17/08/2025
প্রসঙ্গ: কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস।
দেশ দুইবার স্বাধীন হয়েছে। একবার ১৯৭১, দ্বিতীয়বার ২০২৪। কিন্তু এখনো দালালের চক্কর থেকে স্বাধীনতার স্বাদ পাইনি কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস।
ভুক্তভোগীদের অভিযোগ, পাসপোর্ট অফিসে কর্মকর্তারাই এইসব দালাল চক্রের সাথে জড়িত এবং তাদের লালনপালন করে আসছে অর্থের বিনিময়ে।
কিশোরগঞ্জের তথাকথিত সমন্বয়করাও কি দালালদের সাথে হাত মিলিয়ে অর্থ উপার্জন শুরু করে দিয়েছে নাকি?
কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে চিত্র অনেকটা এমন
"সোজা পথে ভোগান্তি, সিল থাকলে প্রশান্তি"। কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সিন্ডিকেটের সিল ছাড়া নড়ে না পাসপোর্ট প্রত্যাশীদের আবেদনপত্রের ফাইল।
কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালাল এর হয়রানি এবং কর্মকর্তা নামের দালালগুলোকে বিতারিত করার সময় এখনই।
সবাই শেয়ার করে ছড়িয়ে দেন।