Afghan TV

Afghan TV “Afghan TV—সত্য, সাহস, ও নিরপেক্ষতার কণ্ঠস্বর।”
An independent, fearless, and trustworthy news outlet. Please follow me.
(46)

04/11/2025

আলহামদুলিল্লাহ।

"যে ভূখণ্ডে আল্লাহ'র শরীয়াহ বাস্তবায়ন হয় মহান রব সেই ভূখন্ডে আসমান ও জমিনের বারাকাহ'র দরজাগুলা খুলে দেন! যেমনটা সুরা আনফ...
01/11/2025

"যে ভূখণ্ডে আল্লাহ'র শরীয়াহ বাস্তবায়ন হয় মহান রব সেই ভূখন্ডে আসমান ও জমিনের বারাকাহ'র দরজাগুলা খুলে দেন! যেমনটা সুরা আনফালে আল্লাহ ঘোষনা করেছেন।"

"দীর্ঘ ৪০ বছরের একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ মাত্র হাতে গুনা কয়েকটি বছরে এত উন্নতি কিভাবে করল! গ্লোবাল কারেন্সি, খনিজসম্পদ, নিজস্ব অস্ত্রগার সহ সকল দিকে এত উন্নতি দেখে খেক শিয়ালগুলোর ঘুম হারাম হয়ে গেছে।

পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার পরও " রাশিয়া" অফিসিয়ালি স্বীকৃতি দিয়ে দিল! চায়নাও স্বীকৃতি দিতে প্রস্তুত!. ডারত কালিমা খচিত পতাকায় অস্বস্তি প্রকাশ করায় ইমারতে ইসলামিয়্যাহ ডারত থেকে দূতাবাস বাতিল করে। পরবর্তী-তে ডারাত স্বেচ্ছায় আমন্ত্রণ জানালে কালিমা খচিত পতাকা রাখার শর্তে ইমারতে ইসলামিয়্যাহ পুনরায় দূতাবাস চালু করে!"

"উন্নতি গুলোর পিছনে হিকমাহ একটাই তাঁরা দুনিয়ার কথিত রবদের লাত্থি দিয়ে আরশের অধিপতি রাব্বুল আলামীনের দাসত্ব মেনে নিয়েছে।"

আলহামদুলিল্লাহ | আপনাদের সমর্থনে Afghan TV দুই হাজার ফলোয়ার পূর্ণ হলো | যারা ফলো করেছেন, ইনভাইট করছেন সকলের প্রতি আমি কৃ...
01/11/2025

আলহামদুলিল্লাহ | আপনাদের সমর্থনে Afghan TV দুই হাজার ফলোয়ার পূর্ণ হলো | যারা ফলো করেছেন, ইনভাইট করছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ |

Afghan TV নিয়ে কিছু কথা বলি।

এই পেইজ বা আমার ইউটিউব চ্যানেল একটা সখ—ভালোলাগা মাত্র। সেই সাথে বড় একটি স্বপ্নও বলা যায়। আমি আমার কিছু ছাত্রভাইদের সাথেও এ কথাটা বারবার বলছি যে, আমাদের ওলামায়ে কেরামের অন্যতম একটা দুর্বলতা হচ্ছে , আমাদের নিজস্ব তেমন বড় কোন মিডিয়া-চ্যানেল নেই, সংবাদ মাধ্যমে নেই, সংবাদ কর্মী নেই। অনলাইনে আমাদের ওলামায়ে কেরামের ভালো কাজগুলো ফুটিয়ে তুলবে, তাদের মান মর্যাদা এবং শানকে উঁচু করবে, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদের যথাযথ প্রতিত্তর দিবে, নাস্তিক মুরতাদরের সকল চ্যালেঞ্জের মোকাবেলায় কঠিন জবাব দিবে, এমন কোন চ্যালেঞ্জ বা মিডিয়ার খুবই অভাব।

আমরা নির্ভরশীল হই দেশের অন্যান্য মিডিয়ার উপর। হলুদ সাংবাদিকগুলো আমাদের নিয়ে যা তা নিউজ করে; কিন্তু আমরা তাদের উচিত জবাব ঠিক তাদের মতো করেই দিব, এই সমার্থ আমাদের নেই বললেই চলে।

অথচ ওলামায়ে কেরাম চাইলে তারাও দেশের বড় একটি সোশ্যাল প্লাটফর্ম তৈরি করতে পারেন। কিন্তু এ নিয়ে তাদের মাথাব্যথা নেই। যাইহোক, মুরুব্বিদের সমালোচনা করছি না, জাস্ট আমার চিন্তা চেতনা তুলে ধরলাম।

