
08/02/2025
স্মৃতির বৃষ্টি
প্রথম দেখার দিন, ঝরছিল বৃষ্টি,
বিদ্যুৎ চমক, মেঘের গর্জন দীপ্তি।
গোল্ডেন ভিউতে দু’জনের বসা,
খাবার ছিল ম্লান, তবু চোখে মায়া।
তারপর কত পথ একসাথে চলা,
আম্বরখানা থেকে উপশহর মেলা।
হেক্সাস,প্র্যাক্সিস, চেনা সব ঠিকানা,
তুমি ছিলে পাশে, ছিল গল্পের আনা।
পাঁচ ভাই থেকে পানসি, স্মৃতির রেখা,
আজও দেখি মনে, সময় থমকে একা।
তোমার হাতের আচার, হাঁটতে হাঁটতে খাওয়া,
সে স্বাদে আজও মন যায় ফিরে চাওয়া।
ঘন্টার পর ঘন্টা ফোনের পর্দায়,
শুধু তোমার কথায় হারাতাম সদায়।
একটু কথা বন্ধ, শ্বাস যেন থমকে,
তোমার দুয়ারে গেছি, বুকটা দলা পাকিয়ে।
আজ কতদিন, শুনিনি সেই সুর,
মধুর কণ্ঠে "পিচ্চি" বলা শব্দটুকু দূর।
তবু আমি বেঁচে আছি, শূন্যতায় ডুবে,
স্মৃতির বৃষ্টিতে, একা, নীরবে…