Rabbatul Bait & Sirtim Mustaqim N.M Islamic

Rabbatul Bait & Sirtim Mustaqim N.M Islamic আসসালামু আলাইকুম ��

আমার ইসলামিক নতুন পেজে স্বাগতম ��

একজন পুরুষের সবচেয়ে মূল্যবান সঞ্চয় হচ্ছে উত্তম নারী ❤️🥰(সুনানে আবু দাউদ: ১৬৬৪) একজন পুরুষের সবচেয়ে মূল্যবান সঞ্চয় হচ্ছে ...
17/02/2025

একজন পুরুষের সবচেয়ে মূল্যবান সঞ্চয় হচ্ছে উত্তম নারী ❤️🥰

(সুনানে আবু দাউদ: ১৬৬৪)

একজন পুরুষের সবচেয়ে মূল্যবান সঞ্চয় হচ্ছে উত্তম নারী

যখন স্বামী স্ত্রীকে আদেশ করে, স্ত্রী তার আনুগত্য করে।

যখন পুরুষ তার স্ত্রীর দিকে তাকায়, তখন সে তাকে আনন্দিত করে। 🥰

— প্রেমময় দাম্পত্য জীবন, পৃষ্ঠা ৬১
FOLKSHILFE |Regensburg🇧🇩 Highlight Craft.com Sumaiya Akter Sadia

মানুষ গুনাহ করে এই নিয়ত করে যে তাওবাহ করে নেব কিন্তু সে জানে না তার জীবনের কয়টি মুহূর্ত বাকি আছে।— শায়খ যুলফিকার আহমাদ ন...
17/02/2025

মানুষ গুনাহ করে এই নিয়ত করে যে তাওবাহ করে নেব কিন্তু সে জানে না তার জীবনের কয়টি মুহূর্ত বাকি আছে।

— শায়খ যুলফিকার আহমাদ নকশবন্দী (হাফিঃ)
(খুতুবাতে যুলফিকার: ১/১৪৪)

আল্লাহ আমাদের সকল কে সঠিক বুঝ দান করুন আমিন ❤️🌸
Friends everyone

‎حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ...
16/02/2025

‎حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، تَقُولُ ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ، فَوَجَدْتُهُ يَغْتَسِلُ، وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ قَالَتْ فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ ‏"‏ مَنْ هَذِهِ ‏"‏‏.‏ فَقُلْتُ أَنَا أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ‏.‏ فَقَالَ ‏"‏ مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ ‏"‏‏.‏ فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ، قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ، فَلَمَّا انْصَرَفَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، زَعَمَ ابْنُ أُمِّي أَنَّهُ قَاتِلٌ رَجُلاً قَدْ أَجَرْتُهُ فُلاَنَ بْنَ هُبَيْرَةَ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ ‏"‏‏.‏ قَالَتْ أُمُّ هَانِئٍ وَذَاكَ ضُحًى‏.‏

উম্মু হানী বিনতু আবূ ত্বলিব (রাঃ) থেকে বর্ণিতঃ

আমি ফত্‌হে মক্কার বছর আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট গিয়ে দেখলাম যে, তিনি গোসল করছেন আর তাঁর মেয়ে ফাতিমা (রাঃ) তাঁকে আড়াল করে রেখেছেন। তিনি বলেনঃ আমি তাঁকে সালাম প্রদান করলাম। তিনি জানতে চাইলেনঃ এ কে? আমি বললামঃ আমি উম্মু হানী বিনতু আবূ ত্বলিব। তিনি বললেনঃ মারহাবা, হে উম্মু হানী! গোসল শেষ করে তিনি এক কাপড় জড়িয়ে আট রাক’আত সালাত আদায় করলেন। সালাত সমাধা করলে তাঁকে আমি বললামঃ হে আল্লাহর রসূল! আমার সহোদর ভাই [‘আলী ইব্‌নু আবূ ত্বলিব (রাঃ) ] এক ব্যক্তিকে হত্যা করতে চায়, অথচ আমি তাকে আশ্রয় দিয়েছি। সে ব্যক্তিটি হুবায়রার ছেলে অমুক। তখন আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ হে উম্মু হানী ! তুমি যাকে নিরাপত্তা দিয়েছ, আমিও তাকে নিরাপত্তা দিলাম। উম্মু হানী (রাঃ) বলেনঃ এ সময় ছিল চাশতের ওয়াক্ত। (২৮০; মুসলিম ৩/১৬, হাঃ ৩৩৬, আহমাদ ২৬৯৭৩) (আধুনিক প্রকাশনীঃ ৩৪৪, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫০)

