Barlekha Islamic Tv

Barlekha Islamic Tv নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।

আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার ওয়াজ মাহফিল কুরআন তেলাওয়াত সুরা কেরাত ইসলামিক গান গজল আমার নিজের মাহফিল আমার নিজের কন্ঠে গাওয়া গজল সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক+গান নাচ হিন্দি গান ভারতি বাংলা গান স্টেজ সং অনুষ্ঠানের গান কলেজের গান স্কুলের অনুষ্ঠানের গান স্কুলের অনুষ্ঠানে ডান্স কলেজের অনুষ্ঠানের ডান্স আধুনিক গান ভাওয়াইয়া গান লোকগীতি রবীন্দ্র সংগীত নজরুল সংগীত শর্ট ভিডিও ফানি ভিডিও কমে

ডি ভিডিও পার্সোনাল ব্লক ব্লক টিক টক ভিডিও স্নেক ভিডিও রিল ভিডিও শর্ট ভিডিও যে সকল নিউজ তুলে ধরবে আপনার সামনে রাজনৈতিক খবর খেলার খবর সাংস্কৃতিক খবর দেশ ও জনপদের খবর কৃষি খবর সত্যি ঘটনা সকল প্রকার রাজনৈতিক অরাজনৈতিক খবর বিভিন্ন পোস্ট করে থাকি।

Barlekha Islamic Tv পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে

24/05/2025

হজ্জে যেতে বাবা-মার অনুমতি লাগে কি??

24/05/2025

না বালিগ ছেলে মেয়েদের নিয়ে হজ্জে গেলে তাদের হজ্জ কি আদায় হবে?? না বালিগের উপর তো হজ্জ ফরজ নয়।। ゚

23/05/2025

জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের সাথে কারা গাদ্দারী করেনি?
জামায়াতের সাবেক আমীর শহীদ অধ্যাপক গোলাম আযম (রহ) এর সাথে প্রথম গাদ্দারী করেছে শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা হাসিনা। ৭০ এর নির্বাচনে শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করতে ভূট্ট এবং ইয়াহিয়াকে চাপ দিয়েছে জামায়াতে ইসলামী কিন্তু দেখা গেলো সেই আওয়ামীলীগই জামায়াতকে কোনঠাসা করেছে ৭২ সালে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে।
তথ্যসূত্র "জীবনে যা দেখলাম"
দ্বিতীয় গাদ্দারী করেছে মেজর জিয়াউর রহমান। ৭ই নভেম্বর ইসলামপন্থী সৈনিকদের মাধ্যমে আপদ মস্তক বামপন্থী কর্ণেল তাহেরের অনুগত মেজর জিয়াকে মুক্ত করে সৈনিক থেকে রাষ্ট্রীয় সেনাপতি করা সেই সাথে গোলাম আযম সাহেব পুরো মধ্যপ্রাচ্যে মেজর জিয়াকে সমর্থন দেওয়ার জন্য চিঠি লিখেছেন যাহা অধ্যাপক গোলাম আযমের আত্মজীবনীতে লিখেছেন। ফলাফল স্বরুপ মেজর জিয়াও জামায়াতের সাথে গাদ্দারী করতে ভুল করেনি। অবশ্য মৃত্যুর পূর্বে মেজর জিয়া এর জন্য অনুতপ্ত হয়েছেন।
তথ্যসূত্র "জীবনে যা দেখলাম"
তৃতীয় গাদ্দারী করেছে বেগম খালেদা, ১৯৯১ সালে জামায়াতের নিঃশর্ত সমর্থন নিয়ে সরকার গঠন করেছে বিএনপি অথচ সরকার গঠনের পরপরই অধ্যাপক গোলাম আযমের নাগরিকত্ব বাতিল করে দেয় বিএনপি, সারাদেশে ছাত্রদলের স-ন্ত্রা-সীরা শিবিরের ৬৮ জন নেতা-কর্মী কে খুন করেছে। বাংলাদেশের জন্মের পরে আদালত কর্তৃক একমাত্র লিখিত ও বৈধ নাগরিক শহীদ অধ্যাপক গোলাম আযম (রহ)। তথ্যসূত্রঃ "জীবনে যা দেখলাম "
২৪শের ২য় স্বাধীনতা আন্দোলনের পুরো ক্রেডিট জামায়াত শিবিরের নেওয়ার কথা ছিলো কিন্তু তারা নেয়নি। তারা পুরো জাতির জন্য উৎসর্গ করে দিয়েছে। তার প্রতিদান স্বরুপ ছোটলোকের বাচ্চারা জামায়াতকে এক হাত দিয়েছে। জামায়াত শিবিরের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচারের কাজে লেগেছে। ফলাফল নিজেরাই এখন কোনঠাসা।
এই লিখার উপসংহার হচ্ছে জামায়াতকে ছাড়া এই জাতির কোন ইতিহাস নেই। যারাই জামায়াতকে ছাড়া ইতিহাস রচনা করার ক্রেডিট নিতে চাইবে তারাই আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে ইনশাআল্লাহ। জামায়াতের সমর্থন হারিয়ে মুজিব, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা, ইউনুস কেউই এদেশে রাজনীতিতে টিকে থাকতে পারেনি, ইনশাআল্লাহ পারবে না। জামায়াত এদেশে এক অপ্রতিরোধ্য শক্তি। অনেক আহম্মক টিপ্পনী কাটে জামায়াত কয় আসন পাবে? বিপ্লবীরা আসন দিয়ে ইতিহাস রচনা করেনা তারা বিপ্লব দিয়ে ইতিহাস পালটায়৷
পরিতাপের বিষয় হচ্ছে জামায়াত বিপ্লবের নেতৃত্ব দিয়েছে বারবার কিন্তু কেন জানি ফলাফল ভোগ করার সময় জামায়াত ভুল করে ফলে সেই বিপ্লবের ফলাফল হাইজ্যাক হয়ে যায়। আমি বুঝিনা জামায়াত ইচ্ছাকৃত এই ভুল করে নাকি ভীনদেশী ষড়যন্ত্রের স্বীকার হয় বারবার?

