালিটি অনুযায়ী
১১/শশা -১২০০-১৪০০
১২/চিচিঙ্গা ৪০-৪৫-কেজি
১৫/আলু--৭০০-৮০০ মন
১৬/ডেরস--৫০-৫৫কোয়ালিটি অনুযায়ী
১৭/দুন্দল ২০- ২৫-৩০ -কোয়ালিটি অনুযায়ী
১৮/পানি লাউ -৪০-৪৫ -৫৫ সাইজ অনুযায়ী
১৯/পটল ---৫০-৫৫কেজি
২০/পান আলু -২৮-৩০কেজি
২১/পেপে৷ ১২-১৫-১৬
২২ -/কচু-৫০-৭০
২৩/মুলা শাক ১২০-১৫০ (২০ আটি)
২৪/লাল শাক -১৮০-২০০-(২০আটি)
২৫ /পাট শাক --১৩০-১৫০
২৬/পালং শাক -১৬০-১৭০ (২০ আটি)
২৭/পুইশাক --২০-২৫ আটি
২৮/ডাটা -২২০-৩০০ টাকা পন
২৯/আমড়া ১৮-২০- টাকা কেজি
৩০/জালি -৩০-৪০ পিচ
৩১/ টমেটো -১১০-১২০ কেজি
৩২/জাম্বুরা -১০-১২-১৫ পিচ
৩৩/লেবু -৩০-৩২ কেজি
৩৪/ধনিয়া পাতা -১৮০-২০০ কেজি

পোস্ট সংরক্ষিত :কৃষি দিবা নিশি।

02/09/2025

শেষেরটার জন্য অপেক্ষা করুন😁😑

বিস্তারিত কমেন্টে,
01/09/2025

বিস্তারিত কমেন্টে,

01/09/2025

স্নাতক ডিগ্রী অর্জন ছাড়া স্কুল কমিটিতে থাকতে পারবে না।
নতুন গেজেট প্রকাশ।

(ক) সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ৯ম গ্রেডের নিম্নে নহে এইরূপ কোনো কর্মকর্তা অথবা ৫ম গ্রেডের নিম্নে নহে এইরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা;

(খ) পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে কর্মরত কোনো সহযোগী অধ্যাপক বা অধ্যাপক;

(গ) সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা; এবং
(ঘ) এমবিবিএস অথবা প্রকৌশল বা কৃষিসহ যেকোনো কারিগরি বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ৯ম গ্রেডের নিম্নে নহে এইরূপ কোনো কর্মকর্তা বা ৫ম গ্রেডের নিম্নে নহে এইরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কোনো।

Address

হোসেনপুর
Kishoreganj
55555

Website

Alerts

Be the first to know and let us send you an email when হোসেনপুর নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category