13/02/2025
(আন নিসা আয়াত ৫৯)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِمِنْكُمْ٠ۚفَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ٠ؕذٰلِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا٥٩ؓ
বাংলা অর্থ
হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোন বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়, তাহলে তা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি প্রত্যর্পণ কর-যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাক। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম।
বাংলা উচ্চারণঃ
ইয়া--- আইয়্যুহাল্লাযী-না আ-মানূ--- আত্বী‘উ ল্লা-হা ওয়া আত্বী‘উর রসূ-লা ওয়া উলিল আমরি মিং~~কুম ফাইং~~ তানা-যাতুম ফী- শাইয়িং~~ ফারুদ্দূ-হু ইলাল্লা-হি ওয়ার র-সূলি ইং~~ কুং~~তুম তু’মিনূ-না বিল্লা-হি ওয়াল ইয়াওমিল আ-খির; যা-লিকা খইরুওঁ~ ওয়া‘আহসানু তা’উই---লা।