সহিহ বুখারী, হাদিস নং ৩৫৭
হাদিসের মান: সহিহ হাদিস
Highlight Islamic post ❤️🌸

‎أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو سُهَيْلٍ،...
15/02/2025

‎أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ أَعْرَابِيًّا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَائِرَ الرَّأْسِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي مَاذَا فَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الصَّلَاةِ؟ قَالَ: «الصَّلَوَاتُ الْخَمْسُ إِلَّا أَنْ تَطَوَّعَ شَيْئًا»، قَالَ: أَخْبِرْنِي بِمَا افْتَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الصِّيَامِ؟ قَالَ: «صِيَامُ شَهْرِ رَمَضَانَ إِلَّا أَنْ تَطَوَّعَ شَيْئًا»، قَالَ: أَخْبِرْنِي بِمَا افْتَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الزَّكَاةِ؟ فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرَائِعِ الْإِسْلَامِ، فَقَالَ: وَالَّذِي أَكْرَمَكَ، لَا أَتَطَوَّعُ شَيْئًا لَا أَنْقُصُ مِمَّا فَرَضَ اللَّهُ عَلَيَّ شَيْئًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ إِنْ صَدَقَ أَوْ دَخَلَ الْجَنَّةَ إِنْ صَدَقَ»

তালহা ইব্‌ন উবায়দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

এলোমেলো চুল বিশিষ্ট এক বেদুঈন রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে বললো, ইয়া রাসুলুল্লাহ্‌! আল্লাহ তা’আলা আমার উপর যে সালাতসমূহ ফরয করেছেন সে সম্পর্কে আমাকে অবহিত করুন। তিনি বললেন, আল্লাহ তা’আলা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। তবে হ্যাঁ, তুমি যা খুশী নফল আদায় করবে। তারপর সে বললো, আপনি আমাকে আল্লাহ তাআলা আমার উপর যে সাওম (রোযা) ফরয করেছেন সে সমন্ধে অবহিত করুন। তিনি বললেন, রমযান মাসের সাওম (রোযা)। তবে হ্যাঁ, তুমি যা খুশী নফল আদায় করবে। অতঃপর সে বললো, আপনি আমাকে আল্লাহ তা’আলা আমার উপর যে যাকাত ফরয করেছেন সে সমন্ধে অবহিত করুন। তখন রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাকে ইসলামী শরীয়ার আহকাম সম্পর্কে অবহিত করলেন। অতঃপর সে বললো, ঐ সত্তার শপথ, যিনি আপনাকে সম্মানিত করেছেন আমি অতিরিক্ত কোন নফল ও আদায় করবনা এবং আল্লাহ তা’আলা আমার উপর যা যা ফরয করেছেন তাতে কোন কম করব না। তখন রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বললেন, যদি সে সত্যই বলে থাকে তবে সে কৃতকার্য হয়ে যাবে অথবা তিনি বললেন, যদি সে সত্যই বলে থাকে তবে সে জান্নাতে প্রবেশ করবে।

সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২০৯০
হাদিসের মান: সহিহ হাদিস
everyone Friends Islamicpost ❤️🌸

14/02/2025

‎حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحٌ، ح وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا النَّبِيُّ صلى الله عليه وسلم فِي مَجْلِسٍ يُحَدِّثُ الْقَوْمَ جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ مَتَى السَّاعَةُ فَمَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحَدِّثُ، فَقَالَ بَعْضُ الْقَوْمِ سَمِعَ مَا قَالَ، فَكَرِهَ مَا قَالَ، وَقَالَ بَعْضُهُمْ بَلْ لَمْ يَسْمَعْ، حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ قَالَ ‏"‏ أَيْنَ ـ أُرَاهُ ـ السَّائِلُ عَنِ السَّاعَةِ ‏"‏‏.‏ قَالَ هَا أَنَا يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ فَإِذَا ضُيِّعَتِ الأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ ‏"‏‏.‏ قَالَ كَيْفَ إِضَاعَتُهَا قَالَ ‏"‏ إِذَا وُسِّدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ ‏"‏‏.‏

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ একদা আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মজলিসে জনসম্মুখে কিছু আলোচনা করছিলেন। ইতোমধ্যে তাঁর নিকট জনৈক বেদুঈন এসে জিজ্ঞেস করল, ‘কিয়ামত কখন সংঘটিত হবে?’ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর আলোচনায় রত থাকলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি। আর কেউ কেউ বললেন বরং তিনি শুনতেই পাননি। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আলোচনা শেষে বললেনঃ ‘ক্বিয়ামাত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়?’ সে বলল, ‘এই যে আমি, হে আল্লাহর রসূল!’ তিনি বললেনঃ “ যখন কোন অনুপযুক্ত ব্যক্তির উপর কোন কাজের দায়িত্ব দেয়া হয়, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। ”

