আপন নিউজ aponnews

আপন নিউজ aponnews সত্য প্রকাশে আপনার পাশে....

29/07/2025

৬ দিন সাগরে ভেসে থাকা কলাপাড়ার ১০ জেলে জীবিত উ'দ্ধা'র, এখনও নি'খোঁ'জ ৫

আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৫ জেলের মধ্যে ১০ জনকে ছয় দিন পর জীবিত উ'দ্ধা'র করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উ'দ্ধা'র'কৃতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।
উ'দ্ধা'রপ্রাপ্ত জেলেরা হলেন-লালুয়ার সাগর (২২), নোয়াখালীর হারুন (৪৫), লালুয়ার সাগর (৩৩), লালুয়ার রাজিব (২৫), লালুয়ার ইব্রাহিম (২৬), আমতলীর মহিষকাটা এলাকার রফিক (৪০), আলীপুরের হাসান আকন (৩৩), লালুয়ার রাহাত (৩৩), লালুয়ার হারুন (২৭) ও বালিয়াতলীর হাসান (৩০)।
তাদের মধ্যে রাজিব, রফিক ও রাহাতের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছেন।
তবে এখনো নি'খোঁ'জ রয়েছেন মিঠাগঞ্জের ইদ্রিস, কালাম, নজরুল, মাঝি আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিন।
জীবিত উদ্ধার হওয়া জেলে হাসান আকন জানান, “বুধবার সকালে আমরা ১৫ জন জেলে একটি ট্রলারে করে গভীর সাগরে যাই। হঠাৎ ঝড়ো বাতাসে আমাদের মাছধরা ট্রলার ডু'বে যায়। অনেক কষ্টে আমরা লাইফ জ্যাকেট ও ভাঙা ফ্লোট ধরে ছয়দিন সাগরে ভেসে থাকি। অবশেষে এক ট্রলারের মাধ্যমে আমাদের উ'দ্ধা'র করা হয়।”
উ'দ্ধা'র হওয়া জেলেরা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা নিরলসভাবে কাজ করছেন।

29/07/2025

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নি'খোঁ'জ হওয়া ১৫ জেলের মধ্যে ১০ জনকে ছয় দিন পর জীবিত উ'দ্ধা'র করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উ'দ্ধা'র'কৃতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।

জীবিত উ'দ্ধা'র হওয়া আলীপুরের মোঃ হাসান আকন ও নোয়াখালীর মোঃ হারুন জানাচ্ছেন সেই ঘটনা..

কলাপাড়ায় ৬ দিন সাগরে ভেসে জীবিত উ'দ্ধা'র ১০ জেলে, এখনও নি'খোঁ'জ-৫বিস্তারিত কমেন্টে..
29/07/2025

কলাপাড়ায় ৬ দিন সাগরে ভেসে জীবিত উ'দ্ধা'র ১০ জেলে, এখনও নি'খোঁ'জ-৫

বিস্তারিত কমেন্টে..

গভীর সমুদ্রে নি'খোঁ'জ জেলে বোড: ১৫ জন সদস্যসহ এখনো ফেরেনি একটি ট্রলারআপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার মহিপুর থেকে ছেড়ে ...
28/07/2025

গভীর সমুদ্রে নি'খোঁ'জ জেলে বোড: ১৫ জন সদস্যসহ এখনো ফেরেনি একটি ট্রলার

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার মহিপুর থেকে ছেড়ে যাওয়া একটি মাছ ধরার ট্রলার (জেলে বোড) ১৫ জন সদস্যসহ গভীর সমুদ্রে নি'খোঁ'জ হয়েছে। ২৩ জুলাই ২০২৫ সকাল আনুমানিক ১০ টার দিকে লালুয়া ইউনিয়নের বানাতি বাজার এলাকা থেকে ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। তবে এখন পর্যন্ত ট্রলার ও এর আরোহীদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

জানা গেছে, একই দিনে মোট ছয়টি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। তার মধ্যে পাঁচটি ট্রলার ইতোমধ্যে নিরাপদে ফিরে এলেও একটি ট্রলার এখনো ফিরে আসেনি। নিখোঁজ ট্রলারটির দৈর্ঘ্য আনুমানিক ৪৫ ফুট এবং মাথায় আর্ণি সংযুক্ত ছিল। ট্রলারটির রঙ নীল বলে জানা গেছে।

নিখোঁজ ১৫ জন জেলের নাম হলো: ১. রশিদ,২. রাজিব, ৩. রাহাত, ৪. নজরুল, ৫. হাসান, ৬. সাগর, ৭. হারুন, ৮. রফিক, ৯. সাগর (১), ১০. ইদ্রিস, ১১. গিয়াস, ১২. হারুন (২), ১৩. কালাম, ১৪. ইব্রাহিম ১৫. হাসান।

স্থানীয়রা ধারণা করছেন, ট্রলারটি হয়তো বাংলাদেশের জলসীমা পেরিয়ে ভারতের জলসীমায় চলে গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও উপকূলীয় বাহিনীর পক্ষ থেকে খোঁজ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

যদি কেউ নি'খোঁ'জ ট্রলার বা জেলেদের সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে: যোগাযোগ: ০১৫৭৭-২০৪০৬১।

আজকের কলাপাড়ার নিউজ...
28/07/2025

আজকের কলাপাড়ার নিউজ...

