18/09/2025
তুমি বলতে, তুমি নাকি আমায় অনেক ভালোবাসো। ভালোবাসলে কেউ দূরে থাকতে পারে? এভাবে দিনের পর দিন, মাসের পর মাস কথা না বলে থাকতে পারে?
তুমি পারো। তুমি ভালোবাসো না।
অভিমান ভাঙ্গানোটা তোমার কাছে বিরক্তির ব্যাপার! অথচ মনে অভিমানের মেঘ জমে, বৃষ্টি নামে চোখ দিয়ে, তোমার হৃদয় স্পর্শ করে না সে কান্না।
তুমি বলতে, আমি ছাড়া তোমার কিছু ভালো লাগে না। অথচ আজ তোমার ভালো লাগার তালিকায় আমার কোনো অস্তিত্ব নেই। আমাকে ছাড়াই, আমার সাথে কথা না হলেও তোমার দিনকাল ভালোই যায়।
জানো তো?
এই ভালোবাসার নাম করেই মানুষ অনুভূতি আর আবেগ নিয়ে খেলতে থাকে! ভালো না বেসেও দিব্যি ভালোবাসার ভান করে। মানুষ মনটা দেখে না, শুধু নিজের ভালো লাগাকে প্রাধান্য দেয়।
অবসরের বিনোদন, অতীত ভুলতে মানুষ “ ভালোবাসি ” বলে। একমাত্র ভালোবাসা ছাড়া যে পৃথিবীতে কাউকে বশে আনা যায় না।
তুমি ভুলে যাও সহজে। এত ভালোবেসেও ভুলে যাওয়া ভয়ংকর সহজ তোমার কাছে! ভালোবাসলে কেউ ভুলে যায়– ভুলে থাকে? পুরো আপাদমস্তক আমি টাই যে তোমাতে ডুবে থাকি। এত সহজে এত স্মৃতি, এত প্রেম, আমি ভুলে যাই কী করে? বলো তো...