Motivational RUHEL ツ

Motivational RUHEL ツ Hlw My dear audience ,welcome to my page..
(1)

Thanks for visiting.

আমার ছোট এই পরিবার আপনাদেরকে স্বাগতম 🥀
নতুন নতুন বিডিও স্টেটাস পেতে ফলো দিয়ে সাথে থাকুন।

ধন্যবাদ 😍

12/11/2025

অপূর্নতা😅💔
একটা কথা আছে নানি রিলেশন এর ক্ষেত্রে ফুড়িরে বে*ঈ*মা*নী না করলে পোয়ায় করে, আর পোয়ায় বে*ঈ*মানী না করলে ফুড়িয়ে করে! 🙂

আর ২ জন লয়াল থাকলে ফ্যামিলিয়ে মানিয়া নেইন না, ফ্যামিলি মানিয়া নিলে প্রকৃতিয়ে তারারে এক হইতে দেয় না, অকটা তারার লগে মিলি গেছে😭

তাই কিলা সহ্য করবো অতোদিনের ভালোবাসা🥺
আল্লাহ আর কেউর প্রিয় মানুষ যেনো ইলা কা*ড়িয়া না নেইন 😭

21/09/2025

কোথাও শুনেছিলাম নারী আর যাই করুক তার শখের পুরুষ কে কখনো কষ্ট দেয়না।

তবে সে আমাকে কাঁদতে দেখার পরেও তার মনে বিন্দু মাত্র মায়া জন্মায়নি।

18/09/2025

তুমি বলতে, তুমি নাকি আমায় অনেক ভালোবাসো। ভালোবাসলে কেউ দূরে থাকতে পারে? এভাবে দিনের পর দিন, মাসের পর মাস কথা না বলে থাকতে পারে?

তুমি পারো। তুমি ভালোবাসো না।
অভিমান ভাঙ্গানোটা তোমার কাছে বিরক্তির ব্যাপার! অথচ মনে অভিমানের মেঘ জমে, বৃষ্টি নামে চোখ দিয়ে, তোমার হৃদয় স্পর্শ করে না সে কান্না।

তুমি বলতে, আমি ছাড়া তোমার কিছু ভালো লাগে না। অথচ আজ তোমার ভালো লাগার তালিকায় আমার কোনো অস্তিত্ব নেই। আমাকে ছাড়াই, আমার সাথে কথা না হলেও তোমার দিনকাল ভালোই যায়।

জানো তো?
এই ভালোবাসার নাম করেই মানুষ অনুভূতি আর আবেগ নিয়ে খেলতে থাকে! ভালো না বেসেও দিব্যি ভালোবাসার ভান করে। মানুষ মনটা দেখে না, শুধু নিজের ভালো লাগাকে প্রাধান্য দেয়।

অবসরের বিনোদন, অতীত ভুলতে মানুষ “ ভালোবাসি ” বলে। একমাত্র ভালোবাসা ছাড়া যে পৃথিবীতে কাউকে বশে আনা যায় না।

তুমি ভুলে যাও সহজে। এত ভালোবেসেও ভুলে যাওয়া ভয়ংকর সহজ তোমার কাছে! ভালোবাসলে কেউ ভুলে যায়– ভুলে থাকে? পুরো আপাদমস্তক আমি টাই যে তোমাতে ডুবে থাকি। এত সহজে এত স্মৃতি, এত প্রেম, আমি ভুলে যাই কী করে? বলো তো...

17/09/2025

তোমার অজান্তে কত শত মেসেজ দেই যদি তুমি মায়ার টানে এসে রিপ্লাই করো 🥹

কিন্তু এই অনিশ্চিত বার্তা তোমার কাছে ব্লক এর দেওয়াল বেধ করে পোঁছায় না 😭💔

04/09/2025

এক মুহুর্ত যাকে ছাড়া থাকবো ভাবলে বুকের ভেতর তীব্র যন্ত্রণা হতো ,আজ থাকে ছাড়া বহুদিন 🥹

27/08/2025

শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষটা জানবে না তার দেওয়া ব্যাথায় যে কারো চোখে ঘুম আসে না ,নিরবতায় শুধু চোখ দিয়ে যন্ত্রণার অশ্রু ঝড়ে 💔

আবির 🌸

26/08/2025

যে মানুষটা জানতো হারানোর যন্ত্রণা সেই দিলো আমাকে হারানোর ব্যাথা 😐🥹

26/08/2025

তোমারে বুঝাইতে না পারা যন্ত্রণা গুলো 😐🥹

25/08/2025

মানুষ যে মানুষটার মনের যত্ন নেয় 🌸❤️‍🩹

ঐ মানুষটাই মানুষের মন ভেঙে দেয় 💔😅

আবির 🌸

25/08/2025

মানুষ তার প্রিয় মানুষকে কখনো অভিসাপ দেয় না ,কিন্তু
মানুষের দীর্ঘশ্বাস গুলো নিজের অজান্তে বলে ওঠে আমি তাকে অভিসাপ দিচ্ছি না তবে আমার সাথে যে অন্যায় করেছে সেই অন্যায়টা যেনো তার সাথে হয় এবং সে বুঝতে পারে এই রকম করার যন্ত্রণা 🥹🙂

আবির 🌸

25/08/2025

আমাদের জীবনে আমরা অনেক জায়গা চিনতাম না ,জানতাম না সেই জায়গা সম্পর্কে অথচ বন্ধু কিংবা প্রিয়জনদের সাথে ঐ সব জায়গায় আমাদের যাওয়া হয়।ঐ জায়গায় একসাথে বসে আড্ডা গল্প খানাপিনা হয় ,একটা সময় ঐ জায়গা টা আমাদের কাছে খুব প্রিয় হয়ে ওঠে কারণ ঐ জায়গার মধ্যে রয়ে গেছে আমাদের জীবনের কাঠানো সুন্দর কোনো এক মুহুর্ত 🌸 হটাৎ করে যখন প্রিয় মানুষ কিংবা কাছের বন্ধুগুলো আমাদের ছেড়ে চলে যায় ,তারপর যখন আমরা ঐ জায়গা যাই কিংবা যাওয়া হয় তখন ভিষণ মনে পড়ে পূর্বের কাটানো মুহুর্ত গুলো ,নিজের ভেতর আপন মানুষ গুলো না থাকার শূণ্যতা যেনো ঘিরে ধরে আমাদেরকে , বড্ড মনে পড়ে মানুষ গুলো কে আমাদের অথচ আমরা চাইলে ও আগের মতো ঐ জায়গায় বসে প্রিয় কোনো জিনিস খাওয়া হয় না একসাথে। কত প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে আবার কেউ দূর প্রবাসে কেউবা ব্যস্ততার অজুহাতে ভুলে গেছে আমাদেরকে কেউ বা সম্পর্ক ছিন্ন করে হারিয়ে গেছে আমাদের জীবন থেকে , এসব হারানোর তালিকা হয়তো আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে না ,কিন্তু মাঝে মাঝে ভিষণ শূন্যতা আর একাকিত্ব ঘিরে ধরে আমাদেরকে তখন নিরভে বসে দু ফোঁটা চোখের জল ফেলা ছাড়া আমাদের কিছুই করার থাকে না কিছুই করার থাকে না 🥹 এটাই বাস্তবতা এটাই জীবন।

আবির 🌸

Address

Kulaura
3236

Alerts

Be the first to know and let us send you an email when Motivational RUHEL ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share