#কালেক্টেড

21/05/2025
যে তিনটি বিষয় অবশ্যই গোপন রাখবেন।মানুষের জীবন বড় অদ্ভুত! জীবনে বেঁচে থাকার জন্য এবং নিজের জীবনটাকে সুন্দর আর সুগঠিত রাখত...
19/05/2025

যে তিনটি বিষয় অবশ্যই গোপন রাখবেন।

মানুষের জীবন বড় অদ্ভুত! জীবনে বেঁচে থাকার জন্য এবং নিজের জীবনটাকে সুন্দর আর সুগঠিত রাখতে, তাকে শিখতে হয় নানান কৌশল, অবলম্বন করতে হয় নানান উপায়। কখনো তাকে প্রকাশমান থাকতে হয়, কখনো-বা নিজের মধ্যে জমা রাখতে হয় অনেক গল্প। সবটাই তার টিকে থাকা আর বেঁচে থাকার তাগিদ থেকেই।

১.আপনার ভবিষ্যৎ পরিকল্পনা:

জীবনের এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনি হয়ত নতুন একটা কিছুর পরিকল্পনা করছেন, তাই তো? আপনার ধারণা, এই পরিকল্পনা মতো এগুতে পারলে বদলে যাবে আপনার জীবন। আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। শুধু আপনি একাই নন, এই পরিকল্পনা বাস্তব রূপ পেলে বদলে যাবে আরও অনেকগুলো মানুষের জীবনধারা। তারা হতে পারে আপনার পরিবার-পরিজন, হতে পারে আপনার বন্ধু বা শুভাকাঙ্খী সমাজ।

সেই পরিকল্পনা হতে পারে কোনো ব্যবসা বা স্টার্টাপ যেটা একান্ত আপনার মস্তিষ্কপ্রসূত। যেটা এখনও পর্যন্ত আপনার মস্তিষ্কের ভেতরেই অঙ্কুরোদগম অবস্থায় আছে। যা সম্পর্কে আর কেউ কিচ্ছু জানে না।

সেই পরিকল্পনা হতে পারে কোনো সামাজিক উদ্যোগ যেটা একটা নতুন ধারার সৃষ্টি করবে সমাজে। যেখান থেকে উপকৃত হবে সমাজের সকল স্তরের মানুষ।

