Taj Painter

Taj Painter আসসালামু আলাইকুম. Welcome To
https://www.youtube.com/

20/09/2025

দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে। মুসা (আঃ) জানতেন না সাগর চিরে রাস্তা তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন এবং তাই হয়েছিলো।

আসুন! সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করি।

12/09/2025

Interior:Distemper
Colour: Garden Green

06/09/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ

Exterior: Weather,CoatColour :Cream
31/08/2025

Exterior: Weather,Coat
Colour :Cream

Interior: Distemper Colour :Off White
25/08/2025

Interior: Distemper
Colour :Off White

11/08/2025

ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ (ﷺ)
صَــــــــــــــــلَّ اللهُ عَلَيْـــــــــهِ و سَـــــــــــلَّمَ

06/08/2025

আল্লামা সাঈদীকে যারা র|'জা'কার বলে তারা পিতৃ পরিচয়হীন জ|'র'জ সন্তান।

01/08/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

27/07/2025

لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেবো।
(সুরা ইবরাহীম, ৭)

22/07/2025

প্রশ্ন: তওবায়ে নাসুহা কি? কুরআনে কি নাসুহা নামক কোনও ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয়েছে যে, তোমরা নাসুহার মত তওবা করো। এর প্রকৃত অর্থ কি?

উত্তর:
আল্লাহ আমাদেরকে তওবায়ে নাসূহা করার নির্দেশ দিয়ে বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّـهِ تَوْبَةً نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمْ أَن يُكَفِّرَ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ
“হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবায়ে নাসূহা তথা আন্তরিক তওবা করো। আশা করা যায়, তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। (সূরা তাহরীম: ৬৬)

◈◈ তাওবায়ে নাসুহা এর সঠিক অর্থ ও ব্যাখ্যা:

◍ তওবায়ে নাসূহা অর্থ: খাঁটি ও নির্ভেজাল তওবা, একনিষ্ঠতা ও আন্তরিকতাপূর্ণ তওবা। অর্থাৎ এমন আন্তরিকতা ও দৃঢ় প্রত্যয় সহকারে তওবা করা যে, তওবা কারী আর কখনো জেনেবুঝে উক্ত গুনাহে লিপ্ত হবে না।

নিম্নে এ বিষয়ে সাহাবি, তাবেঈ ও মুফাসসিরদের অভিমত উল্লেখ করা হল:

◍ ইবনে কাসির রহঃ বলেন, তওবায়ে নাসুহ অর্থ: توبة صادقة جازمة “সত্য ও প্রত্যয় পূর্ণ তওবা।”

◍ তাফসিরে মুয়াসসার গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে:
ارجعوا عن ذنوبكم إلى طاعة الله رجوعا لا معصية بعده
“তোমরা তোমাদের গুনাহ থেকে আল্লাহর আনুগত্যের পথে এমনভাবে ফিরে আসো যেন পরে আবার গুনাহর দিকে ফিরে না যাও।”

سُئل عمر عن التوبة النصوح، قال: التوبة النصوح: أن يتوب الرجل من العمل السيئ، ثم لا يعود إليه أبدًا

◍ উমর রা.কে তওবায়ে নাসুহ সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি বলেন মানুষ খারাপ কাজ থেকে তওবা করবে অতপর আর কখনও ফিরে আসবে না।”

عن ابن عباس لا يعود صاحبها لذلك الذنب الذي يتوب منه
◍ ইবনে আব্বাস বলেন, “তওবা কারী যে গুনাহ থেকে তওবা করবে সে গুনাহে আর ফিরে আসবে না।”
عن مجاهد قال: يستغفرون ثم لا يعودون
◍ মুজাহিদ থেকে বর্ণিত হয়েছ, তিনি বলেন, “আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার পর আবার সে অন্যায় করবে না।” (সূত্র: তাফসিরে ত্ববারাী)

◈◈ তওবা নাসুহা এর ভুল ব্যাখ্যা:

