Taj Painter

Taj Painter আসসালামু আলাইকুম. Welcome To
https://www.youtube.com/

03/07/2025

সাঈদী সাহেব ইতিহাসের সাহসী ইমামদের উদাহরণ দিতে গিয়ে বলেছিলেন দিল্লি জামে মসজিদের ইমাম সৈয়দ আবদুল্লাহ বোখারী রাহিমাহুল্লার কথা। তিনি সম্রাট শাহজাহান নির্মিত উপমহাদেশের ঐতিহ্যবাহী এই মসজিদটির ১২তম ইমাম ছিলেন। ১৯৭৩ সালের ৮ জুলাই থেকে ২০০০ সালের ১৪ অক্টোবর পর্যন্ত আবদুল্লাহ বোখারী উক্ত মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন। বর্তমানে তাঁর ছেলে আহমেদ বুখারী ইমামতি করছেন সেখানে।

কলকাতা হাইকোর্টে আল কুরআনের বিরুদ্ধে মামলা করার প্রেক্ষিতে সৈয়দ আবদুল্লাহ বুখারীর একটি বক্তব্যের কথা বলছিলেন সাঈদী সাহেব। সেই বক্তব্যে আবদুল্লাহ বুখারী বলেছিলেন, 'আমি শুধু দিল্লি জামে মসজিদের ইমাম নই, গোটা হিন্দুস্তানের ২০ কোটি মুসলমানের ইমাম হিসেবে বলছি– আল কুরআনকে ব্যান করে যে জজ রায় দেবে, তাকে আমি পায়ের নিচে ফেলে বামহাত দিয়ে তার জিহ্বা ছিঁড়ে ফেলে দেবো।' খোদ হিন্দুস্তানের রাজধানীতে দাঁড়িয়ে এই ভাষায় কথা বলতে দম লাগে, ঈমান লাগে।

সাঈদী সাহেব মূলত হাজারে হাজার এমন ইমাম, এমন দাঈ প্রত্যাশা করেছিলেন বাংলাদেশের আনাচেকানাচে। মাওলানা সৈয়দ আবদুল্লাহ বুখারী এবং সাঈদী সাহেব মাত্র চৌদ্দ বছরের ব্যবধানে পৃথিবী ছাড়েন। আবদুল্লাহ বুখারী ইন্তেকাল করেন ২০০৯ সালের ৮ জুলাই। অন্যদিকে আল্লামা সাঈদী ইন্তেকাল করেন ২০২৩ সালের ১৪ আগস্ট। অবশ্য শাহী ইমাম আবদুল্লাহ বুখারী সাঈদী সাহেবের প্রায় ১৮ বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন।

প্রশ্ন হলো– এখন আর আবদুল্লাহ বুখারী, আল্লামা সাঈদীর মতো সাহসী ইমাম এবং দাঈ তৈরি হচ্ছে না কেন? ইমাম এবং খতিবরা যখন থেকে মসজিদ কমিটিকে তাঁদের রিজিকের মালিক মনে করে নিয়েছেন, দাঈরা যখন থেকে কন্ট্রাক্ট করে টাকা নিয়ে দাওয়াহ দেওয়ার প্রচলন করেছেন; তখন থেকেই তাঁরা হারিয়ে ফেলেছেন তাঁদের মর্যাদা। ফলতঃ পাতিনেতারা এখন তাঁদের চোখ বাস্ট করে দেওয়ার হুমকি দেখায়। মসজিদের বেনামাজি সভাপতির কথায় উঠতে হয়, বসতে হয়।

'যেমন ইমাম চাই'
©

23/06/2025

কাতারে ইরান কেন হা-মলা করলো, সেটা না বলে বলুন কাতারে আমেরিকার সেনা ঘাটি কেনো। ইরান ক্লিয়ার করে বলে দিছে,কাতার নয় শুধু আমেরিকার সেনা ঘাটিতে হামলা করবে। বাংলাদেশের প্রবাসী যারা আছেন, পরিবারের সবাইকে বলুন অতিরিক্ত চিন্তা না করতে আর যারা আমেরিকা দুর্তাবাসের পাশে থাকেন আপনার দয়া করে নিরাপদ স্থানে চলে যান কিছু দিনের জন্য।

13/06/2025

সল্লাল্লাহু আলাইহী ওয়া,সাল্লাম

07/06/2025

আসসালামু আলাইকুম,
সবাইকে পবিত্র ঈদুল আয'হার শুভেচ্ছা
ঈদ মোবারক।

টাকায় মসজিদের ছবি থাকলে, মন্দিরের ছবি থাকতে পারবে না কেন?প্রশ্নটা যৌক্তিক, কারণ বাংলাদেশ একটি সেকুলার রাষ্ট্র — এখানে সব...
04/06/2025

টাকায় মসজিদের ছবি থাকলে, মন্দিরের ছবি থাকতে পারবে না কেন?