সেটা হতে পারে ভালো কোনো চাকরির প্রস্তুতি, ভালো কোনো উদ্যোগ অথবা অন্য যেকোনোকিছু।

ভবিষ্যতের পরিকল্পনা হিশেবে যা-কিছুই আপনি এই মুহূর্তে চিন্তা করছেন, তা জনে জনে কখনোই বলে বেড়ানো উচিত নয়।

আপনি জেনে অবাক হবেন, আপনার পরিকল্পনা জেনে যাওয়ার পর, অনেকগুলো লোলুপ চোখ আর লোলুপ হাত সেই পরিকল্পনা হাইজ্যাক করার চেষ্টায় মেতে উঠতে পারে। আপনি যাতে নিজের পায়ে দাঁড়াতে না পারেন, আপনি যাতে আপনার মিশনে সফল হতে না পারেন, সেই চেষ্টা প্রাণপণে করে যাবে এমনকিছু মানুষ, যাদেরকে আপনি ভালোবেসে আর বিশ্বাস করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাটা জানিয়েছিলেন। যে পরিকল্পনা নিয়ে আপনি রাতের পর রাত চিন্তা করেছেন, স্কেচিং করেছেন, দিন আর রাত এক করে যে জিনিস দাঁড় করানোর জন্য আপনি গাধার মতো খেটেছেন, সেই পরিকল্পনাকে ধূলিসাৎ করতে একজন 'অসৎ' মানুষই যথেষ্ট।

সুতরাং, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যাকে-তাকে বলে বেড়াবেন না।

২. আপনার উপার্জন বা সমৃদ্ধির গল্প :

আপনার ইনকামের চারপাশে আপনি যাদের সাথে মেশেন, হেসে কথা বলেন, সুখ-দুঃখের গল্প করেন, সবাই কিন্তু আপনার সত্যিকার শুভাকাঙ্খী নয়।

পরেরবার থেকে, আপনার ব্যবসা যদি খুব ভালো করতে শুরু করে, যদি আপনার খুব দ্রুত প্রমোশান হয়, কিংবা যদি আপনার আয় উপার্জনের ক্ষেত্রগুলো উন্নতি করতে শুরু করে, সার্কেলের সকললে সেই কথা বলে বেড়ানো থেকে বিরত থাকুন।

প্রথমত, মানুষ অন্যের উন্নতি সহ্য করতে পারে খুবই কম। ইবলিশ আদম আলাইহিস সালামের মর্যাদা আর উন্নতিকে সহ্য করতে পারেনি। আদম আলাইহিস সালামের দুই সন্তান, হাবিল আর কাবিলের মাঝে দ্বন্ধের সূত্রপাত ঘটেছে উন্নতি আর মর্যাদা সহ্য করতে না পারার ঘটনা থেকে।

দ্বিতীয়ত, আপনার উন্নতি আর সমৃদ্ধি সম্পর্কে যদি সকলে জ্ঞাত থাকে, তাহলে তাদের অনেকবেশি প্রত্যাশা জন্মাবে আপনার উপর। সেই প্রত্যাশা যদি আপনি পূরণ করতে না পারেন, সেখান থেকে সম্পর্কে টানাপোড়েন তৈরি হবে এবং তা অনেকসময় শত্রুতাতেও পরিণত হতে পারে।
সুতরাং, আপনার উন্নতি আর সমৃদ্ধির গল্প যথাসম্ভব গোপন রাখুন।

৩.আপনার সংসারের সুখের গল্প:

দুনিয়াতে অসুখী মানুষের সংখ্যাই বেশি। আর, মানুষের একটা স্বভাব হলো-সে অন্যের সুখ সহ্য করতে পারে খুবই কম।

আপনার সংসারে যদি সুখের ফোয়ারা বহমান থাকে, যদি আপনার বাবা-মা, স্ত্রী, সন্তান-সকলকে নিয়ে আপনি একটা সুখের রাজ্যে বাস করে থাকেন, আমার বিনীত অনুরোধ, মানুষকে সেই সুখের গল্প বলে বেড়ানো থেকে দূরে থাকুন।