আমাদের সমাজে কতিপয় বক্তাকে বলতে শুনা যায়, “পূর্ব যুগে নাসূহা নামে একজন বুজুর্গ লোক ছিল। আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমরা সেই নাসূহার মত তওবা করো।” কিন্তু এই ব্যাখ্যাা কোনও নির্ভরযোগ্য তাফসিরে আসে নি। সুতরাং তা বানোয়াট কথা।

03/07/2025

সাঈদী সাহেব ইতিহাসের সাহসী ইমামদের উদাহরণ দিতে গিয়ে বলেছিলেন দিল্লি জামে মসজিদের ইমাম সৈয়দ আবদুল্লাহ বোখারী রাহিমাহুল্লার কথা। তিনি সম্রাট শাহজাহান নির্মিত উপমহাদেশের ঐতিহ্যবাহী এই মসজিদটির ১২তম ইমাম ছিলেন। ১৯৭৩ সালের ৮ জুলাই থেকে ২০০০ সালের ১৪ অক্টোবর পর্যন্ত আবদুল্লাহ বোখারী উক্ত মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন। বর্তমানে তাঁর ছেলে আহমেদ বুখারী ইমামতি করছেন সেখানে।

কলকাতা হাইকোর্টে আল কুরআনের বিরুদ্ধে মামলা করার প্রেক্ষিতে সৈয়দ আবদুল্লাহ বুখারীর একটি বক্তব্যের কথা বলছিলেন সাঈদী সাহেব। সেই বক্তব্যে আবদুল্লাহ বুখারী বলেছিলেন, 'আমি শুধু দিল্লি জামে মসজিদের ইমাম নই, গোটা হিন্দুস্তানের ২০ কোটি মুসলমানের ইমাম হিসেবে বলছি– আল কুরআনকে ব্যান করে যে জজ রায় দেবে, তাকে আমি পায়ের নিচে ফেলে বামহাত দিয়ে তার জিহ্বা ছিঁড়ে ফেলে দেবো।' খোদ হিন্দুস্তানের রাজধানীতে দাঁড়িয়ে এই ভাষায় কথা বলতে দম লাগে, ঈমান লাগে।

সাঈদী সাহেব মূলত হাজারে হাজার এমন ইমাম, এমন দাঈ প্রত্যাশা করেছিলেন বাংলাদেশের আনাচেকানাচে। মাওলানা সৈয়দ আবদুল্লাহ বুখারী এবং সাঈদী সাহেব মাত্র চৌদ্দ বছরের ব্যবধানে পৃথিবী ছাড়েন। আবদুল্লাহ বুখারী ইন্তেকাল করেন ২০০৯ সালের ৮ জুলাই। অন্যদিকে আল্লামা সাঈদী ইন্তেকাল করেন ২০২৩ সালের ১৪ আগস্ট। অবশ্য শাহী ইমাম আবদুল্লাহ বুখারী সাঈদী সাহেবের প্রায় ১৮ বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন।

প্রশ্ন হলো– এখন আর আবদুল্লাহ বুখারী, আল্লামা সাঈদীর মতো সাহসী ইমাম এবং দাঈ তৈরি হচ্ছে না কেন? ইমাম এবং খতিবরা যখন থেকে মসজিদ কমিটিকে তাঁদের রিজিকের মালিক মনে করে নিয়েছেন, দাঈরা যখন থেকে কন্ট্রাক্ট করে টাকা নিয়ে দাওয়াহ দেওয়ার প্রচলন করেছেন; তখন থেকেই তাঁরা হারিয়ে ফেলেছেন তাঁদের মর্যাদা। ফলতঃ পাতিনেতারা এখন তাঁদের চোখ বাস্ট করে দেওয়ার হুমকি দেখায়। মসজিদের বেনামাজি সভাপতির কথায় উঠতে হয়, বসতে হয়।

'যেমন ইমাম চাই'
©

Address

Kulaura Moulovibazar
Kulaura
3230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taj Painter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share