Sabbir Ahmmed Alif

Sabbir Ahmmed Alif নিজের আ'চো'দা আবেগ কন্ট্রোল
"করতে পারলেই জীবন সুন্দর..!!🙂🖤

Follow Now
27/06/2025

Follow Now

22/06/2025

সাপোর্ট এবং শেয়ার

15/02/2025

মায়াবতি রাত বাড়লে একলা লাগে ওজুহাত যায় ফুরিয়ে,
জীবন সেতো সেস করলাম ধোঁয়ার সাথে উড়িয়ে,
ক্লান্ত চোখে ঝাপসা দেখি ভাগ্য চায়নি আমায় শান্তি দিতে...
রোজ জখন নেশা করতে পারি, ঠিকি পারতাম তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে..!!💔😅

সবাই তাহসান আর রোজাকে অভিনন্দন জানাচ্ছে। আমিও জানাইছি। তবে দূঃখ প্রকাশ করছি এউ মানুষটার জন্য, যে এতো ভালোবেসেও তার ভালোব...
06/01/2025

সবাই তাহসান আর রোজাকে অভিনন্দন জানাচ্ছে। আমিও জানাইছি। তবে দূঃখ প্রকাশ করছি এউ মানুষটার জন্য, যে এতো ভালোবেসেও তার ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখসে।

-কারও পৌষ মাস, কারও সর্ব!না!শ

সবাই প্রশংসা করেছেন যে তাহসান বরিশালের জামাই হয়েছে এবং রোজা খুব ভাগ্যবতী। কিন্তু বরিশালের ৯০% যুবসমাজ জানে, এই রোজা দীর্ঘদিন বরিশালের সংগঠক ফয়েজ বেলালের সাথে সম্পর্কে ছিলো। সম্পর্ক টা এতটাই গভীর ছিলো যে,সবার মুখে মুখে এদের নাম।

কয়েকদিন আগেও এরা ত্রিশ গোডাউন আড্ডা দিয়েছে। ফয়েজ বেলালকে শত প্রতিশ্রুতি দিয়েও সুযোগ বুঝে রোজা তাহসান নামক বেটার অপশন বেছে নিয়েছে।

তাহলে কি এটাই সত্যি যে, একজন সেলিব্রিটির কাছে পরাজিত হলো ফয়েজ বেলাল।

বেলাল ভাইয়ের জন্য সহানুভূতি ও দুঃখ প্রকাশ করছি।
বেলাল ভাই নিশ্চয়ই ভালোকিছু ডিজার্ভ করেন। শান্ত হন, ধৈর্য ধরেন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক।❤️

নিজেকে চালিয়ে নিচ্ছি কোন রকম..!! 💔
10/11/2024

নিজেকে চালিয়ে নিচ্ছি কোন রকম..!! 💔

09/11/2024

সিগারেট হচ্ছে তামাক নিমিত্ত এমন একটি দন্ড যার এক প্রান্তে দাঁড়িয়ে থাকে একজন বোকা অন্য প্রান্তে মৃত্যু...! 😅💔

সিগারেট নয় জন্মই মৃত্যুর কারণ... 😅💔
07/11/2024

সিগারেট নয় জন্মই মৃত্যুর কারণ... 😅💔

নিজে থেকে মেসেজ না দিলে, খোঁজ না করলে অনেকেই খোঁজ ও রাখেনা।আগে খুব আগ বাড়িয়ে নিজে থেকেই তাদের সাথে কথা বলতাম.. কিন্তু সম...
06/11/2024

নিজে থেকে মেসেজ না দিলে, খোঁজ না করলে অনেকেই খোঁজ ও রাখেনা।

আগে খুব আগ বাড়িয়ে নিজে থেকেই তাদের সাথে কথা বলতাম.. কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতা বুঝিয়ে দিয়েছে, "প্রয়োজনে প্রিয়জন" বলে কথাটা।

নাহলে জানতেই পারতাম না, খুব কাছের মানুষও সময়ের স্রোতে হারিয়ে যায়।🖤🌸

পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে, মানুষের বিবেক..!!😅💔
02/11/2024

পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে, মানুষের বিবেক..!!😅💔

মানুষ দূর থেকেই সুন্দর..!! 😅💔
02/11/2024

মানুষ দূর থেকেই সুন্দর..!! 😅💔

Address

Kuakata

Telephone

+8801765504406

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir Ahmmed Alif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share