
22/05/2025
বিশ্বাসযোগ্য এই পেইজটি এবং আমাদের পরিচিত। রাজশাহীর আম কিনলে এখান থেকে নিতে পারেন।
পকেটে ১০০০ টাকা আছে? থাকলে যেকোন জেলায় পাঠিয়ে দিব বাচাই করা দাগ হীন বড় সাইজের গোপাল ভোগ আম। ফরমালিন বা কেমিক্যাল প্রমাণ করতে পারলে ৫০০০ টাকা পুরস্কার দিব। ব্যবসায়ীরা আম পাঠানোর সময় কেমিক্যাল স্প্রে করে অন্য জেলায় পাঠিয়ে দেয় যেন নষ্ট না হয় ও কালার সুন্দর থাকে। কিন্তু আমরা তা করি না। আমরা পেইজের জনপ্রিয়তার জন্য আম বিক্রি করে থাকি। বলতে পারেন পেইজ সদস্যদের আম কিনতে সহযোগিতা করি। আমাদের Admin প্যানেলের কেউ আম ব্যবসায়ী নয়। তিন বছর থেকে আম দিচ্ছি মাত্র একটি অভিযোগ পেয়েছি প্যাকেটিং এর বিষয়ে। যাইহোক কেউ নিতে চাইলে জানাবেন। ০১৭১৬ ৫৩ ৫৩ ৯০