কয়রা প্রেস

খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বানিয়াখালী সেট সংলগ্ন ওয়াপদা রাস্তায় এই মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি শুয়ে আ...
15/10/2025

খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বানিয়াখালী সেট সংলগ্ন ওয়াপদা রাস্তায় এই মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি শুয়ে আছে। তার কথা বোঝা যাচ্ছে না।

পোষ্টটি শেয়ার করার অনুরোধ রইলো।

নিখোঁজ ব্যক্তির তথ্যনাম: রুমান বাবার নাম: মোঃ সবুজ বাসা: কয়রা, মদিনাবাদ লঞ্চ ঘাট নিখোঁজ সময়: আজ সকাল থেকে যোগাযোগ নম্বর:...
16/09/2025

নিখোঁজ ব্যক্তির তথ্য

নাম: রুমান
বাবার নাম: মোঃ সবুজ
বাসা: কয়রা, মদিনাবাদ লঞ্চ ঘাট নিখোঁজ সময়: আজ সকাল থেকে যোগাযোগ নম্বর: 01933565754

এই ছেলেটিকে আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
📢 অনুরোধ: যদি কেউ তাকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে উপরোক্ত নম্বরে যোগাযোগ করুন।

🙏 শেয়ার করুন—আপনার একটি শেয়ার হয়তো রুমানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করতে পারে।

15/09/2025
ভাগবা পূর্ব পাড়ায় «ভাগবা-হড্ডা» সংযোগ কালভার্টে, ঘুগরাকাটি হতে হড্ডা ডিলারের চাল; অতিক্রমের সময়! রেশন চালের গাড়ি দূর্ঘটন...
15/09/2025

ভাগবা পূর্ব পাড়ায় «ভাগবা-হড্ডা» সংযোগ কালভার্টে, ঘুগরাকাটি হতে হড্ডা ডিলারের চাল; অতিক্রমের সময়! রেশন চালের গাড়ি দূর্ঘটনার শিকার হয়। এসময় কয়েক বস্তা চাল পানিতে ভিজে যায়। মূলত এই দুর্ঘটনার প্রধান কারন, কালর্ভাটে উঠার জন্য রাস্তা ছাড়া অনেক উচু, যার কারনে সহজে গাড়ি উঠতে পারে না।

একটি হারানো বিজ্ঞপ্তি দয়া করে এড়িয়ে যাবেন না সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামের আব্দ...
18/08/2025

একটি হারানো বিজ্ঞপ্তি দয়া করে এড়িয়ে যাবেন না

সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর পুত্র ইয়াসিন আলী গত ইংরেজি ১৫/৮/২০২৫ তারিখ শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। এখনো অবধি তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি। তাঁর পরনে ছিল শুধুমাত্র একটি গামছা।

দীর্ঘদিন যাবৎ তিনি মানসিক ভারসাম্যহীন অসুস্থ রুগী ছিলেন। শুক্রবার বাড়ি থেকে বের হয়ে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায় নাই। যদি কোন স্ব হৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন অনুগ্রহ পূর্বক 01995-987121 এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ এবং তাকে খুজে পেতে সহযোগিতা করার আহ্বান রহিল।

গত ১৪ আগস্ট ২০২৪ তারিখে ভাগবা গ্রামের রাজা ভাইয়ের বিকাশ ঘর দোকান থেকে ৭০ হাজার টাকা চুরির করার সময় হাতে নাতে ধরা পড়ে।চোর...
15/08/2025

গত ১৪ আগস্ট ২০২৪ তারিখে ভাগবা গ্রামের রাজা ভাইয়ের বিকাশ ঘর দোকান থেকে ৭০ হাজার টাকা চুরির করার সময় হাতে নাতে ধরা পড়ে।

চোরের নাম:
সুজন শেখ,
পিতা: মজিবর শেখ,, গ্রাম:রাজাপুর
থানা- আশাশুনি,জেলা- সাতক্ষীরা।
শাহাদাৎ গাজী,
পিতাঃ মৃত - উজির আলী গাজী, গ্রাম - রাজাপুর, থানা- আশাশুনি, জেলা - সাতক্ষীরা।

কয়রা উপজেলার দাখিল ফলাফল।
10/07/2025

কয়রা উপজেলার দাখিল ফলাফল।

10/07/2025

📢 চাঁদআলী ব্রিজ এর টোল অবমুক্ত দাবিতে মানববন্ধনে অংশ নেওয়ার জন্য আহবান জানাচ্ছি।

আগামীকাল শুক্রবার বিকাল ৩ টায়, চাঁদআলী ব্রিজ টোল অবমুক্ত করার দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

স্থান: চাঁদআলী ব্রিজ
সময়: কাল, বিকেল ৩টা

07/07/2025

কয়রায় পরীক্ষা দিতে এসে প্রেমিকের সাথে পালালেন কলেজছাত্রী।

খুলনার কয়রা উপজেলার কয়রা সরকারি মহিলা কলেজের এক এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নামে পরীক্ষায় অংশ নেননি। অভিযোগ, কেন্দ্রে উপস্থিত না হয়েই তিনি প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।

ঘটনাটি ঘটে আজ সকাল বেলায়। জানা যায়, পরীক্ষার্থী সকাল ১০ টার দিকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর কথা, কিন্তু কিছুক্ষণ পর তিনি কেন্দ্রে না পৌছে সে রাস্তা থেকেই সটকে পড়েন। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি আগে থেকেই পরিচিত এক যুবকের সঙ্গে পালিয়ে গেছেন।

বীমার টাকার ফেরতের দাবীতে পাইকগাছায় সন্ধানী লাইফ ইনসুরেন্স কোঃ লিঃ এর মাঠকর্মী জিএম আমিরুল ইসলামকে  বিদ্যুৎ-এর খুটিতে  ব...
13/06/2025

বীমার টাকার ফেরতের দাবীতে পাইকগাছায়
সন্ধানী লাইফ ইনসুরেন্স কোঃ লিঃ এর মাঠকর্মী জিএম আমিরুল ইসলামকে বিদ্যুৎ-এর খুটিতে বেঁধে রাখে গ্রাহকরা।

খুলনার কয়রা উপজেলার বেদকাশী কাছারীবাড়ী বাজারের  পুকুরে একটি লা-শ ভাসতে দেখা গেছে 😢
08/06/2025

খুলনার কয়রা উপজেলার বেদকাশী কাছারীবাড়ী বাজারের পুকুরে একটি লা-শ ভাসতে দেখা গেছে 😢

Address

কয়রা, খুলনা, বাংলাদেশ।
Koyra

Website

Alerts

Be the first to know and let us send you an email when কয়রা প্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share