Baramchal AL-Islah বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ১নং বরমচাল ইউনিয়ন পরিষদ

  • Home
  • Bangladesh
  • Kulaura
  • Baramchal AL-Islah বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ১নং বরমচাল ইউনিয়ন পরিষদ

Baramchal AL-Islah বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ১নং বরমচাল ইউনিয়ন পরিষদ ইসলামীক রাজনীতি
১ মার্চ ১৯৭৯ ইং

15/09/2025
05/08/2025

[গত বছর ৪ আগস্ট হাফিজ সাব্বির আহমদ ভাইদের এই সাহসী বিবৃতি লন্ডন থেকে প্রকাশিত বাংলাপোস্ট প্রকাশ করেছিলো। সেদিন দেশের কোন পত্রিকা এমন বিবৃতি প্রকাশের সাহস করে নি। জুলাই বিপ্লবকে যাঁরা যেভাবে সফল করেছেন, আমরা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো; বাংলাপোস্টের লিংক কমেন্ট বক্সে দেয়া হলো]

দ্রুত পদত্যাগ করে দেশকে জাহান্নামের আগুন থেকে বাঁচান -বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি যুক্তরাজ্যের কমিউনিটি ও ইসলামি নেতৃবৃন্দ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদের দ্রুত পদত্যাগের আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ইসলামি ও কমিউনিটি নেতৃবৃন্দ।

গতকাল রবিবার এক বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশে চলমান কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, র‌্যাব, ছাত্রলীগ ও যুবলীগ যৌথভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে ছাত্রদের উপর ধারাবাহিকভাবে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত শত শত ছাত্রকে গুলি করে খুন করা হয়েছে। বাংলাদেশের মানুষ তা আর সহ্য করতে পারছে না। তারা এই সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নেমে আসছে।

এ ব্যাপারে আমাদের স্পষ্ট বিবৃতি হলো- ‘শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদ পদত্যাগ করুন। দেশকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আপনি একজন মুসলিম শাসক, আল্লাহকে ভয় করুন। আপনাকে একদিন মরতে হবে। আল্লাহর সামনে আর কত খুনের দায় নিয়ে মরতে চান?’

বিৃবৃতিতে আরো বলা হয়- ‘ নিজের দিকে তাকিয়ে দেখুন আপনার সারা শরীর দেশের মানুষের খুনে রঞ্জিত। মানুষ আপনাকে আর চায় না। চাটুকার মন্ত্রী, এমপিদের কথা না শুনে নিজের মনের সাথে বোঝাপড়া করুন। আপনি এখন রক্তেরঞ্জিত কারবালার তীরে দাঁড়িয়ে আছেন। এ অবস্থায় নিজ থেকে গদি ছেড়ে দিন। এটাই আপনার জন্য কল্যাণকর।’

বিবৃতিতে স্বাক্ষর করেন বিশিষ্ট ইসলামিক স্কলার, যুক্তরাজ্যের বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ মাওলানা হাফিজ সাব্বির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ মো. জসিম উদ্দিন, ইসলামিক বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা আবুল হাসান, স্কটল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব আনিছ মিয়া ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হক মুক্তা।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ৫-নং ব্রাহ্মনবাজার ইউনিয়ন পরিষদ এর নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ কে-Baramchal AL-Islah বাংলাদেশ...
19/07/2025

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ৫-নং ব্রাহ্মনবাজার ইউনিয়ন পরিষদ এর নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ কে-
Baramchal AL-Islah বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ১নং বরমচাল ইউনিয়ন পরিষদ পক্ষথেকে
অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা🌹

এডমিন-shipu

07/05/2025
06/05/2025
03/05/2025
23/04/2025
22/04/2025
21/02/2025

Address

Baramchal, Moulvibazar
Kulaura
3236

Alerts

Be the first to know and let us send you an email when Baramchal AL-Islah বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ১নং বরমচাল ইউনিয়ন পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baramchal AL-Islah বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ১নং বরমচাল ইউনিয়ন পরিষদ:

Share