29/07/2025
৬ দিন সাগরে ভেসে থাকা কলাপাড়ার ১০ জেলে জীবিত উ'দ্ধা'র, এখনও নি'খোঁ'জ ৫
আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৫ জেলের মধ্যে ১০ জনকে ছয় দিন পর জীবিত উ'দ্ধা'র করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উ'দ্ধা'র'কৃতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।
উ'দ্ধা'রপ্রাপ্ত জেলেরা হলেন-লালুয়ার সাগর (২২), নোয়াখালীর হারুন (৪৫), লালুয়ার সাগর (৩৩), লালুয়ার রাজিব (২৫), লালুয়ার ইব্রাহিম (২৬), আমতলীর মহিষকাটা এলাকার রফিক (৪০), আলীপুরের হাসান আকন (৩৩), লালুয়ার রাহাত (৩৩), লালুয়ার হারুন (২৭) ও বালিয়াতলীর হাসান (৩০)।
তাদের মধ্যে রাজিব, রফিক ও রাহাতের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছেন।
তবে এখনো নি'খোঁ'জ রয়েছেন মিঠাগঞ্জের ইদ্রিস, কালাম, নজরুল, মাঝি আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিন।
জীবিত উদ্ধার হওয়া জেলে হাসান আকন জানান, “বুধবার সকালে আমরা ১৫ জন জেলে একটি ট্রলারে করে গভীর সাগরে যাই। হঠাৎ ঝড়ো বাতাসে আমাদের মাছধরা ট্রলার ডু'বে যায়। অনেক কষ্টে আমরা লাইফ জ্যাকেট ও ভাঙা ফ্লোট ধরে ছয়দিন সাগরে ভেসে থাকি। অবশেষে এক ট্রলারের মাধ্যমে আমাদের উ'দ্ধা'র করা হয়।”
উ'দ্ধা'র হওয়া জেলেরা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা নিরলসভাবে কাজ করছেন।