27/07/2025

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন খালেক তালুকদার।

কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান (চুন্নু) স্বাক্ষরিত এক প্রেস নোটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এক প্রেস নোটে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে লালুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক তালুকদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত আব্দুল খালেক তালুকদারকে দলকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং গতিশীল করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা রক্ষায় সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে প্রেস নোটে।

27/07/2025

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোকছেদ বেপারী (৫৫) নামে এক শ্রমিককে কু'পি'য়ে র'ক্তা'ক্ত জ'খ'ম করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে র'ক্তা'ক্ত অবস্থায় উ'দ্ধা'র করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিউজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে..

কলাপাড়ায় চু-রি হওয়া দুই মহিষ উ'দ্ধা'র, প্রকৃত মালিকের কাছে হস্তান্তরআপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়...
26/07/2025

কলাপাড়ায় চু-রি হওয়া দুই মহিষ উ'দ্ধা'র, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে চু-রি হওয়া দুইটি মহিষ উ'দ্ধা'র করেছে পুলিশ। পরে মহিষগুলো প্রকৃত মালিক লালুয়া ইউনিয়নের চাঁদুপাড়া গ্রামের কৃষক মোঃ নুরজামান হাওলাদারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রায় ৯-১০ দিন আগে নুরজামানের দুটি মহিষ চুরি হয়ে যায়। এ বিষয়ে তিনি কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চাকামইয়ার চুঙ্গাপাশা বিলে মহিষগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিষ দুটি উদ্ধার করে এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ মামুন সিকদারের জিম্মায় রাখে। পরবর্তীতে সঠিক প্রমাণের ভিত্তিতে মহিষ দুটি প্রকৃত মালিকের কাছে শনিবার (২৬ জুলাই) হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কলাপাড়া থানার এস আই মোঃ জহিরুল ইসলাম বলেন, খবর সরেজমিনে গিয়ে মহিষ দুইটি উ'দ্ধা'র করে স্থানীয় ইউপি সদস্য মামুন সিকদারের কাছে জিম্মায় রাখি, পরে মহিষের ছবি তোলে সকল থানায় এবং ফেসবুকে পোস্ট করে দিই, পরবর্তীতে সঠিক প্রমাণের ভিত্তিতে মহিষ দুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করি। তিনি আরো বলেন, কে বা কারা মহিষ দুইটি চুঙ্গাপাশা বিলে রেখেছে তা আমরা তদন্ত করছি।

26/07/2025

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
শনিবার (২৬) সকাল ১০ টায় কলাপাড়া উপজেলা প্রশাসন সভা কক্ষ (পায়রা) এই জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দশকানিতে বেড়িবাঁধ কাটার ঘটনাকে কেন্দ্র করে লালুয়া ইউনিয়ন বিএনপির প্র'তি'বা'দ সভা অনুষ্ঠিত।কলাপাড়া উপজেলার লালুয়া ইউন...
25/07/2025

দশকানিতে বেড়িবাঁধ কাটার ঘটনাকে কেন্দ্র করে লালুয়া ইউনিয়ন বিএনপির প্র'তি'বা'দ সভা অনুষ্ঠিত।

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে বেড়িবাঁধ কাটার ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্র'তি'বা'দ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বেলা ১২টায় স্থানীয় বানাতিবাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

প্র'তি'বা'দ সভায় বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর আকন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর মাতুব্বর, ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিতেন সরদার। এসময় উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম, নাজির হাওলাদার, হেলাল উদ্দিন খান, ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক শামিম সর্দার ও সাগর সাউগার প্রমুখ।
বক্তারা বলেন, জনস্বার্থে বেড়িবাঁধটি সাময়িকভাবে কাটা হয়েছিল, কারণ জোয়ারের পানিতে ওই এলাকার বিলসমূহ তলিয়ে যাচ্ছিল। সেই দৃশ্য ২৪ জুলাই আপন নিউজে লাইভ দেখে বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এবং কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর উদ্যোগে পুনরায় বেড়িবাঁধ নির্মাণ করা হয় এবং পাইপ বসানো হয়।
তবে বক্তারা অভিযোগ করে বলেন, একটি কু-চ'ক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই জনকল্যাণমূলক কাজকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অ'পপ্র'চা'রে লিপ্ত হয়েছে। তারা এই অ-প'প্রচা'রে'র বি'রু'দ্ধে স্থানীয় জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

কলাপাড়া ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনাবিস্তারিত কমেন্টে..
24/07/2025

কলাপাড়া ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে..

23/07/2025

Address

Kuakata

Alerts

Be the first to know and let us send you an email when আপন নিউজ aponnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আপন নিউজ aponnews:

Share

Category