Rashid Ali Zabed

Rashid Ali Zabed প্রবাসে জীবনে নিজের পরিচয় হারিয়ে ফেলুটা খুব স্বাভাবিক, কিন্তু একজন কাজের কামলা হয়ে উঠেছি।

২ সেপ্টেম্বর বিকেলে।তেতুলিয়া থেকে..😍🥰
03/09/2025

২ সেপ্টেম্বর বিকেলে।
তেতুলিয়া থেকে..😍🥰

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!  বড়লেখা উপজেলার তেরাকুড়ি গ্রামের মোকাম বাড়ি নির্বাসি, আমার শ্রদ্ধেয় খালাতো ভাই ...
02/09/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

বড়লেখা উপজেলার তেরাকুড়ি গ্রামের মোকাম বাড়ি নির্বাসি, আমার শ্রদ্ধেয় খালাতো ভাই জনাব কামাল আহমেদ কিছুক্ষণ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন!

দীর্ঘ ৩৯ বছর পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড় পেয়ে নিজ জন্মভূমি সেন্টমার্টিন যাওয়ার পথে....গাড়ির ভাড়া শেষ হয়ে যাওয়...
02/09/2025

দীর্ঘ ৩৯ বছর পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড় পেয়ে নিজ জন্মভূমি সেন্টমার্টিন যাওয়ার পথে....

গাড়ির ভাড়া শেষ হয়ে যাওয়ায় বরইতলী একতা বাজার নামিয়ে দেয়

পরে বাজারের মানুষ থেকে গাড়ির ভাড়া কালেকশন করে ও ময়লাযুক্ত পোষাক চেঞ্জ করে তার জন্মভূমিতে পৌছানোর জন্য সহযোগিতা করা হয়।

লোকটির কোনো ছেলেমেয়ে নাই, সে এখনো অবিবাহিত। তার বয়স ৩০ বছর হওয়া অবস্থায় সে কারাগারে গিয়েছিলেন।

কুলাউড়ার গর্ব: রুমি বিসিবি'র অফিসিয়াল আম্পায়ার, উইমেন্স চ্যালেঞ্জ কাপে প্রশংসিতকুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার...
02/09/2025

কুলাউড়ার গর্ব: রুমি বিসিবি'র অফিসিয়াল আম্পায়ার, উইমেন্স চ্যালেঞ্জ কাপে প্রশংসিত

কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার মেয়ে মোছা: জামিলা আক্তার রুমি বেগম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর একজন অফিসিয়াল আম্পায়ার হিসেবে নিজের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের ছাপ রাখছেন। সম্প্রতি অনুষ্ঠিত উইমেন্স চ্যালেঞ্জ কাপ ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
রবিবার অনুষ্ঠিত এই টুর্নামেন্টের একটি ম্যাচে বিডি বয়েজ অনূর্ধ্ব-১৫ এবং বিডি উইমেন রেড দল মুখোমুখি হয়। এই খেলায় রুমির নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সবার নজর কাড়ে। তাঁর এই দায়িত্বশীল ভূমিকা শুধু কুলাউড়াবাসীর জন্যই নয়, পুরো মৌলভীবাজারের জন্যও এক বিশাল গর্ব।
স্থানীয় ক্রীড়ামোদী এবং ক্রিকেটপ্রেমীরা মনে করেন, রুমির এই অর্জন দেশের নারীদের ক্রিকেট অঙ্গনে আরও বেশি উৎসাহিত করবে। বিসিবি'র অনুমোদিত আম্পায়ার হিসেবে তিনি নারীদের অবদানকে দৃশ্যমান করে তুলেছেন।

রুমি বেগম নিজেও ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ার হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন। তাঁর এই পথচলা আগামী প্রজন্মের জন্য এক নতুন প্রেরণা হয়ে থাকবে বলে আশা করা যায়।