কারণ, বদনজর সত্য।

আপনার সুখের গল্প শুনে কারও মনে যদি তার অতৃপ্তি আর অপ্রাপ্তির বিষাদ জেগে উঠে, সে যদি ঈর্ষাপ্রবণ হয়ে পড়ে, এই একটা সাধারণ ঘটনাই আপনার সুখের জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে।

সুতরাং, আপনার সংসারের সুখের গল্পটাকে আপনার ঘরের চার দেয়ালে বন্দী রাখুন।

18/05/2025

এই ছাত্র উপদেষ্টা ছাত্র ও যুবসমাজের সমস্যা নিয়ে কথা না বলে , জামায়াত ও ৭১ নিয়ে কথা কেন বলছে ? প্রশাসনে বসে ফ্যাসিবাদের দোষরদের ব্যাপারে সে নিরব কেন??
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংগীত গাওয়া এসব তরুণদের পরিচয় কি ??
তারা নতুন শ্লোগান কেন দিচ্ছে?? এই তরুণদের বেশিরভাগ ৭১ এর আসল ইতিহাস জানেনা। তাদেরকে ৫২ বছর যাবত যে মিথ্যা ইতিহাস জানানো হয়েছে তারা সেটাই আওড়াচ্ছে।
এ সময় ইসলামপন্থীদের কি করণীয়

18/05/2025

বে**শ্যা*র আবার কিসের হি*স্যা?? এরা পাহাড় থেকে সেনা শাসন সরায়ে দেশের অখন্ডতা ধ্বংস করে দিতে চায়। এরা আমাদের ঘরসংসার সব ধ্বংস করে দিতে চায়। এদের প্রতিহত করুন।।

18/05/2025

লাঠালাঠি করে না*রী*র সমতা প্রতিষ্ঠার চেষ্টা ও মিডিয়ার প্রচারণা। দেশের মূল ধারার নারীদের থেকে বিচ্ছিন্ন এদেরকে দেশে বাঁচিয়ে রেখেছে মিডিয়া। অথচ লক্ষ লক্ষ মানুষের প্রোগ্রামকেও তারা সেভাবে প্রচার করেনা।

18/05/2025

নাউজুবিল্লাহ , নাউজুবিল্লাহ। শিক্ষিত হয়ে এরা এসব কি বলে?? এরা কাদের ইশারায় চলে। এদের অনুষ্ঠানে দেশবিরোধী ষড়যন্ত্র কারীরা কি করে???

18/05/2025

ওরা শারিরীক সম্পর্কের স্বাধীনতা চায়। ゚

‘ছাত্রজনতা আল্লাহু আকবার স্লোগান দিয়ে, শ'হী'দ হতেই গিয়েছিলো’; জুলাই কারও ব্যক্তিগত কারিশমা নয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য...
17/05/2025

‘ছাত্রজনতা আল্লাহু আকবার স্লোগান দিয়ে, শ'হী'দ হতেই গিয়েছিলো’; জুলাই কারও ব্যক্তিগত কারিশমা নয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য: সাদিক কায়েম

কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত১৫ মে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ...
16/05/2025

কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত

১৫ মে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নায়েবে আমীরগণ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, দেশের প্রতিটি ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো কথা এবং বক্তব্য-মন্তব্য করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। সর্বোপরি সকল শ্রেণি পেশার মানুষদের সাথে নিয়ে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আশা করি আপনারা সকলে বিষয়টির দিকে গুরুত্বসহকারে নজর দেবেন।

পরিশেষে তিনি প্রিয় জন্মভূমি বাংলাদেশকে হেফাযত করার জন্য মহান রবের নিকট দোয়া কামনা করে বলেন, সকল চক্রান্ত-ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাযত করুন এবং বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ স্থিতিশীল দেশ হিসেবে কবুল করুন।

Address

Boc Kesrigul Barlekha Maulovibazar
Kulaura
3252

Telephone

+8801722590059

Website

https://www.facebook.com/barlekhaislamictv/about_details

Alerts

Be the first to know and let us send you an email when Barlekha Islamic Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barlekha Islamic Tv:

Share

Category