প্রশ্নটা যৌক্তিক, কারণ বাংলাদেশ একটি সেকুলার রাষ্ট্র — এখানে সব ধর্মের মানুষ বাস করে। তাই সব ধর্মীয় স্থাপনার সম্মানও রাষ্ট্রীয়ভাবে দেওয়া যেতে পারে।

কিন্তু প্রশ্নটা উঠছে তখন, যখন ২০ টাকার নোটে আগে ছিল 'ষাট গম্বুজ মসজিদ' — সেই জায়গাতেই এখন দেওয়া হয়েছে 'কান্তজীর মন্দির'।

প্রশ্ন হলো, মসজিদের জায়গাতেই কেন মন্দির?
৫০ টাকার নোটে অন্য কিছু ছিল — সেখানে কেন দেয়া হলো না? বা একদম নতুন কোনো নোটে কেন নয়? এমনকি ১০০, ৫০০ টাকাতেও দেওয়া যেত।

এই জায়গায় মুসলিম সমাজের একটা স্বাভাবিক কৌতূহল, এমনকি ক্ষোভও দেখা দিচ্ছে — কারণ তারা এটিকে ‘প্রতিস্থাপন’ হিসেবে দেখছে, 'সহাবস্থান' হিসেবে নয়।
আমরা দাদাদের দেশে (ভারত) মসজিদ ভেঙে মন্দির বানানোর অনেক দৃষ্টান্ত দেখেছি।
তাই বাংলাদেশের মতো স্পর্শকাতর জায়গায় এমন কাজ যদি ইচ্ছাকৃত হয়, তবে সেটা বিশাল সংকট তৈরি করতে পারে।

এটা কি নিছক নোটের ডিজাইন পরিবর্তন?
নাকি মুসলিম জনসাধারণকে উসকে দেওয়ার চেষ্টা? নাকি পরিকল্পিত কোনো প্ররোচনা?

এই প্রশ্নগুলো নিঃসন্দেহে খতিয়ে দেখা দরকার — কারণ ধর্মীয় অনুভূতি এখানে নিছক আবেগ নয়, বরং জনগণের অন্তরের গভীরে গাঁথা বিশ্বাস।

আমরা চাই শান্তি, সহাবস্থান, সম্মান —
কিন্তু সম্মানের নামে এক পক্ষের জায়গা দখল করে আরেক পক্ষকে দিলে সেটা সম্মান নয়, বরং বিভাজন।
©P

01/06/2025

রবি সিমে ২০ মিনিট এবং ২৫০ এমবি ফ্রী পেতে
ডায়াল করুন। *212*01 #
মেয়াদ ৪৮ ঘন্টা)

20/05/2025

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ

বলুন: তোমরা কি ভেবে দেখেছ—যদি তোমাদের পানি ভূগর্ভে বিলীন হয়ে যায়, তবে কে তোমাদের জন্য প্রবাহমান পানি এনে দেবে?

এই আয়াতে আল্লাহ তা’আলা মানুষের উপর তাঁর অগণিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন—বিশেষ করে পানি, যা ছাড়া জীবনের অস্তিত্বই কল্পনা করা যায় না।

এই আয়াত আমাদের শেখায়:

যদি আল্লাহ পানির উৎস সরিয়ে দেন, তাহলে মানুষের পক্ষে কিছুই করার থাকবে না।এটি একটি গভীর চিন্তার আহ্বান, যাতে আমরা আল্লাহর নিয়ামত ও দয়াকে উপলব্ধি করি এবং কৃতজ্ঞ হই।
(সুরা মুলক আয়াত ৩০)

16/05/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

07/05/2025

পাহাড়ের চুড়ায় গম ছিটিয়ে দাও,
যেন কেউ বলতে না পারে,
মুসলিমদের দেশে পাখিরা ক্ষুদার্ত থাকে।
(হযরত ওমর রা আনহু)

03/05/2025

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
এবং যারা বলে, হে আমার পালনকর্তা, আমাদের কাছথেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও। নিশ্চয় এর শাস্তি নিশ্চিত বিনাশ;
সুরা ফুরকান ৬৫

01/05/2025

ফিলি-/স্তিনি শিশু ও মায়েদের চোখের অশ্রু
আগুন হয়ে জ্বালিয়ে দিচ্ছে ওদের আস্তানা,
আঙিনা, আবাসন, আস্ফালন।
যখন উদবাস্তুর মত ওদের পালাতে দেখি
সামান্য আশ্রয়ের চোখে,
তখন মনের অজান্তেই ভেতর থেকে বের হয় আসে,
আলহামদুলিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামীন।

Address

Kulaura Moulovibazar
Kulaura
3230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taj Painter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share