01/11/2025
আলহামদুলিল্লাহ | আপনাদের সমর্থনে Afghan TV দুই হাজার ফলোয়ার পূর্ণ হলো | যারা ফলো করেছেন, ইনভাইট করছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ |
Afghan TV নিয়ে কিছু কথা বলি।
এই পেইজ বা আমার ইউটিউব চ্যানেল একটা সখ—ভালোলাগা মাত্র। সেই সাথে বড় একটি স্বপ্নও বলা যায়। আমি আমার কিছু ছাত্রভাইদের সাথেও এ কথাটা বারবার বলছি যে, আমাদের ওলামায়ে কেরামের অন্যতম একটা দুর্বলতা হচ্ছে , আমাদের নিজস্ব তেমন বড় কোন মিডিয়া-চ্যানেল নেই, সংবাদ মাধ্যমে নেই, সংবাদ কর্মী নেই। অনলাইনে আমাদের ওলামায়ে কেরামের ভালো কাজগুলো ফুটিয়ে তুলবে, তাদের মান মর্যাদা এবং শানকে উঁচু করবে, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদের যথাযথ প্রতিত্তর দিবে, নাস্তিক মুরতাদরের সকল চ্যালেঞ্জের মোকাবেলায় কঠিন জবাব দিবে, এমন কোন চ্যালেঞ্জ বা মিডিয়ার খুবই অভাব।
আমরা নির্ভরশীল হই দেশের অন্যান্য মিডিয়ার উপর। হলুদ সাংবাদিকগুলো আমাদের নিয়ে যা তা নিউজ করে; কিন্তু আমরা তাদের উচিত জবাব ঠিক তাদের মতো করেই দিব, এই সমার্থ আমাদের নেই বললেই চলে।
অথচ ওলামায়ে কেরাম চাইলে তারাও দেশের বড় একটি সোশ্যাল প্লাটফর্ম তৈরি করতে পারেন। কিন্তু এ নিয়ে তাদের মাথাব্যথা নেই। যাইহোক, মুরুব্বিদের সমালোচনা করছি না, জাস্ট আমার চিন্তা চেতনা তুলে ধরলাম।
আমার ইচ্ছে—আল্লাহ যদি কবুল করেন, আলেম হওয়ার পর দ্বীনি মৌলিক কিছু খেদমতের পাশাপাশি সাংবাদিকতা এবং লেখালেখি নিয়ে কাজ করব ইন শা আল্লাহ। দেশের মধ্যে কওমি ওলামা-তলাবাদের জন্য বড় সোশ্যাল প্লাটফর্ম তৈরি করব। মিডিয়া চ্যানেল, সংবাদ মাধ্যমে একশ্রেণির আলেম কাজ করবেন, যাতে করে সমাজের বাস্তব চিত্র, ওলামায়ে কেরামের অবদান, কৃতিত্ব সাধারণের মাঝে স্পষ্ট হয়। সেই সাথে হলুদ সাংবাদিকতা আর চাটুকারিতার উচিত জবাব আলেমগণ দিতে পারেন। ইন শা আল্লাহ।
আমার এই কাজ যদি কল্যাণকর হয়ে থাকে তাহলে আল্লাহ যেন আমার জন্য তা সহজ করে দেন। এবং সাহায্য করেন। সেই সাথে আপনাদেরও সহযোগিতা, পরামর্শ কামনা করছি। দোয়া করবেন, পরামর্শ দিবেন, সাথে থাকবেন।