শুভ সকাল
02/09/2025

শুভ সকাল

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্যই বলে কয়েক সেকেন্ডের দুনিয়াসিলেটের সুনামগঞ্জে একটি ছেলে সহ স্বামী-স্ত্রী ...
01/09/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এজন্যই বলে কয়েক সেকেন্ডের দুনিয়া
সিলেটের সুনামগঞ্জে একটি ছেলে সহ স্বামী-স্ত্রী পুরো একটি পরিবার এভাবে ঝ'রে যা'য় স্ত্রী ছিলেন একজন বিশেষজ্ঞ ডাক্তার।
আল্লাহপাক জান্নাত দান করুন।

অলি-আউলিয়া হলেন আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু বা অভিভাবক, যাদের দেখলে আল্লাহর কথা মনে পড়ে,নবীজির কথা মনে পড়ে, পরকালের কথা মনে ...
01/09/2025

অলি-আউলিয়া হলেন আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু বা অভিভাবক, যাদের দেখলে আল্লাহর কথা মনে পড়ে,নবীজির কথা মনে পড়ে, পরকালের কথা মনে পড়ে। ইয়া আল্লাহ, অলি-আউলিয়ার ছায়াতলে আমাদের রেখো।🤲
(ছবি: কামাল্লা দরবার শরীফের মরহুম পির সাহেব)

আরব আমিরাতের দিব্বা ফুজিরার বিশিষ্ট ব্যাবসায়ী কুলাউড়া উপজেলার কৃতি সন্তান দুবাই উত্তর আমিরাতের পরিচিত মুখ জনাব আবদুর রাজ...
01/09/2025

আরব আমিরাতের দিব্বা ফুজিরার বিশিষ্ট ব্যাবসায়ী কুলাউড়া উপজেলার কৃতি সন্তান দুবাই উত্তর আমিরাতের পরিচিত মুখ জনাব আবদুর রাজ্জাক ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রাজ্জাক ভাইয়ের মৃত্যুতে গভীর শোক সমবেদনা জ্ঞাপন করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি জানাই গভীর সমবেদনা।

মহান আল্লাহ উনাকে জান্নাত দান করুন 🤲

সিলেটকে 'দ্বিতীয় লন্ডন' বলার প্রধান কারণ হলো এখানকার বিপুল সংখ্যক মানুষ যুক্তরাজ্যে প্রবাসী, তবে এখন শুধু প্রবাসীর কারণ...
31/08/2025

সিলেটকে 'দ্বিতীয় লন্ডন' বলার প্রধান কারণ হলো এখানকার বিপুল সংখ্যক মানুষ যুক্তরাজ্যে প্রবাসী, তবে এখন শুধু প্রবাসীর কারণে দ্বিতীয় লন্ডন নয়। প্রবাসীদের পাশাপাশি সিলেটের কিছু কিছু দর্শনীয় স্থানের কারণেই দ্বিতীয় লন্ডন, তার মধ্যেই একটি হলো সবুজ পাহাড়-টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত সিলেটের লাক্কাতুরা আন্তর্জাতিক স্টেডিয়াম। 🏟❤️👌

চোখ একটু একটু বন্ধ করে বলেন তো এখানে সংখ্যা কত ?
31/08/2025

চোখ একটু একটু বন্ধ করে বলেন তো এখানে সংখ্যা কত ?

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল ঘুবাইবা বাসস্ট্যান্ডের জায়গা ১৯৫১ - ২০২৫ খ্রিস্টাব্দ। (পুরানো ছবিটি ' টাইমস থেকে' নেওয়া)
31/08/2025

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল ঘুবাইবা বাসস্ট্যান্ডের জায়গা ১৯৫১ - ২০২৫ খ্রিস্টাব্দ।
(পুরানো ছবিটি ' টাইমস থেকে' নেওয়া)

Address

Kulaura, Sylhet, Bangladesh
Kulaura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashid Ali Zabed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share