(৬৪৯৬) (আধুনিক প্রকাশনীঃ ৫৭, ইসলামী ফাউন্ডেশনঃ ৫৭)

সহিহ বুখারী, হাদিস নং ৫৯
হাদিসের মান: সহিহ হাদিস
Highlight everyone Islamic post

চাঁদের আভা ছড়িয়ে যাবে তোমার হৃদয় গগনে 🌸❤️পর্ব-১ 🌸রাকিবের কথা গুলো মনোযোগ দিয়ে শুনছিলাম এতোখন। তার কথা শেষ হতেই তাকে ১টি ...
27/11/2024

চাঁদের আভা ছড়িয়ে যাবে তোমার হৃদয় গগনে 🌸❤️

পর্ব-১ 🌸
রাকিবের কথা গুলো মনোযোগ দিয়ে শুনছিলাম এতোখন। তার কথা শেষ হতেই তাকে ১টি ঘটনা শুনালাম:

মডেল সিনহা (ছদ্দ নাম) খুব জনোপ্রিয় একজন শিল্পি ছিলেন। বাবা-মার ১ মাত্র সন্তান বলে আদোর যত্নের কোন কমতি ছিলো না তার।
বাবা মা তাদের নিজেদের পছন্দের পাত্রের সাথে তার বিয়ে দিলেন। কিন্তু স্বামীকে পছন্দ না হওয়ায় কিছু দিন পর নতুন সংসার গড়েতুলেন তার পছন্দে পুরুষ অভিজিৎ রয় এর সাথে। মিডিয়ার জগতে বেশ ভালো ডাক নাম ছিলো দুজনের। বাহিরের জগতে তারা ভালো সময় কাটাছিলো কিন্তু একদিন পত্রিকায় মডেল সিনহার মৃত্যুর খবর দেখতে পাই। তার পর জানতে পারলাম সে আত্ন হত্যা করেছে।

আচ্ছা রাকিব তুমি বলো তো সিনহার কি কোন কিছুর কম ছিলো?
বাড়ি-গাড়ি, টাকা-পয়শা, সম্মান,আদর-যত্ন কোন কিছুর কি কম ছিলো?

রাকিব : নাহ।

তাহলে কি ছিলো না তার? কোন জিনিস না পাওয়ার বেদনা তাড়া করত তাকে ? এতো কিছু থাকার পর ও কেনো সে আত্ন হত্যার পথ বেছে নিলো?

রাকিব নিশ্চুপ হয়ে মাথা নিচু করে বসে রইলো।

রাকিবের কাধে হাত রাখলাম,
তার পর বললামআমাদের প্রিয় নবী (স): একটি হাদিস বলেছেন,

"জেনে রাখো, শরীরের মধ্যে এক টুকরো গোশত আছে। যখন সেটা ঠিক হয়ে যায় তখন পুরো শরীরটাই ঠিক হয়ে যায়। আর যখন তা খারাপ হয়ে যায়, তখন তা পুরো শরীরকে মৃত্যুর দিকে নিয়ে যায়। সে গোশতের টুকরোটি হলো অন্তর।"

—(বুখারি, অধ্যায়: ঈমান, হাদীস ৫০)

আধুনিক পশ্চিমা সংস্কৃতি আমাদের সাধারণ মানুষের মাঝেও এখন ছড়িয়ে পরেছে আমাদের মন তা গ্রহণ করছে তাই আমরা বার বার ভেঙে পরছি। আমরা আমাদের ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। যার ফলে আমাদের হতাশায় পরতে হচ্ছে।

রাকিব: তাহলে আমি এখন কি করতে পারি এই হতাশা কাটাতে?
এখন ক্লাসে চলো আসরের সালাত আদায় করে আমরা এই বিষয় নিয়ে আবার আলোচনা করবো।

২য় পর্ব দেখতে চোখ রাখুন আমাদের পেজে। এবং ফলো দিয়ে রাখুন ❤️🌸

চাঁদের আভা ছড়িয়ে যাবে তোমার হৃদয় গগনে 🌸❤️ভূমিকার ২য় এবং শেষ অংশ 🌸❤️লাঞ্চ করতে করতে রাকিব জানাল, নিজের জীবনে এখন সে অতিষ্...
25/11/2024

