সাম্প্রতিক কুলাউড়া

সাম্প্রতিক কুলাউড়া একটু ভিন্ন চিন্তা ধারার

নিখোঁজ রিয়াকে পেতে সহযোগিতা করুননাম: সাদিয়া জান্নাত রিয়াশিক্ষা প্রতিষ্ঠান: ভাটেরা স্কুল এন্ড কলেজশ্রেণি: একাদশঠিকানা:গ্র...
18/06/2025

নিখোঁজ রিয়াকে পেতে সহযোগিতা করুন

নাম: সাদিয়া জান্নাত রিয়া

শিক্ষা প্রতিষ্ঠান: ভাটেরা স্কুল এন্ড কলেজ
শ্রেণি: একাদশ
ঠিকানা:
গ্রাম: (রায়েন মিয়ার বাড়ি)
৮নং ওয়ার্ড, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন
উপজেলা: ফেঞ্চুগঞ্জ
জেলা: সিলেট

নিখোঁজ হওয়ার স্থান ও সময়:
ভাটেরা স্কুল এন্ড কলেজ থেকে বাড়ি ফেরার পথে
তারিখ: ১৫ জুন, রোজ রবিবার
বর্তমানে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

যোগাযোগ:
📞 মোবাইল নম্বর: ০১৭৩৮৮৬২৭১৬

নাফিসাকে পেতে সহোযোগিতা করুননাম: নাসিফা জান্নাত আনজুমবয়স: 15 বছরঠিকানা: শেরপুর এলাকা, ব্রাহ্মণবাজার ইউনিয়ন, কুলাউড়া উ...
13/06/2025

নাফিসাকে পেতে সহোযোগিতা করুন

নাম: নাসিফা জান্নাত আনজুম
বয়স: 15 বছর
ঠিকানা: শেরপুর এলাকা, ব্রাহ্মণবাজার ইউনিয়ন, কুলাউড়া উপজেলা, মৌলভিবাজার

নিখোঁজ হওয়ার তারিখ: 12 জুন (সকাল)

নাসিফা জান্নাত আনজুম বাড়িতে বাইরে যাওয়ার পর আর ফেরেননি। অনেক খোঁজ করেও তাঁর সন্ধান না পেয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

আপনি যদি নাসিফা জান্নাত আনজুম সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে 01723-938535 এই নম্বরে অথবা নিকটস্থ থানায় জানান।

10/06/2025

⭕Live সরাসরি সম্প্রচার *বাংলাদেশ VS সিঙ্গাপুর *

09/06/2025

ছকাপনে ছু*ড়ি*কা*ঘা*তে হ-ত্যা চেষ্টা

05/06/2025

Makkah Live

কুলাউড়া উপজেলার বাসিন্দা এবং সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সঞ্...
11/05/2025

কুলাউড়া উপজেলার বাসিন্দা এবং সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সঞ্জয় পাশী জয়কে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

রবিবার (১১ মে) বিকেলে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড এলাকায় অবস্থিত গ্র্যান্ড সুলতান রিসোর্টের পাশে একটি দোকান থেকে তাকে আটক করে পুলিশের একটি বিশেষ দল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সঞ্জয় পাশীর বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা রয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে।

13/04/2025

ট্রাকের নিচে চাপা পরে প্রাণ গেলো।
অবশ্যই হ্যালমেট ব্যবহার করুন।

04/04/2025

ড. ইউনুসের নরেন্দ্র মুদির সাথে বৈঠক।

03/04/2025

গাজীপুরের শ্রীপুরের সাত খামাইর রেল স্টেশনের কাছে জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অ'গ্নি'কা'ণ্ড ঘটেছে। ট্রেনটিতে চলন্ত অবস্থায় আ'গু'ন লাগলে সাতখামার স্টেশনের কাছে থামানো হয়।

02/04/2025

সিলেটে ঝটিকা মিছিল করেছে নি'ষি'দ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এবার আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও সাবেক সংসদ সদস‌্য শ‌ফিউল আলম চৌধুরী না‌দেলের অনুসা‌রীরা এ মি‌ছিল বের ক‌রেন।

01/04/2025

কুলাউড়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫
প্রধান অতিথি ডা: শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামাতে ইসলামী

আয়োজনে : বাংলাদেশ জামাতে ইসলামী,কুলাউড়া উপজেলা।

কুলাউড়ায় তিনটি জলমহাল সরকারি নিয়ন্ত্রণে ফিরলোকুলাউড়ায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা তিনটি জলমহাল সরকারি রেজিস্ট্রারে অন্তর...
27/03/2025

কুলাউড়ায় তিনটি জলমহাল সরকারি নিয়ন্ত্রণে ফিরলো

কুলাউড়ায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা তিনটি জলমহাল সরকারি রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৫ আগস্টের পর প্রশাসনের উদ্যোগে এগুলো দখলমুক্ত করে সরকারের অধীনে আনা হয়।

বিন্দারাণির দিঘি: ৭ একর আয়তনের এই ঐতিহাসিক দিঘিটি ২০১৪ সাল থেকে একটি প্রভাবশালী গোষ্ঠীর দখলে ছিল। তারা বিভিন্ন মামলা-মোকদ্দমার মাধ্যমে জলাশয়টি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। ২০২৪ সালের ডিসেম্বর মাসে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সমন্বিত উদ্যোগে দিঘিটি পুনরুদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে আনেন। মামলার নিষ্পত্তির পর উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ লাখ ৫০০ টাকায় বছরের বাকি তিন মাসের জন্য ইজারা দেওয়া হয়। পরবর্তীতে ১লা বৈশাখ ১৪৩২ বাংলা হতে নতুন ইজারা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দীর্ঘ ১১ বছর পর জলাশয়টি আবার সরকারি নিয়ন্ত্রণে ফিরে এলো।

হ্যালিপ্যাড পুকুর: কাদিপুর ইউনিয়নের অন্তর্গত ২ একর আয়তনের হ্যালিপ্যাড পুকুরটি ফানাই নদীর সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সারাবছর প্রচুর মাছের আনাগোনা থাকে। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক মহলের প্রভাবের কারণে সরকার এটি নিয়ন্ত্রণে আনতে পারেনি। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি ব্যবস্থাপনায় মাছ আহরণ ও বিক্রির মাধ্যমে পুকুরটির মালিকানা পুনঃপ্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের অনুমোদনক্রমে পুকুরটি সায়রাত রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করা হয়। ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ইজারার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কাটুয়া বিল: ২৬ একর আয়তনের কাটুয়া বিলটি চকিয়া বিলের পার্শ্ববর্তী জলাশয়, যা দীর্ঘদিন ধরে স্থানীয় মৎস্যজীবী গোষ্ঠীর দখলে ছিল। প্রতিবছর এখান থেকে ১০-১৫ লাখ টাকার মাছ আহরণ করা হলেও সরকার কোনো রাজস্ব পেত না। বিষয়টি নজরে আসার পর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সমন্বয়ে তদন্ত চালানো হয়। প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও সংশোধনের পর বিভাগীয় কমিশনার, সিলেটের অনুমোদনে বিলটিকে সরকারি জলমহাল হিসেবে ৬ নং রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রশাসনের এই উদ্যোগের ফলে তিনটি জলমহাল সরকারি নিয়ন্ত্রণে ফিরে আসায় রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণের জন্যও সুফল বয়ে আনবে।

Address

Kulaura
3230

Telephone

+8801754311010

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাম্প্রতিক কুলাউড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share