আমার ইচ্ছে—আল্লাহ যদি কবুল করেন, আলেম হওয়ার পর দ্বীনি মৌলিক কিছু খেদমতের পাশাপাশি সাংবাদিকতা এবং লেখালেখি নিয়ে কাজ করব ইন শা আল্লাহ। দেশের মধ্যে কওমি ওলামা-তলাবাদের জন্য বড় সোশ্যাল প্লাটফর্ম তৈরি করব। মিডিয়া চ্যানেল, সংবাদ মাধ্যমে একশ্রেণির আলেম কাজ করবেন, যাতে করে সমাজের বাস্তব চিত্র, ওলামায়ে কেরামের অবদান, কৃতিত্ব সাধারণের মাঝে স্পষ্ট হয়। সেই সাথে হলুদ সাংবাদিকতা আর চাটুকারিতার উচিত জবাব আলেমগণ দিতে পারেন। ইন শা আল্লাহ।

আমার এই কাজ যদি কল্যাণকর হয়ে থাকে তাহলে আল্লাহ যেন আমার জন্য তা সহজ করে দেন। এবং সাহায্য করেন। সেই সাথে আপনাদেরও সহযোগিতা, পরামর্শ কামনা করছি। দোয়া করবেন, পরামর্শ দিবেন, সাথে থাকবেন।

01/11/2025

তুই আগে সাইন কর বেটা! আম্রি'কান তো কি হইছে? মাইর আমাদের কম খাওনাই, অতএব সাইন কর তাড়াতাড়ি। 💥

আহ্ সু-দা-ন..পুরো বিশ্ব আজ নীরব..কারণ তারা কালো..আফ্রিকান..মুসলিম..তাদের নিয়ে রাজনীতি জমে না..তাদের র-ক্তে কারও স্বার্থ...
01/11/2025

আহ্ সু-দা-ন..পুরো বিশ্ব আজ নীরব..কারণ তারা কালো..আফ্রিকান..মুসলিম..তাদের নিয়ে রাজনীতি জমে না..তাদের র-ক্তে কারও স্বার্থ নেই..

গতকাল এল ফারিশের এক হাসপাতালে ঢুকে প্রায় ৪৬০ জন নিরীহ মানুষকে হ-ত্যা করা হয়েছে..শুধু র-ক্ত..কা-ন্না..আর নীরবতা..

হে আল্লাহ..আমাদের সু-দা-নে-র ভাইদের সাহায্য করুন🤲

আহ্ সু'দান।পুরো বিশ্ব আজ নীরব। কারণ তারা কালো, আফ্রিকান, মুসলিম।তাদের নিয়ে রাজনীতি জমে না, তাদের রক্তে কারও স্বার্থ নেই...
31/10/2025

আহ্ সু'দান।
পুরো বিশ্ব আজ নীরব।
কারণ তারা কালো, আফ্রিকান, মুসলিম।
তাদের নিয়ে রাজনীতি জমে না, তাদের রক্তে কারও স্বার্থ নেই।

গতকাল এল ফারিশের এক হাসপাতালে ঢুকে প্রায় ৪৬০ জন নিরীহ মানুষকে হ//ত্যা করা হয়েছে।
আরব আমিরাতের প্রক্সি বাহিনীর হাতে সংঘটিত হয়েছে এই নৃশংস হ//ত্যা//কাণ্ড।

না কোনো সংবাদমাধ্যমের প্রচার,
না কোনো মানবাধিকার সংগঠনের বিবৃতি।
শুধু র/ক্ত, কান্না, আর নীরবতা…

اللهم انصر إخواننا في السودان 🤲
(হে আল্লাহ, আমাদের সুদানের ভাইদের সাহায্য করুন)

সুদানে চলছে  ই*য'রা_ইল ও আ_রব আমিরাতের পোষ্য স'ন্ত্রা_সী বাহিনীর গ>ত্যা। মুসলমানদের র>ক্ত পানির চাইতেও সস্তা৷আর আমরাও প্...
31/10/2025

সুদানে চলছে ই*য'রা_ইল ও আ_রব আমিরাতের পোষ্য স'ন্ত্রা_সী বাহিনীর গ>ত্যা।
মুসলমানদের র>ক্ত পানির চাইতেও সস্তা৷
আর আমরাও প্রচন্ড রকমের ব>র্ণবাদী আসবিয়াতে আ>ক্রা_ন্ত৷ কা*লো বলে কাউকে মানুষ মনে করি না।

ইসলামী আমিরাতের মুখপাত্র, জাবিহুল্লাহ মুজাহিদ তার এক্স পৃষ্ঠায় লিখেছেন, ইস্তানবুল আলোচনা একটি জটিল প্রক্রিয়া ছিল যা আল...
31/10/2025