চাঁদের আভা ছড়িয়ে যাবে তোমার হৃদয় গগনে 🌸❤️

ভূমিকার ২য় এবং শেষ অংশ 🌸❤️

লাঞ্চ করতে করতে রাকিব জানাল, নিজের জীবনে এখন সে অতিষ্ঠ। সব কিছু থাকা সত্ত্বেও সে কোন এক কারণে হতাশার সাগরে ডুবে আছে। তাই, সে সিদ্ধান্ত নিয়েছে — লাইফস্টাইল চেঞ্জ করবে।

রাকিবের এই কথা শুনে বেশ খুশি হলাম। মনে হলো, আলো আঁধারজড়ানো একটা জীবনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। একটি নতুন জীবন শুরু হতে যাচ্ছে, যেখানে নাই কোন অন্ধকার।

ক্লাস শেষে বাসায় ফিরছিলাম আমি। রাকিব বললো চলো ফুচকা চত্বরে যাই। এই খানে ১টি দীঘি আছে। দীঘির পাশে ছোট একটি বসার বেঞ্চ রয়েছে। দুজনে বেঞ্চ টিতে বসলাম আশেপাশের পরিবেশ খুব মনোরম ছিলো,
চারপাশে গাছপালা, পানির কলকল শব্দ, ডালে ডালে পাখির কিচিরমিচির শব্দ,পাতার ফাঁকে ফাঁকে পরছিলো মিষ্টি রোদ— আর সাথে গায়ে লাগছিলো বসন্তের বাতাস।

রাকিব জানালো, কদিন ধরে সে রাতে ঘুমতে পারছে না। চোখে ঘুম থাকলেও অন্তর জেগে থাকছে।রাত পেরিয়ে যাচ্ছে গড়াগড়ি করে আর গান শুনে। কোন কিছুর অভাব নেই তার গাড়ি বাড়ি আই ফোন বন্ধবান্ধব সব আছে। বাবার কাছে যা চায় সবই পায়। তার পরও তার মনের ভিতর হাহাকার।

এই হাহাকার কি দূর হবে না?
কোন উপায় কি আছে ?
প্রথম পর্ব দেখতে চোখ রাখুন আমাদের পেজে। এবং ফলো দিয়ে রাখুন ❤️🌸

চাঁদের আভা ছড়িয়ে যাবে তোমার হৃদয় গগনে 🌸❤️১ম পর্ব 🌸রাকিব আমার ক্লাসমেট। ক্লাসে সে আমার পাশে বসে। দুজনেই ব্যাকবেঞ্চার। তবে...
25/11/2024

চাঁদের আভা ছড়িয়ে যাবে তোমার হৃদয় গগনে 🌸❤️

১ম পর্ব 🌸

রাকিব আমার ক্লাসমেট। ক্লাসে সে আমার পাশে বসে। দুজনেই ব্যাকবেঞ্চার। তবে দুজনের মধ্যে আকাশ পাতাল তফাত।

রাকিব ধনী পরিবারের ছেলে আর আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। রাকিবের লাইফ স্টাইল আমার থেকে ভিন্ন। আড্ডা ফুরতিতে মেতে থাকে সারাক্ষণ।

ভার্সিটিতে লাঞ্চ ব্রেক হয় বেলা ১টায়। এই সময় মসজিদে আজান হয়। সোয়া ১টায় সালাত। সালাত আদায় করে দুজনে কেন্টিনে গিয়ে বসি। লাঞ্চ করতে করতে রাকিব জানালো...

বাকি অংশ দেখতে চোখ রাখুন আমাদের পেজে। এবং ফলো দিয়ে রাখুন ❤️🌸

03/06/2024

🍂সা'দ ইবনু আবী ওয়াক্কাস (রা) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি,🍂🌸

নিশ্চয়ই আল্লাহ ঐ বান্দাকে ভালোবাসেন যে বান্দাহ ধর্মভীরু (পাপ কাজ থেকে বিরত থাকে), মুখাপেক্ষাহীন (আল্লাহ ছাড়া কারো উপর নির্ভরশীল নয়) ও আত্মগোপনকারী (নিজের গুণ প্রকাশে অনিচ্ছুক) ।

[মুসলিমঃ ২৯৬৫; আহমাদঃ ১৪৪৪]

আল্লাহ আমাদের সকল কে সঠিক বুঝ দান করুন আমিন 🍂🌸


everyone Highlight

Address

Konapara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabbatul Bait & Sirtim Mustaqim N.M Islamic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share