ইসলামী আমিরাতের মুখপাত্র, জাবিহুল্লাহ মুজাহিদ তার এক্স পৃষ্ঠায় লিখেছেন, ইস্তানবুল আলোচনা একটি জটিল প্রক্রিয়া ছিল যা আলোচনা নিশ্চিত করে যে উভয় পক্ষই একটি বৈঠক করবে এবং বাকি বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে।
তিনি লিখেছেন, আফগানিস্তানের ইসলামিক আমিরাত শুরু থেকেই কূটনীতি ও বোঝাপড়ার উপর বিশ্বাস রাখে, তাই তারা আন্তরিকতা ও গম্ভীরতার সাথে আলোচনা প্রক্রিয়া শুরু করে একটি ব্যাপক ও পেশাদার দল নিযুক্ত করে এবং সম্পূর্ণ সহযোগিতা ও সহনশীলতার সাথে তা অনুসরণ করে।
মুজাহিদ বলেন, অন্যান্য প্রতিবেশী দেশগুলির সাথে সুসম্পর্কের মত, আফগানিস্তানের ইসলামী আমিরাতও পাকিস্তানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধে প্রতিজ্ঞাবদ্ধ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে এবং হুমকিপূর্ণ সম্পর্কে না।

 #ভুলে যাওয়া সমৃদ্ধ সুদান। 🥲হাড্ডিসার হয়ে বিদায় নিচ্ছে হাজারও মুসলিমরা।
31/10/2025

#ভুলে যাওয়া সমৃদ্ধ সুদান। 🥲
হাড্ডিসার হয়ে বিদায় নিচ্ছে হাজারও মুসলিমরা।

এটাই সেই সন্ত্রা-সী কমান্ডার,  যারা এল ফাসারে মুসলিম ২০০০+ সুদানীদের শহীদ করেছে।
31/10/2025

এটাই সেই সন্ত্রা-সী কমান্ডার,
যারা এল ফাসারে মুসলিম
২০০০+ সুদানীদের শহীদ করেছে।

হাজারো নির্বাচনী গণতান্ত্রিক আলেমের চেয়ে, একজন তাওহিদ বাদী Ataur Rahman Bikrompuri অনেক উত্তম! আরে এই উম্মাহের উচিত হলো...
29/10/2025

হাজারো নির্বাচনী গণতান্ত্রিক আলেমের চেয়ে, একজন তাওহিদ বাদী Ataur Rahman Bikrompuri অনেক উত্তম!

আরে এই উম্মাহের উচিত হলো, সেলিব্রেটিদের ছুড়ে ফেলে দিয়ে, তাওহীদবাদীদের ডান হাত হয়ে তাদের পাশে দাঁড়ানো।

তবে আমার ভয় হচ্ছে বিক্রমপুরী সাহেব কে নিয়ে, উনি যেভাবে পুলিশ ও পুলিশের কথা কে উপেক্ষা করে আমাদের বোনের পাশে দাঁড়িয়েছেন, এটা হয়তো ওনার পরবর্তীতে বিপদ আসতে পারে।

সুতরাং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা বিক্রমপুরী হাফি: এর সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

তালে'বানের এক গোপন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য পেয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, তালে'বান যদি তাদের কঠোর নীতি পরিবর্তন না করে, ...
29/10/2025

তালে'বানের এক গোপন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তালে'বান যদি তাদের কঠোর নীতি পরিবর্তন না করে, তবে জনগণের অসন্তোষ শিগগিরই বিস্ফোরণের পর্যায়ে পৌঁছাবে। এর ফলে পুরনো যুদ্ধবাজ নেতাদের ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে এবং তারা জনসমর্থনও অর্জন করতে পারে।

প্রতিবেদনটি তা'লেবা'নের গোয়েন্দা প্রধান আব্দুল হক ওয়াসিকের কাছে পাঠানো হয়েছে। এতে সতর্ক করা হয়েছে যে বৈধতার সংকট, নেতৃত্বে বিভক্তি, নাগরিক স্বাধীনতার দমন, বিশেষ করে নারীদের বি'রুদ্ধে কঠোর বিধিনিষেধ এবং অস্পষ্ট অর্থনৈতিক নীতি তা'লেবান সরকারের সাথে জনগণের দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে।

এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সরকারের ভেতরে মতবিরোধ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা আর উপেক্ষা করা সম্ভব নয়। তা'লেবান গোয়েন্দারা তাই সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছে।

তবে তা'লেবান প্রশাসন এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এমনকি এই প্রতিবেদনটি কান্দাহারের নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার কাছে পেশ করা হবে কি না, সেটিও পরিষ্কার নয়।

Address

Kuakata

Telephone

+8801772665101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afghan TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afghan TV:

Share

Category